ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেস বিজ্ঞপ্তি (২০ এপ্রিল ২০২৪ ) —————————————- ১৫ দিনের ঈদযাত্রায় ২৯৪ প্রাণের মৃত্যুমিছিল : সেভ দ্য রোড চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বশর ভূঁইয়া পরিষদের ঈদ পুনমিলনী অনুষ্ঠিত ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে নৃশংসভাবে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামি আশারুল শেখ এবং তার প্রধান সহযোগী ইলিয়াস শেখ ও খায়রুল শেখ’কে ফরিদপুরের ভাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন বগুড়ায় চাঞ্চ্যল্যকর শিশু বন্ধনকে গলাকেটে হত্যার মূল রহস্য উদঘাটন গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন প্রাণীসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান –অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর

বই মেলায় পাঠক প্রিয়তা পেয়েছে জমির উদ্দিন মিলন রচিত বইগুলো।

সৈয়দ মোঃ শাকিল।
(বিশেষ প্রতিনিধি)
সংবাদ সাহিত্য সংস্কৃতি বিভাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির প্রাঙ্গনে বাংলা একাডেমির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণিল সাঁজে জমে উঠেছে বাংলা ভাষাভাষী ও বাঙ্গালী জাতি স্বত্তার প্রানের অহংকার অমর একুশে বই মেলা।

আজ বই মেলায় সরেজমিনে দেখা মিলে বিভিন্ন শ্রেনীর পাঠক পাঠিকাদের। শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বনিতায় মুখরিত হয়েছে প্রানের বই মেলা ও বাংলা একাডেমি প্রাঙ্গন। এখানে প্রতি বছরের ন্যায় এবারও বই মেলা সেঁজেছে যেন ষোলআনা বাঙ্গালিয়ানা সাঁজে। মেলায় আগত পাঠক পাঠিকাদের কেউ কেউ সখ করে সেঁজে এসেছে বৈচিত্র বাঙ্গালিআনা ঢং’য়ে। বই মেলায় স্থাপিত প্রকাশনী সংস্থা গুলোর একেকটা বইয়ের ছাউনি যেন একেকটা বিচিত্র ধরনের জ্ঞানের জগৎ বৈকি, যা জ্ঞানের আলোর দ্যুতি ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত পাঠক সমাজে।

এবারের বই মেলায় পাঠকদের সাথে কথা বলে ও জনপ্রিয় (বেস্ট সেলার) বইয়ের তালিকায় খোঁজ নিয়ে জানা যায় লেখক অধ্যাপক কবি জমির উদ্দিন মিলন রচিত ও প্রকাশনী সংস্থা চন্দ্র ছাপ প্রকাশিত তিনটি বই ‘ই এই বছরের অমর একুশে বই মেলায় পেয়েছে পাঠক প্রিয়তা। কবিতা গ্রন্থ শূন্য সমাধি কবি জমির উদ্দিন মিলন রচিত বই গুলোর অন্যতম একটি যা ইতিমধ্যেই পাঠক সমাজে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাংলা সাহিত্যের কবিতা ধারায় ম্যাটফিজিক্যাল ধারার প্রর্বতক কবি জমির উদ্দিন মিলন এর কবিতা সারা দেশের সৃষ্টিশীল কবিতা প্রেমীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। এছাড়াও ইতিমধ্যে তিনি বিভিন্ন মহলের পাঠক সমাজের সরব প্রশংসা কুড়িয়েছেন। সেই সাথে আরোও জানা যায় সমানতালে চলিত বই মেলায় গ্রহনযোগ্য হিসেবে সমাদৃত হয়েছে তার রচিত আরোও দুইটি বই। যার একটি হল উপন্যাস বকেয়া ভালবাসা অপরটি কালজয়ী লেখিকা আগাথা কৃষ্টির লেখা দ্যা মিস্টি অফ ডেথ এর অর্থবহ অনুবাদ বাংলা ভাষান্তর।

