ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

বালু বাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবি

বালু বাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবি

মোঃখলিলুর রহমান জেলা প্রতিনিধি দৈনিক মাতৃভূমির খবরঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইস্কা বিলে গতকাল ২৭/০৮/২০২১ বিকাল চারটার বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।নৌকাটিতে ৭০ জন যাত্রী ছিল।এখন পর্যন্ত ২০ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকা ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা আনন্দ বাজার নৌকা ঘাটের উদ্দেশে আসার পথে এ মর্মান্তিক দূর্ঘটনার কবলে পড়ে।এ মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দূর্ঘটনায় ডুবুরী দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।দূর্ঘটনা কবলিত স্থানে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শুভন এর নেতৃত্বে একটি স্বেচ্ছা সেবক টিম কাজ করছে।উল্লেখ্য গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে ও নৌদূর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়।এলাকাবাসীর দাবী স্পিডবোট ও বালুবাহী ট্রলার চালায় অদক্ষ চালক।আর এটি নৌ দূর্ঘটনার প্রধান কারন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

নিহত ২২ জনের মধ্যে ১৬ জনের নাম-পরিচয় জানা গিয়েছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকার আবু সাঈদের স্ত্রী মোমেনা বেগম (৫৫) ও ফারুক মিয়ার স্ত্রী কাজল বেগম (৪০), দাতিয়ারা এলাকার মোবারক মিয়ার মেয়ে তাসফিয়া মিম (১২), সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেরকপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে তানভীর (৮), চিলোকুট গ্রামের আব্দুল্লাহ মিয়ার শিশু কন্যা তাকুয়া (৮), নরসিংসার গ্রামের জামাল মিয়ার ছেলে সাজিম (৭) ও ভাটপাড়া গ্রামের ঝারু মিয়ার মেয়ে শারমিন (১৮)।

আরও রয়েছেন, বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের জহিরুল হকের ছেলে আরিফ বিল্লাহ (২০), বেড়াগাঁও গ্রামের মৃত মালু মিয়ার স্ত্রী মঞ্জু বেগম (৬০), জজ মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৭) ও তার মেয়ে মুন্নি (১০), আব্দুল হাসিমের স্ত্রী কমলা বেগম (৫২), নূরপুর গ্রামের মৃত রাজ্জাক মিয়ার স্ত্রী মিনারা বেগম (৫০), আদমপুর গ্রামের অখিল বিশ্বাসের স্ত্রী অঞ্জনী বিশ্বাস (৩০) ও পরিমল বিশ্বাসের মেয়ে তিথিবা বিশ্বাস (২) এবং ময়মনসিংহের খোকন মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম (৪৫)।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গনমাধ্যমকে জানান, সুরতহাল করার পর শনাক্ত করে ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহের সঙ্গে দাফনের জন্য স্বজনদের হাতে ২০ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানান, বালুবোঝাই ট্রলারটি আটক করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি পানির নিচে আছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বালু বাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবি

আপডেট টাইম ০৪:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

বালু বাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবি

মোঃখলিলুর রহমান জেলা প্রতিনিধি দৈনিক মাতৃভূমির খবরঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইস্কা বিলে গতকাল ২৭/০৮/২০২১ বিকাল চারটার বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।নৌকাটিতে ৭০ জন যাত্রী ছিল।এখন পর্যন্ত ২০ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকা ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা আনন্দ বাজার নৌকা ঘাটের উদ্দেশে আসার পথে এ মর্মান্তিক দূর্ঘটনার কবলে পড়ে।এ মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দূর্ঘটনায় ডুবুরী দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।দূর্ঘটনা কবলিত স্থানে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শুভন এর নেতৃত্বে একটি স্বেচ্ছা সেবক টিম কাজ করছে।উল্লেখ্য গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে ও নৌদূর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়।এলাকাবাসীর দাবী স্পিডবোট ও বালুবাহী ট্রলার চালায় অদক্ষ চালক।আর এটি নৌ দূর্ঘটনার প্রধান কারন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

নিহত ২২ জনের মধ্যে ১৬ জনের নাম-পরিচয় জানা গিয়েছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকার আবু সাঈদের স্ত্রী মোমেনা বেগম (৫৫) ও ফারুক মিয়ার স্ত্রী কাজল বেগম (৪০), দাতিয়ারা এলাকার মোবারক মিয়ার মেয়ে তাসফিয়া মিম (১২), সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেরকপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে তানভীর (৮), চিলোকুট গ্রামের আব্দুল্লাহ মিয়ার শিশু কন্যা তাকুয়া (৮), নরসিংসার গ্রামের জামাল মিয়ার ছেলে সাজিম (৭) ও ভাটপাড়া গ্রামের ঝারু মিয়ার মেয়ে শারমিন (১৮)।

আরও রয়েছেন, বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের জহিরুল হকের ছেলে আরিফ বিল্লাহ (২০), বেড়াগাঁও গ্রামের মৃত মালু মিয়ার স্ত্রী মঞ্জু বেগম (৬০), জজ মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৭) ও তার মেয়ে মুন্নি (১০), আব্দুল হাসিমের স্ত্রী কমলা বেগম (৫২), নূরপুর গ্রামের মৃত রাজ্জাক মিয়ার স্ত্রী মিনারা বেগম (৫০), আদমপুর গ্রামের অখিল বিশ্বাসের স্ত্রী অঞ্জনী বিশ্বাস (৩০) ও পরিমল বিশ্বাসের মেয়ে তিথিবা বিশ্বাস (২) এবং ময়মনসিংহের খোকন মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম (৪৫)।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গনমাধ্যমকে জানান, সুরতহাল করার পর শনাক্ত করে ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহের সঙ্গে দাফনের জন্য স্বজনদের হাতে ২০ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানান, বালুবোঝাই ট্রলারটি আটক করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি পানির নিচে আছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।