ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে-লায়ন মোঃ গনি মিয়া বাবুল। গজারিয়া বালুয়াকান্দি ইউনিয়নে সিকদার পরিবারে আমিরুল ইসলাম এর সর্মথনে আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল চসিকের ৬ ষ্ঠ নির্বাচিত পরিষদের ৩৮ তম সাধারণ সভায় মশা কমাতে কার্যক্রম বাড়াবে : মেয়র রেজাউল “বিড়ি শিল্পে ট্যাক্স প্রত্যাহারসহ চার দাবিতে রংপুর শ্রমিকদের মানববন্ধন” ইন্দুরকানী প্রেসক্লাবে ইফতার মাহফিল বরিশাল চকবাজার এবায়দুল্লাহ মসজিদে অগ্নিকান্ড। টাঙ্গাইলে দৈনিক সকালের সময় পত্রিকার পাঠক ফোরাম গঠিত চট্টগ্রাম পাহাড়তলীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে জালনোটসহ প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ রমজান মাসের পবিত্রতা লঙ্ঘন করছে নারায়ণগঞ্জ চিশতিয়া বাউল সমিত

বাকেরগঞ্জে মধ্যে যুগের বর্বরতাকে হার মানিয়েছে নিয়ামতির সুভাষ সমদ্দার

মাসুম বিল্লাহ বরিশাল প্রতিনিধি ঃ-
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বন্দর এলাকার বাসিন্দা মৃত্যু অতুল চন্দ্র সমদ্দারের ছেলে সুভাষ সমদ্দারের অনৈতিক কর্মকান্ড মধ্য যুগের বর্বরতাকে হার মানিয়েছে। প্রতিবেশী মৃত্যু ওহাব হাওলাদারের ছেলে আব্দুল হকের সাথে সম্পত্তি নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে একের পর এক হামলা-মামলা, সাজানো অগ্নিকাণ্ডের ঘটনা পরবর্তী মিথ্যা মামলায় নাবালক শিশু পুত্র ফয়জুল সহ গ্রেফতার ও কোর্ড হাজতে প্রেরণ সহ চরম অমানবিক নিষ্ঠুরতার জন্ম দিয়েছেন সুভাষ সমদ্দার। তার সে অপকর্মের ঢাল হিসেবে ব্যবহার করছেন মোটা অংকের অর্থ ও আর সেই অর্থ দিয়ে ম্যনেজ করছেন প্রশাসন ও বিপদগামী চক্রকে। নিজের সংখ্যা লগুত্বের দোহাই দিয়ে চালিয়ে যাচ্ছেন অপ্রপ্রচার ও জগন্য মিথ্যা নাটকের অভিনয়। সরজমিন গিয়ে দেখা যায় আব্দুল হক ও সুভাষ সমদ্দারের পাশাপাশি দুটো ঘর বহুদিন ধরেই অপেক্ষা কৃত গরীব মানুষ আব্দুল হকের সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পরে ভূমি দূস্য সুভাষ সমদ্দারের। কি করে তাঁকে ওখান থেকে উচ্ছেদ করা যায় সে চেষ্টায় চালানো শুরু করে দুর্বিসন্ধি মূলক তৎপরতা। এরইমধ্যে আব্দুল হকের ঘরের পিছনের দরজা বন্ধ করে নির্মান করছেন আলাদা ওয়াল, বিষয় টি নিয়ে নিরুপায় আব্দুল হক কোর্টে অভিযোগ দায়ের করলে সুচতুর সুভাষ পাল্টা মিথ্যা অভিযোগ করে কাগজ পত্রের দোহাই দিয়ে আদালতকে ভুল