এই বিষয়ে বই গুলোর প্রকাশনী সংস্থা চন্দ্র ছাপ সাথে কথা বলে জানা যায় শূন্য সমাধি ও মিস্ট্রি অফ ডেথ এর প্রথম ও দ্বিতীয় সংস্করণ (প্রায় তিন হাজার কপি) ইতিমধ্যেই সব বিক্রি হয়ে গেছে আর দিনে দিনে বইগুলোর চাহিদা ক্রমান্বয়ে বেড়েই চলেছে পাঠক সমাজে। রোমান্টিক কবি জমির উদ্দিন মিলন রচিত কবিতার বইটি ‘তে দর্শনশাস্ত্র ও অধ্যাত্মিকতার সুনিপুণ ম্যাটফিজিক্যাল ধারায় মেলবন্ধনে রচনা করেছেন যা অত্যান্ত সুদক্ষতা ও চমকপ্রদ সম্বনয়ের শব্দশৈলির। সাবলীল শব্দ চয়ন করে লিখা শূন্য সমাধি কবিতার বইটি এই সময়ের সব শ্রেনীর পাঠক সমাজেই সাড়া জাগিয়েছে বলেও জানায় প্রকাশনী সংস্থা চন্দ্র ছাপ।

এ সময় চন্দ্র ছাপ প্রকাশনী স্টলে উপস্থিত ছিলেন সময়ের বিশিষ্ট্য কথা সাহিত্যক লেখিকা সৈয়দা আনোয়ারা হক আরোও উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডিন) লেখক অধ্যাপক কবি ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, প্রকাশনী সংস্থা চন্দ্র ছাপ এর কর্নধার লেখক এস.এম মোস্তফা মামুন ও অধ্যাপক কবি জমির উদ্দিন মিলন।

বই মেলায় আগত নিয়মিত পাঠিকাদের একজন ঐন্দ্রিলা রুদ্রাণি (শিক্ষার্থী) তিনি বলেন করোনাকালে এই দূর্যোগ যুদ্ধ সংকটের সময়ে একমাত্র বই পারে আমাদের মুক্তি দিতে। বইয়ে থাকা বৈচিত্র জ্ঞানের জগৎ পারে আমাদের সমাজে সমৃদ্ধির পথ দেখাতে সুবুদ্ধিবান নাগরিক উদ্ভাবন ঘটাতে। তাই শান্তির লক্ষ্যে সব বয়সের পাঠক শ্রেনীর নিয়ম করে বই পড়া উচিত। শিক্ষার্থীটি আরও জানায় সময়ের প্রজ্ঞাবান প্রগতিশীল কবি জমির উদ্দিন মিলনে লিখা শূন্য সমাধি কবিতার বইটি তিনি মেলা থেকে সংগ্রহ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় অধ্যাপক মোঃ আসাদুজ্জামান প্রকাশনী সংস্থা চন্দ্র ছাপ প্রকাশনীর স্টলে উপস্থিত হয়ে জমির উদ্দিন মিলনের বইয়ের মোড়ক উন্মোচন করেন গত একুশে ফেব্রুয়ারি শুক্রবার। আর বই মেলায় প্রকাশের মাত্র বিশ দিনের ব্যবধানে শূন্য সমাধি কবিতার বইটি পেয়েছে গগনচুম্বী সফলতা। এই বিষয়ে প্রতিক্রিয়ায় মুঠোফোনে তিনি আজ প্রতিবেদকে বলেন মান সম্মত লেখকদের সফলতা আসবেই। ভালো লিখতে হলে আমাদের অনেক পড়তে হবে, অনেক জানতে হবে। উদীয়মান লেখক জমির উদ্দিন মিলনের লিখায় অর্থবহ তাৎপর্য ও চমৎকার স্পিরিচুয়্যাল ব্যাপার আছে, যা তার দক্ষ প্রতিভার সুক্ষ বহিঃপ্রকাশ বলেই আমি মনে করি।

