ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু চরফ্যাসনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৯।। দুমকিতে নবজাতক শিশুকে হসপিটালে রেখে পালিয়ে গেলো মা। গজারিয়ার বালুয়াকান্দীতে আমিরুল ইসলাম এর নির্বাচনী কর্মী সভা রাঙ্গুনিয়ায় দাওয়াতে তাবলীগের নিছবতে ওলামায়েকেরামের আলোচনা সভা চট্টগ্রামে উপজেলা নির্বাচনে হলফনামায় তথ্য গরমিল, ২ প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ামতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত বাড়াইপাড়া খাল খননের কাজ দ্রুত শেষ করার তাগিদ মেয়র রেজাউলের

বন্দরে বিএনপি নেতা ফরিদের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফরিদ হোসেনের পিতা সাহাবুদ্দিন মুুন্সি(৮৬)আর নেই। গত রোববার সকাল ৯টায় বন্দরের আদমপুরস্থ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্øাহি…….রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্র্রী,৫মেয়ে ২ ছেলে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর আদমপুুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বিদায় ছুুটে যান নারায়ণগঞ্জ জেলা আাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবুু সুফিয়ান,বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল,মহানগর বিএনপির সহ-সভাপতি,এড.শাখাওয়াত হোসেন,মহানগর জাাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানুু,বন্দর থানা বিএনপি’র সভাপতি নুরউদ্দিন আহাম্মদ,বিএনপি নেতা গোলাম মোস্তফা সাগর,মহানগর যুবদলের যুুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন (বিএ),এড.আকবর হোসেন,জিয়াউদ্দিন মেম্বার,মোঃ অখিলউদ্দিন,মোঃ শাহজাহান,মোঃ সাহাবুদ্দিন,আবুুল বাশারসসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। বন্দরে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা স্টাফ রিপোর্টার: বন্দরে বাংলা নববর্ষ -১৪২৬ উদযাপন উপলক্ষে রোববার ১৪ এপ্রিল সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে মিলিত হয়। উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। শোভাযাত্রায় অংশ নেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মুকুল,বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,ইন্সপেক্টর(তদন্ত) আজহারুল ইসলাম,বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার , উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোমানা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নূরুল আমিন, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বন্দর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বন্দরে শিল্পকলা একাডেমির সদস্য যাচাই-বাছাই ১৯এপ্রিল স্টাফ রিপোর্টার: বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য যাচাই-বাছাই কার্যক্রম আগামী ১৯ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুুষ্ঠিত হবে। সম্প্রতি একাডেমির কার্যনির্বাহী পরিষদের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। দীর্ঘ দিন পরে হলেও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য অন্তভুুক্তি কার্যক্রম চালু হওয়ায় বন্দরের সর্বস্তরের সাংস্কৃতিক প্রেমীদের মাঝে উৎসবের আমেজ বইতে শুরু করছে। তারা শিল্পকলার বর্তমান কর্মকান্ডের মুল ধারক উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীকে অভিনন্দন জানান। এদিকে প্রাপ্ত তথ্যনুযায়ী বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য অন্তভুুক্তি কার্যক্রমে এবারই প্রথম প্রায় ২শতাধিক (বিভিন্ন ক্যাটাগরীর) শিল্পী ফরম সংগ্রহ করেন। দুর্ণীতিবাজ আমেনাকে বাঁচাতে কতিপয় শিক্ষক নেতা মরিয়া স্টাফ রিপোর্টার: বন্দরের ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সাক্ষর জালিয়াতি করে প্রায় লক্ষাধিক টাকা আতœসাতকারী শিক্ষিকা আমেনা খাতুন এখনো বহাল তবিয়তে রয়েছে। তার বিরুদ্ধে শিক্ষ অধিদপ্ততরের মহা পরিচালকের কাছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অভিযোাগ দাখিলের পরও আমেনা খাতুন স্ব-পদে বহাল থাকায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ দানা বাধতে শুরু করছে। এদিকে আমেনা খাতুনের মতো একজন দুর্ণীতিবাজকে বাঁচাতে কতিপয় শিক্ষক