ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব । চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ইষ্টার্ণ হাউজিংয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের উপর হামলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরআন শরিফ অবমাননা করায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে দিঘলিয়া উপজেলার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। চট্টগ্রামে সাতকানিয়ায় গভীর রাতে কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে কারাদণ্ড … নড়াইলে মসজিদ ইমামের স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া পলাতক চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন: প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রচণ্ড দাবদাহে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের স্বস্তির উদ্যোগ।

বাংলাদেশ থেকে বিনা ভিসায় বিদেশ ভ্রমণ!

ভ্রমন ডেস্ক :  শিরোনামটি পড়ে বেশ আশ্চর্য হওয়ার কথা, বিদেশ ভ্রমণে আপনার যা আবশ্যকীয় তা হলো ভিসা, এয়ার টিকেট, হোটেল বুকিং। তবে বিনা ভিসাতেও যায় ভ্রমণ করা,

এ কথা কি জানেন! বেশির ভাগ দেশে কেবল টিকিট করে চলে গেলেই হবে, পর্যটক ভিসা আপনাকে ওই দেশের এয়ারপোর্টে দেয়া হবে। আবার কোনো কোনো দেশে তাও লাগে না, বাংলাদেশি পাসপোর্ট দেখিয়েই ওই দেশে ঢুকে যেতে পারবেন। দেশভেদে এসব দেশে ৫ থেকে ১২০ দিন পর্যন্ত থাকতে পারবেন আপনি।

কিছু দেশ আছে যেখানে আপনার থাকার কোনো সীমা বেধে দেয়া নেই। প্রয়োজন হলে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন হয় না। শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে।

আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়। তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।

ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হলো-

এশিয়া মহাদেশঃ

ভুটান (যত দিন ইচ্ছা)

শ্রীলংকা (৩০ দিন)

আফ্রিকা মহাদেশঃ

কেনিয়া (৩ মাস)
মালাউই (৯০ দিন)
সেশেল (১ মাস)

আমেরিকা মহাদেশঃ

ডোমিনিকা (২১ দিন)
হাইতি (৩ মাস)
গ্রানাডা (৩ মাস)
সেন্ট কিট্‌স অ্যান্ড নেভিস (৩ মাস)
সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস)
টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন)
মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন)

ওশেনিয়া মহাদেশের মধ্যে ফিজি (৬ মাস)
কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন)
নাউরু (৩০ দিন)
পালাউ (৩০ দিন)
সামোয়া (৬০ দিন)
টুভালু (১ মাস)
নুউ (৩০ দিন)
ভানুয়াটু (৩০ দিন) এবং
মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন)।

এছাড়া যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া সেসব দেশ হলো

এশিয়ার মধ্যে-
আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার)
জর্জিয়া (৩ মাস)
লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার)
মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন)
নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)
সিরিয়া (১৫ দিন)

পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার)
আফ্রিকা মহাদেশের মধ্যে
বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক)

মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ)
মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার)
টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং
উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)

কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। ফিরতি টিকিট ও হোটেল বুকিংয়ের কাগজ রাখতে ভুল করবেন না।

Tag :

জনপ্রিয় সংবাদ

–গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব ।

বাংলাদেশ থেকে বিনা ভিসায় বিদেশ ভ্রমণ!

আপডেট টাইম ০১:৩৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮

ভ্রমন ডেস্ক :  শিরোনামটি পড়ে বেশ আশ্চর্য হওয়ার কথা, বিদেশ ভ্রমণে আপনার যা আবশ্যকীয় তা হলো ভিসা, এয়ার টিকেট, হোটেল বুকিং। তবে বিনা ভিসাতেও যায় ভ্রমণ করা,

এ কথা কি জানেন! বেশির ভাগ দেশে কেবল টিকিট করে চলে গেলেই হবে, পর্যটক ভিসা আপনাকে ওই দেশের এয়ারপোর্টে দেয়া হবে। আবার কোনো কোনো দেশে তাও লাগে না, বাংলাদেশি পাসপোর্ট দেখিয়েই ওই দেশে ঢুকে যেতে পারবেন। দেশভেদে এসব দেশে ৫ থেকে ১২০ দিন পর্যন্ত থাকতে পারবেন আপনি।

কিছু দেশ আছে যেখানে আপনার থাকার কোনো সীমা বেধে দেয়া নেই। প্রয়োজন হলে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন হয় না। শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে।

আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়। তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।

ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হলো-

এশিয়া মহাদেশঃ

ভুটান (যত দিন ইচ্ছা)

শ্রীলংকা (৩০ দিন)

আফ্রিকা মহাদেশঃ

কেনিয়া (৩ মাস)
মালাউই (৯০ দিন)
সেশেল (১ মাস)

আমেরিকা মহাদেশঃ

ডোমিনিকা (২১ দিন)
হাইতি (৩ মাস)
গ্রানাডা (৩ মাস)
সেন্ট কিট্‌স অ্যান্ড নেভিস (৩ মাস)
সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস)
টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন)
মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন)

ওশেনিয়া মহাদেশের মধ্যে ফিজি (৬ মাস)
কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন)
নাউরু (৩০ দিন)
পালাউ (৩০ দিন)
সামোয়া (৬০ দিন)
টুভালু (১ মাস)
নুউ (৩০ দিন)
ভানুয়াটু (৩০ দিন) এবং
মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন)।

এছাড়া যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া সেসব দেশ হলো

এশিয়ার মধ্যে-
আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার)
জর্জিয়া (৩ মাস)
লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার)
মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন)
নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)
সিরিয়া (১৫ দিন)

পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার)
আফ্রিকা মহাদেশের মধ্যে
বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক)

মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ)
মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার)
টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং
উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)

কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। ফিরতি টিকিট ও হোটেল বুকিংয়ের কাগজ রাখতে ভুল করবেন না।