এই ব্যাপারে মেলায় উপস্থিত অধ্যাপক কবি জমির উদ্দিন মিলনের সাথে একান্ত আলাপ কালে তিনি বলেন মানবিক পলি পড়ে মানবতা উর্বর হয়ে উঠুক আমাদের দেশে, আমাদের বিশ্বে। আমার অত্যান্ত ক্ষুদ্র জ্ঞানের আলোকে কিনচিৎ চেষ্টা করেছি পাঠক সমাজের তৃষ্ণা মেটাতে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রকাশনী সংস্থা চন্দ্র ছাপ ও প্রিয় পাঠক পাঠিকা ‘দের প্রতি। তাদের প্রতি অাকুল ভালবাসা বোধ থেকেই আমার লিখার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। আলাপ শেষে বই সংগ্রহের ব্যাপারে তিনি পাঠক ক্রেতাদের সচেতন করে বলেন আমাদের অবশ্যই মনে রাখতে হবে একটি আর্দশ বই শত জন মহৎ বন্ধুর চাইতেও উত্তম। সুতরাং বই মেলাতে এসে আমাদের প্রতিজনে সঠিক বই সংগ্রহ করে সঙ্গে নেওয়াই শ্রেয়।

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি (২০ এপ্রিল ২০২৪ ) —————————————- ১৫ দিনের ঈদযাত্রায় ২৯৪ প্রাণের মৃত্যুমিছিল : সেভ দ্য রোড

বই মেলায় পাঠক প্রিয়তা পেয়েছে জমির উদ্দিন মিলন রচিত বইগুলো।

আপডেট টাইম ১০:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২

সৈয়দ মোঃ শাকিল।
(বিশেষ প্রতিনিধি)
সংবাদ সাহিত্য সংস্কৃতি বিভাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির প্রাঙ্গনে বাংলা একাডেমির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণিল সাঁজে জমে উঠেছে বাংলা ভাষাভাষী ও বাঙ্গালী জাতি স্বত্তার প্রানের অহংকার অমর একুশে বই মেলা।

আজ বই মেলায় সরেজমিনে দেখা মিলে বিভিন্ন শ্রেনীর পাঠক পাঠিকাদের। শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বনিতায় মুখরিত হয়েছে প্রানের বই মেলা ও বাংলা একাডেমি প্রাঙ্গন। এখানে প্রতি বছরের ন্যায় এবারও বই মেলা সেঁজেছে যেন ষোলআনা বাঙ্গালিয়ানা সাঁজে। মেলায় আগত পাঠক পাঠিকাদের কেউ কেউ সখ করে সেঁজে এসেছে বৈচিত্র বাঙ্গালিআনা ঢং’য়ে। বই মেলায় স্থাপিত প্রকাশনী সংস্থা গুলোর একেকটা বইয়ের ছাউনি যেন একেকটা বিচিত্র ধরনের জ্ঞানের জগৎ বৈকি, যা জ্ঞানের আলোর দ্যুতি ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত পাঠক সমাজে।