নেতা মরিয়া হয়ে উঠেছে। একজন দুর্ণীতিববাজের পক্ষে শিক্ষকদের অবস্থান নেয়ার বিবষয়টি সর্বত্রই সমালোচনার সৃৃষ্টি করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ অন্যান্যরা জানান,আমেনা খাতুন ২০১৩সালে এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অব্যাহতভাবে দূনীতি,স্বেচ্ছাচারিতা,অনিয়ম,দায়িত্ব পালণে অবহেলাসহ বিদ্যালয়ের সরকারি-বেসরকারি অর্থ আতœসাৎ করে আসছে। কমিটির পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করার পরও কমিটির নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সে মনগড়াভাবেই তার কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নিয়ম অনুুযায়ী এক মাস অন্তর অন্তর ম্যানেজিং কমিটির সভভা আহবানের কথা থাকলেও নিজ উদ্যোগে তিনি সভা আহবান করেননা। কমিটির সদস্যরা কখনো কখনো সভা আহবান করলেও নানা অজুুহাতে সে সভায় অনুপুস্থিত থাকেন। প্রধাণমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বছরের পহেলা জানুয়ারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক,অভিভাবক ও স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গদের নিয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরন করা হলেও আামেনা খাতুন কেবল কিিতপয় শিক্ষককে নিয়েই বই বিতরণ কেের থাকেন এ কারণে ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার করছে। বিদ্যালয়ের আয় ব্যায়ের হিসাব তিনি কমিটির নিকট কখনো উপস্থাপন করেননা। সম্প্রতি সে বিদ্যালয়ের জন্য আসা ২০১৬-২০১৭,২০১৭-২০১৮অর্থবছরের স্লিপ বরাদ্ধের ৪০.০০০+৪০,০০০=৮০,০০০(আশি হাজার)টাকা এবং বিদ্যালয়ের পুুরাতন দো-চালা ঘর বিক্রির ৩২.০০০(বত্রিশ হাজার) টাকা কোন প্রকার রেজুুলেশন না করে ভাউচার ছাড়াই খরচ দেখিয়ে কিংবা ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল আহমেদের সাক্ষর জালিয়াতি করে তা ব্যাংক থেকে উত্তোলন করে আতœসাৎ করে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বেশ কয়েকটি গাছ কেটে ২০ হাজার টাকা বিক্রি করা হয় সেই টাকাও আতœসাৎ করেন। বিদ্যালয়ের বিদু্যুৎ বিল বাবদ ১৫ হাজার টাকারও কোন হিসাব অদ্যাবধি দেননি তিনি। এ প্রতিষ্ঠানে যোগদানের আগেও ২০১৩সালে চুনাভূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধাণ শিক্ষক থাকাকালে অর্থ কেলেংকারীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ভুক্তভোগ সদস্যরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিস্ট কর্তৃৃপক্ষের আশু কার্যকরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। নারায়ণগঞ্জে যুবতীর লাখ টাকা আতœসাত ॥ ফেরত চাওয়ায় স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে মালয়েশিয়া যাওয়ার অযুহাতে লাখি আক্তার নামে নিরীহ এক যুবতীর লাখ টাকা আতœসাত করে প্রতারণা করে বেড়াচ্ছে লেডিদস্যূ সাজমহল ও তার পুত্র সুজন গং। সু-বিচার পেতে ভুুক্তভোগী নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করায় সন্ত্র্রাসী মা-ছেলে লাখিকে মামলা তুুলে নেয়ার জন্য হত্যার হুমকি দিচ্ছে। উচ্ছশৃঙ্খল মা-ছেলের হুমকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীণ শংকার মধ্যে দিন কাটাচ্ছে অসহায় লাখি আক্তার। মামলায় উল্লেখ করা হয়,সেসাানারাগাঁ শম্ভুুপুুরা গ্রামের তালুককদার বাড়ির মৃত আনিছউদ্দিন তালুকদারের স্ত্র্রী সাজমহল তার পুত্রকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে পার্শ্ববর্তী গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে লাখি আক্তারকে ফুসলিয়ে তার গ্রামীণ ব্যাংক ও আশা সমিতির সাড়ে ৮শ’ টাকার কিস্তি দেয়ার শর্তে ৬০ হাজার টাকা ও নগদ ৩০ হাজার টাকা ধারসহ ৯০ হাজার টাকা নেয়। টাকা দেয়ার কয়েক সপ্তাহ না যেতেই কিস্তি দিতে অপারগতা প্রকাশ করে। লাখি একাধিকবার তাার টাকা ফেরত চাইেেলল সাজমহল ননানাা টালবাহানা করে। এমনকি এক পর্র্যায়ে সাজমহল ও তার পুত্র সুজন গং নিরীহ ললখিকেক বেদম মারপিট করে। বিষয়যটি লাখি স্থানীয় ইউনিয়ন পরিষদসহ বিভিন্নজনের কাছে বিচার দিযে সুুবিচার না পেয়ে অবশেষে নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে সাজমহল তার পুুত্র সুজন গং মামলা তুুলে ননা নিলে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