বুঝিয়ে মোটা অংকের উৎকোচ বিনিময়ে আদালত থেকে মামলার মিমাংসার কথা বলে থানা এনে সালিসদারদের সহায়তায় রায় নিজের পক্ষে নেন। কিন্তু একই দাগের শুভাষের ঘরের পাশে অনেক টা ফাঁকা যায়গা আব্দুল হকের হওয়া সত্বেও সেখান থেকে সমাধান দিতে রাজি না হয়েই নতুন বিল্ডিংয়ের নির্মান কাজ শুরু করলে বিগত ১৪ ই জানুয়ারি আব্দুল হক শেষ বারের মতো বিনিত অনুরোধ করেন। ফাঁকা যায়গার অংশ টুকু যেহেতু আপনার ঘরের পাশের। নতুন করে যখন ঘর তুলছেন ওটুকু আপনি দখলের বিনিময় হলেও আমার ঘরের দরজা খুলে দিন। কিন্তু নিঠুর সুভাষ সমদ্দার কোনো মানবিকতা প্রদর্শন না করে উল্টো তার উপর হামলা চালানোর চেষ্টা করে। এ নিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হলে এক পর্যায় হাতহাতির ঘটনা ঘটে, এ ঘটনাকে পূঁজি করে বিত্তশালী সুভাষ সমদ্দার থানায় লিখিত অভিযোগ করেন। বিষয় টি তদন্তের জন্য থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘটনা তেমন গুরুত্বর না হওয়ায় দু গ্রুপের মধ্যে মিলিয়ে দেয়। এবং ১৪৪ ধারা বিধান মতে বিল্ডিং নির্মান কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন। এতে সুভাষের মনঃপূত না হলে পূনরায় নানান ফন্দি আঁটতে থাকেন কি করে ওদের ফাঁসানো যায়। তারই অংশ হিসেবে গত ২৬ শে ফেব্রুয়ারি রাত ১১ টায় নিজের পরিত্যক্ত ঘরে নিজেই আগুন লাগিয়ে নাটকীয় ঘটনার সৃষ্টি করে নতুন করে থানায় লিখিত অভিযোগ করেন। নিরুপায় প্রশাসন অধিকতর বিশৃঙ্খলা সৃষ্টির আকাঙ্ক্ষায় অভিযোগটি সাথে সাথে রুজূ করে আাসামি আব্দুল হক হাওলাদার ও তার নাবালক শিশু পুত্র ফয়জুলকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করে। বিষয় টি নিয়ে এলাকায় ব্যপক তোলপাড় সৃষ্টি হলে এলাকার সচেতন মহলের মনে নানান প্রশ্নের জন্মহয়।
এ বিষয় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। বিষয় টি নিয়ে ইতিপূর্বে দু পক্ষের আইনজীবীদের সাথে নিয়ে একাধিক বার বসে ও মিমাংসা করা যায়নি, বিষয় টি অমানবিক হলেও বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আগুন লাগানো ঘটনায় তাদের গ্রেফতার করা হয়নি। মারামারি ঘটনায় গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায় উভয় অভিযোগই আমলে নিয়ে মামলা রেকর্ড করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয় বিস্ময় প্রকাশ করে এলাকার সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

