ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ

বাকেরগঞ্জে দখল বাজ সোহরাব খান এর ভয়ে কাঁপছে কলসকাঠি বাসি।

বাকেরগঞ্জ প্রতিনিধি।
বাকেরগঞ্জে একাধিক ইটের ভাঁটা ও হিন্দুদের জমি দখল সহ নানান অভিযোগ রয়েছে সোহরাব খানের বিরুদ্ধে।
বাকেরগঞ্জ উপজেলা কলসকাঠী ইউনিয়নের সোহরাব খানের অতিষ্টে এলাকাবাসী।
কলসকাঠী ইউনিয়নের এ্যাডভুকেট মন্টু শাহার জামাই সোহরাব খান।
অভিযোগ সূত্রে জানা যায় সোহরাব খান নিজেকে এলাকায় প্রভালশালী হিসেবে পরিচিত করতে বেশ অন্যায় অনিয়মের কাজ করে যাচ্ছেন। অভিযোগ সূত্রে জানা যায় সোহরাব খান ঈগল ব্রিকস এর প্রোপাইটার আবু জাফর কে বিভিন্ন সময় হুমকি দামকি দিয়ে আসছেন, ঈগল ব্রিকস এর মালিক আবু জাফর জানান সোহরাব খান তার ইটের ভাঁটার ১৬ ভাগের আড়াই ভাগের একটা অংশ অন্য ভাগিদার শামিমের কাছ থেকে কিনে কিন্তু সোহরাব খান ঈগল ব্রিকসের কখনো কখনো অর্ধেক মালিকানা আবার কখনো সম্পূর্ণ মালিকানা দাবি করে জাফর হাওলাদার কে ইটের ভাঁটার কাছে যাইতে দেয় না। ইটের ভাঁটার মালিক জাফর হাওলাদার ইট ভাঁটার কাছে গেলে তাকে মেরে ফেলার হুমকি দামকি দিয়ে আসছেন। এলাকার লোকজনের সঙ্গে কথা বললে তারা সোহরাব খানের ভয়তে মুখ খুলতে চাননা। এদিকে সোহরাব খান হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল করে নিজের বসত ঘর তৈরী করেছেন সরেজমিনে তদন্ত সাপেক্ষে জানা যায় সোহরাব খান কলসকাঠী ইউনিয়নের উওম শাহার জমিজমা দখল করে নিয়েছে এ বিষয়ে উওম শাহা প্রাণে বেঁচে থাকার ভয়ে নিজের সম্পত্তি ছেড়ে কলসকাঠী বাজারে বাড়া বাসায় বসবাস করেন।
সোহরাব হোসেন খান শুধু ঈগল ব্রিকসের মালিকানা দাবি করে থেমে যাননি শাপলা ব্রিকস, একতা ব্রিকস সহ অনেক ইট ভাটার ব্রিকসে তার প্রভাব বিস্তার লাভ করছে। এসব ইট ভাটার মালিকরা তার ভয়ে খুবই অতিষ্ট।
এদিকে সোহরাব খান কলসকাঠী ইউনিয়নের হাট বাজারের ইজারাদার। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে যেমন খুশি তেমন করে বাড়তি টাকা আত্মসাৎ করেছেন সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে, কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তাঁরা জানান সোহরাব খান এমন একটি সিন্ডিকেট যিনি আমাদের মতো ব্যবসায়ীদের গলাকাটা দিয়ে বাড়তি টাকা নেন। মাছের বাজার থেকে শুরু করে চাল, ডাল,শাকসবজি সহ নিত্যপণ্যের বাজারে সরকারি নির্ধারিত মূল্য ইজারা ছাড়া অতিরিক্ত অর্থ তাকে দেওয়া লাগে এমনকি গ্রাম অঞ্চল থেকে আসা গরীব অসহায় মানুষ গ্রামের শাকপাতা, মুরগির ডিম,হাঁসের ডিম,কচুর লতি বিক্রি করতে আসলে তাদের থেকেও গলা পারা দিয়ে তার লোকজন টাকা নেন। এমন আচরণে সুশিল সমাজের ব্যক্তিবর্গ তীব্র নিন্দা জানান এবং হাটবাজার ইজারায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