Tag :

জনপ্রিয় সংবাদ

পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার

বন্দরে বিএনপি নেতা ফরিদের পিতার ইন্তেকাল

আপডেট টাইম ০৭:০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

স্টাফ রিপোর্টার: বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফরিদ হোসেনের পিতা সাহাবুদ্দিন মুুন্সি(৮৬)আর নেই। গত রোববার সকাল ৯টায় বন্দরের আদমপুরস্থ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্øাহি…….রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্র্রী,৫মেয়ে ২ ছেলে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর আদমপুুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বিদায় ছুুটে যান নারায়ণগঞ্জ জেলা আাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবুু সুফিয়ান,বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল,মহানগর বিএনপির সহ-সভাপতি,এড.শাখাওয়াত হোসেন,মহানগর জাাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানুু,বন্দর থানা বিএনপি’র সভাপতি নুরউদ্দিন আহাম্মদ,বিএনপি নেতা গোলাম মোস্তফা সাগর,মহানগর যুবদলের যুুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন (বিএ),এড.আকবর হোসেন,জিয়াউদ্দিন মেম্বার,মোঃ অখিলউদ্দিন,মোঃ শাহজাহান,মোঃ সাহাবুদ্দিন,আবুুল বাশারসসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। বন্দরে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা স্টাফ রিপোর্টার: বন্দরে বাংলা নববর্ষ -১৪২৬ উদযাপন উপলক্ষে রোববার ১৪ এপ্রিল সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে মিলিত হয়। উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। শোভাযাত্রায় অংশ নেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মুকুল,বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,ইন্সপেক্টর(তদন্ত) আজহারুল ইসলাম,বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার , উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোমানা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নূরুল আমিন, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বন্দর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বন্দরে শিল্পকলা একাডেমির সদস্য যাচাই-বাছাই ১৯এপ্রিল স্টাফ রিপোর্টার: বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য যাচাই-বাছাই কার্যক্রম আগামী ১৯ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুুষ্ঠিত হবে। সম্প্রতি একাডেমির কার্যনির্বাহী পরিষদের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। দীর্ঘ দিন পরে হলেও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য অন্তভুুক্তি কার্যক্রম চালু হওয়ায় বন্দরের সর্বস্তরের সাংস্কৃতিক প্রেমীদের মাঝে উৎসবের আমেজ বইতে শুরু করছে। তারা শিল্পকলার বর্তমান কর্মকান্ডের মুল ধারক উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীকে অভিনন্দন জানান। এদিকে প্রাপ্ত তথ্যনুযায়ী বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য অন্তভুুক্তি কার্যক্রমে এবারই প্রথম প্রায় ২শতাধিক (বিভিন্ন ক্যাটাগরীর) শিল্পী ফরম সংগ্রহ করেন। দুর্ণীতিবাজ আমেনাকে বাঁচাতে কতিপয় শিক্ষক নেতা মরিয়া স্টাফ রিপোর্টার: বন্দরের ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সাক্ষর জালিয়াতি করে প্রায় লক্ষাধিক টাকা আতœসাতকারী শিক্ষিকা আমেনা খাতুন এখনো বহাল তবিয়তে রয়েছে। তার বিরুদ্ধে শিক্ষ অধিদপ্ততরের মহা পরিচালকের কাছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অভিযোাগ দাখিলের পরও আমেনা খাতুন স্ব-পদে বহাল থাকায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ দানা বাধতে শুরু করছে। এদিকে আমেনা খাতুনের মতো একজন দুর্ণীতিবাজকে বাঁচাতে কতিপয় শিক্ষক নেতা মরিয়া হয়ে উঠেছে। একজন দুর্ণীতিববাজের পক্ষে শিক্ষকদের অবস্থান নেয়ার বিবষয়টি সর্বত্রই সমালোচনার সৃৃষ্টি করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ অন্যান্যরা জানান,আমেনা খাতুন ২০১৩সালে এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অব্যাহতভাবে দূনীতি,স্বেচ্ছাচারিতা,অনিয়ম,দায়িত্ব পালণে অবহেলাসহ বিদ্যালয়ের সরকারি-বেসরকারি অর্থ আতœসাৎ করে আসছে। কমিটির পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করার পরও কমিটির নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সে মনগড়াভাবেই তার কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নিয়ম অনুুযায়ী এক মাস অন্তর অন্তর ম্যানেজিং কমিটির সভভা আহবানের কথা থাকলেও নিজ উদ্যোগে তিনি সভা আহবান করেননা। কমিটির সদস্যরা কখনো কখনো সভা আহবান করলেও নানা অজুুহাতে সে সভায় অনুপুস্থিত থাকেন। প্রধাণমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বছরের পহেলা জানুয়ারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক,অভিভাবক ও স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গদের নিয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরন করা হলেও আামেনা খাতুন কেবল কিিতপয় শিক্ষককে নিয়েই বই বিতরণ কেের থাকেন এ কারণে ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার করছে। বিদ্যালয়ের আয় ব্যায়ের হিসাব তিনি কমিটির নিকট কখনো উপস্থাপন করেননা। সম্প্রতি সে বিদ্যালয়ের জন্য আসা ২০১৬-২০১৭,২০১৭-২০১৮অর্থবছরের স্লিপ বরাদ্ধের ৪০.০০০+৪০,০০০=৮০,০০০(আশি হাজার)টাকা এবং বিদ্যালয়ের পুুরাতন দো-চালা ঘর বিক্রির ৩২.০০০(বত্রিশ হাজার) টাকা কোন প্রকার রেজুুলেশন না করে ভাউচার ছাড়াই খরচ দেখিয়ে কিংবা ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল আহমেদের সাক্ষর জালিয়াতি করে তা ব্যাংক থেকে উত্তোলন করে আতœসাৎ করে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বেশ কয়েকটি গাছ কেটে ২০ হাজার টাকা বিক্রি করা হয় সেই টাকাও আতœসাৎ করেন। বিদ্যালয়ের বিদু্যুৎ বিল বাবদ ১৫ হাজার টাকারও কোন হিসাব অদ্যাবধি দেননি তিনি। এ প্রতিষ্ঠানে যোগদানের আগেও ২০১৩সালে চুনাভূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধাণ শিক্ষক থাকাকালে অর্থ কেলেংকারীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ভুক্তভোগ সদস্যরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিস্ট কর্তৃৃপক্ষের আশু কার্যকরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। নারায়ণগঞ্জে যুবতীর লাখ টাকা আতœসাত ॥ ফেরত চাওয়ায় স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে মালয়েশিয়া যাওয়ার অযুহাতে লাখি আক্তার নামে নিরীহ এক যুবতীর লাখ টাকা আতœসাত করে প্রতারণা করে বেড়াচ্ছে লেডিদস্যূ সাজমহল ও তার পুত্র সুজন গং। সু-বিচার পেতে ভুুক্তভোগী নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করায় সন্ত্র্রাসী মা-ছেলে লাখিকে মামলা তুুলে নেয়ার জন্য হত্যার হুমকি দিচ্ছে। উচ্ছশৃঙ্খল মা-ছেলের হুমকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীণ শংকার মধ্যে দিন কাটাচ্ছে অসহায় লাখি আক্তার। মামলায় উল্লেখ করা হয়,সেসাানারাগাঁ শম্ভুুপুুরা গ্রামের তালুককদার বাড়ির মৃত আনিছউদ্দিন তালুকদারের স্ত্র্রী সাজমহল তার পুত্রকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে পার্শ্ববর্তী গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে লাখি আক্তারকে ফুসলিয়ে তার গ্রামীণ ব্যাংক ও আশা সমিতির সাড়ে ৮শ’ টাকার কিস্তি দেয়ার শর্তে ৬০ হাজার টাকা ও নগদ ৩০ হাজার টাকা ধারসহ ৯০ হাজার টাকা নেয়। টাকা দেয়ার কয়েক সপ্তাহ না যেতেই কিস্তি দিতে অপারগতা প্রকাশ করে। লাখি একাধিকবার তাার টাকা ফেরত চাইেেলল সাজমহল ননানাা টালবাহানা করে। এমনকি এক পর্র্যায়ে সাজমহল ও তার পুত্র সুজন গং নিরীহ ললখিকেক বেদম মারপিট করে। বিষয়যটি লাখি স্থানীয় ইউনিয়ন পরিষদসহ বিভিন্নজনের কাছে বিচার দিযে সুুবিচার না পেয়ে অবশেষে নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে সাজমহল তার পুুত্র সুজন গং মামলা তুুলে ননা নিলে হত্যা করা হবে বলে হুমকি দেয়।