Tag :

জনপ্রিয় সংবাদ

রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে-লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

বাকেরগঞ্জে মধ্যে যুগের বর্বরতাকে হার মানিয়েছে নিয়ামতির সুভাষ সমদ্দার

আপডেট টাইম ১২:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১

মাসুম বিল্লাহ বরিশাল প্রতিনিধি ঃ-
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বন্দর এলাকার বাসিন্দা মৃত্যু অতুল চন্দ্র সমদ্দারের ছেলে সুভাষ সমদ্দারের অনৈতিক কর্মকান্ড মধ্য যুগের বর্বরতাকে হার মানিয়েছে। প্রতিবেশী মৃত্যু ওহাব হাওলাদারের ছেলে আব্দুল হকের সাথে সম্পত্তি নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে একের পর এক হামলা-মামলা, সাজানো অগ্নিকাণ্ডের ঘটনা পরবর্তী মিথ্যা মামলায় নাবালক শিশু পুত্র ফয়জুল সহ গ্রেফতার ও কোর্ড হাজতে প্রেরণ সহ চরম অমানবিক নিষ্ঠুরতার জন্ম দিয়েছেন সুভাষ সমদ্দার। তার সে অপকর্মের ঢাল হিসেবে ব্যবহার করছেন মোটা অংকের অর্থ ও আর সেই অর্থ দিয়ে ম্যনেজ করছেন প্রশাসন ও বিপদগামী চক্রকে। নিজের সংখ্যা লগুত্বের দোহাই দিয়ে চালিয়ে যাচ্ছেন অপ্রপ্রচার ও জগন্য মিথ্যা নাটকের অভিনয়। সরজমিন গিয়ে দেখা যায় আব্দুল হক ও সুভাষ সমদ্দারের পাশাপাশি দুটো ঘর বহুদিন ধরেই অপেক্ষা কৃত গরীব মানুষ আব্দুল হকের সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পরে ভূমি দূস্য সুভাষ সমদ্দারের। কি করে তাঁকে ওখান থেকে উচ্ছেদ করা যায় সে চেষ্টায় চালানো শুরু করে দুর্বিসন্ধি মূলক তৎপরতা। এরইমধ্যে আব্দুল হকের ঘরের পিছনের দরজা বন্ধ করে নির্মান করছেন আলাদা ওয়াল, বিষয় টি নিয়ে নিরুপায় আব্দুল হক কোর্টে অভিযোগ দায়ের করলে সুচতুর সুভাষ পাল্টা মিথ্যা অভিযোগ করে কাগজ পত্রের দোহাই দিয়ে আদালতকে ভুল বুঝিয়ে মোটা অংকের উৎকোচ বিনিময়ে আদালত থেকে মামলার মিমাংসার কথা বলে থানা এনে সালিসদারদের সহায়তায় রায় নিজের পক্ষে নেন। কিন্তু একই দাগের শুভাষের ঘরের পাশে অনেক টা ফাঁকা যায়গা আব্দুল হকের হওয়া সত্বেও সেখান থেকে সমাধান দিতে রাজি না হয়েই নতুন বিল্ডিংয়ের নির্মান কাজ শুরু করলে বিগত ১৪ ই জানুয়ারি আব্দুল হক শেষ বারের মতো বিনিত অনুরোধ করেন। ফাঁকা যায়গার অংশ টুকু যেহেতু আপনার ঘরের পাশের। নতুন করে যখন ঘর তুলছেন ওটুকু আপনি দখলের বিনিময় হলেও আমার ঘরের দরজা খুলে দিন। কিন্তু নিঠুর সুভাষ সমদ্দার কোনো মানবিকতা প্রদর্শন না করে উল্টো তার উপর হামলা চালানোর চেষ্টা করে। এ নিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হলে এক পর্যায় হাতহাতির ঘটনা ঘটে, এ ঘটনাকে পূঁজি করে বিত্তশালী সুভাষ সমদ্দার থানায় লিখিত অভিযোগ করেন। বিষয় টি তদন্তের জন্য থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘটনা তেমন গুরুত্বর না হওয়ায় দু গ্রুপের মধ্যে মিলিয়ে দেয়। এবং ১৪৪ ধারা বিধান মতে বিল্ডিং নির্মান কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন। এতে সুভাষের মনঃপূত না হলে পূনরায় নানান ফন্দি আঁটতে থাকেন কি করে ওদের ফাঁসানো যায়। তারই অংশ হিসেবে গত ২৬ শে ফেব্রুয়ারি রাত ১১ টায় নিজের পরিত্যক্ত ঘরে নিজেই আগুন লাগিয়ে নাটকীয় ঘটনার সৃষ্টি করে নতুন করে থানায় লিখিত অভিযোগ করেন। নিরুপায় প্রশাসন অধিকতর বিশৃঙ্খলা সৃষ্টির আকাঙ্ক্ষায় অভিযোগটি সাথে সাথে রুজূ করে আাসামি আব্দুল হক হাওলাদার ও তার নাবালক শিশু পুত্র ফয়জুলকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করে। বিষয় টি নিয়ে এলাকায় ব্যপক তোলপাড় সৃষ্টি হলে এলাকার সচেতন মহলের মনে নানান প্রশ্নের জন্মহয়।
এ বিষয় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। বিষয় টি নিয়ে ইতিপূর্বে দু পক্ষের আইনজীবীদের সাথে নিয়ে একাধিক বার বসে ও মিমাংসা করা যায়নি, বিষয় টি অমানবিক হলেও বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আগুন লাগানো ঘটনায় তাদের গ্রেফতার করা হয়নি। মারামারি ঘটনায় গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায় উভয় অভিযোগই আমলে নিয়ে মামলা রেকর্ড করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয় বিস্ময় প্রকাশ করে এলাকার সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।