বাকেরগঞ্জে দখল বাজ সোহরাব খান এর ভয়ে কাঁপছে কলসকাঠি বাসি।

আপডেট টাইম ১১:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২

বাকেরগঞ্জ প্রতিনিধি।
বাকেরগঞ্জে একাধিক ইটের ভাঁটা ও হিন্দুদের জমি দখল সহ নানান অভিযোগ রয়েছে সোহরাব খানের বিরুদ্ধে।
বাকেরগঞ্জ উপজেলা কলসকাঠী ইউনিয়নের সোহরাব খানের অতিষ্টে এলাকাবাসী।
কলসকাঠী ইউনিয়নের এ্যাডভুকেট মন্টু শাহার জামাই সোহরাব খান।
অভিযোগ সূত্রে জানা যায় সোহরাব খান নিজেকে এলাকায় প্রভালশালী হিসেবে পরিচিত করতে বেশ অন্যায় অনিয়মের কাজ করে যাচ্ছেন। অভিযোগ সূত্রে জানা যায় সোহরাব খান ঈগল ব্রিকস এর প্রোপাইটার আবু জাফর কে বিভিন্ন সময় হুমকি দামকি দিয়ে আসছেন, ঈগল ব্রিকস এর মালিক আবু জাফর জানান সোহরাব খান তার ইটের ভাঁটার ১৬ ভাগের আড়াই ভাগের একটা অংশ অন্য ভাগিদার শামিমের কাছ থেকে কিনে কিন্তু সোহরাব খান ঈগল ব্রিকসের কখনো কখনো অর্ধেক মালিকানা আবার কখনো সম্পূর্ণ মালিকানা দাবি করে জাফর হাওলাদার কে ইটের ভাঁটার কাছে যাইতে দেয় না। ইটের ভাঁটার মালিক জাফর হাওলাদার ইট ভাঁটার কাছে গেলে তাকে মেরে ফেলার হুমকি দামকি দিয়ে আসছেন। এলাকার লোকজনের সঙ্গে কথা বললে তারা সোহরাব খানের ভয়তে মুখ খুলতে চাননা। এদিকে সোহরাব খান হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল করে নিজের বসত ঘর তৈরী করেছেন সরেজমিনে তদন্ত সাপেক্ষে জানা যায় সোহরাব খান কলসকাঠী ইউনিয়নের উওম শাহার জমিজমা দখল করে নিয়েছে এ বিষয়ে উওম শাহা প্রাণে বেঁচে থাকার ভয়ে নিজের সম্পত্তি ছেড়ে কলসকাঠী বাজারে বাড়া বাসায় বসবাস করেন।
সোহরাব হোসেন খান শুধু ঈগল ব্রিকসের মালিকানা দাবি করে থেমে যাননি শাপলা ব্রিকস, একতা ব্রিকস সহ অনেক ইট ভাটার ব্রিকসে তার প্রভাব বিস্তার লাভ করছে। এসব ইট ভাটার মালিকরা তার ভয়ে খুবই অতিষ্ট।
এদিকে সোহরাব খান কলসকাঠী ইউনিয়নের হাট বাজারের ইজারাদার। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে যেমন খুশি তেমন করে বাড়তি টাকা আত্মসাৎ করেছেন সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে, কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তাঁরা জানান সোহরাব খান এমন একটি সিন্ডিকেট যিনি আমাদের মতো ব্যবসায়ীদের গলাকাটা দিয়ে বাড়তি টাকা নেন। মাছের বাজার থেকে শুরু করে চাল, ডাল,শাকসবজি সহ নিত্যপণ্যের বাজারে সরকারি নির্ধারিত মূল্য ইজারা ছাড়া অতিরিক্ত অর্থ তাকে দেওয়া লাগে এমনকি গ্রাম অঞ্চল থেকে আসা গরীব অসহায় মানুষ গ্রামের শাকপাতা, মুরগির ডিম,হাঁসের ডিম,কচুর লতি বিক্রি করতে আসলে তাদের থেকেও গলা পারা দিয়ে তার লোকজন টাকা নেন। এমন আচরণে সুশিল সমাজের ব্যক্তিবর্গ তীব্র নিন্দা জানান এবং হাটবাজার ইজারায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।