এবারের বই মেলায় পাঠকদের সাথে কথা বলে ও জনপ্রিয় (বেস্ট সেলার) বইয়ের তালিকায় খোঁজ নিয়ে জানা যায় লেখক অধ্যাপক কবি জমির উদ্দিন মিলন রচিত ও প্রকাশনী সংস্থা চন্দ্র ছাপ প্রকাশিত তিনটি বই ‘ই এই বছরের অমর একুশে বই মেলায় পেয়েছে পাঠক প্রিয়তা। কবিতা গ্রন্থ শূন্য সমাধি কবি জমির উদ্দিন মিলন রচিত বই গুলোর অন্যতম একটি যা ইতিমধ্যেই পাঠক সমাজে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাংলা সাহিত্যের কবিতা ধারায় ম্যাটফিজিক্যাল ধারার প্রর্বতক কবি জমির উদ্দিন মিলন এর কবিতা সারা দেশের সৃষ্টিশীল কবিতা প্রেমীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। এছাড়াও ইতিমধ্যে তিনি বিভিন্ন মহলের পাঠক সমাজের সরব প্রশংসা কুড়িয়েছেন। সেই সাথে আরোও জানা যায় সমানতালে চলিত বই মেলায় গ্রহনযোগ্য হিসেবে সমাদৃত হয়েছে তার রচিত আরোও দুইটি বই। যার একটি হল উপন্যাস বকেয়া ভালবাসা অপরটি কালজয়ী লেখিকা আগাথা কৃষ্টির লেখা দ্যা মিস্টি অফ ডেথ এর অর্থবহ অনুবাদ বাংলা ভাষান্তর।

এই বিষয়ে বই গুলোর প্রকাশনী সংস্থা চন্দ্র ছাপ সাথে কথা বলে জানা যায় শূন্য সমাধি ও মিস্ট্রি অফ ডেথ এর প্রথম ও দ্বিতীয় সংস্করণ (প্রায় তিন হাজার কপি) ইতিমধ্যেই সব বিক্রি হয়ে গেছে আর দিনে দিনে বইগুলোর চাহিদা ক্রমান্বয়ে বেড়েই চলেছে পাঠক সমাজে। রোমান্টিক কবি জমির উদ্দিন মিলন রচিত কবিতার বইটি ‘তে দর্শনশাস্ত্র ও অধ্যাত্মিকতার সুনিপুণ ম্যাটফিজিক্যাল ধারায় মেলবন্ধনে রচনা করেছেন যা অত্যান্ত সুদক্ষতা ও চমকপ্রদ সম্বনয়ের শব্দশৈলির। সাবলীল শব্দ চয়ন করে লিখা শূন্য সমাধি কবিতার বইটি এই সময়ের সব শ্রেনীর পাঠক সমাজেই সাড়া জাগিয়েছে বলেও জানায় প্রকাশনী সংস্থা চন্দ্র ছাপ।

এ সময় চন্দ্র ছাপ প্রকাশনী স্টলে উপস্থিত ছিলেন সময়ের বিশিষ্ট্য কথা সাহিত্যক লেখিকা সৈয়দা আনোয়ারা হক আরোও উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডিন) লেখক অধ্যাপক কবি ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, প্রকাশনী সংস্থা চন্দ্র ছাপ এর কর্নধার লেখক এস.এম মোস্তফা মামুন ও অধ্যাপক কবি জমির উদ্দিন মিলন।

বই মেলায় আগত নিয়মিত পাঠিকাদের একজন ঐন্দ্রিলা রুদ্রাণি (শিক্ষার্থী) তিনি বলেন করোনাকালে এই দূর্যোগ যুদ্ধ সংকটের সময়ে একমাত্র বই পারে আমাদের মুক্তি দিতে। বইয়ে থাকা বৈচিত্র জ্ঞানের জগৎ পারে আমাদের সমাজে সমৃদ্ধির পথ দেখাতে সুবুদ্ধিবান নাগরিক উদ্ভাবন ঘটাতে। তাই শান্তির লক্ষ্যে সব বয়সের পাঠক শ্রেনীর নিয়ম করে বই পড়া উচিত। শিক্ষার্থীটি আরও জানায় সময়ের প্রজ্ঞাবান প্রগতিশীল কবি জমির উদ্দিন মিলনে লিখা শূন্য সমাধি কবিতার বইটি তিনি মেলা থেকে সংগ্রহ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় অধ্যাপক মোঃ আসাদুজ্জামান প্রকাশনী সংস্থা চন্দ্র ছাপ প্রকাশনীর স্টলে উপস্থিত হয়ে জমির উদ্দিন মিলনের বইয়ের মোড়ক উন্মোচন করেন গত একুশে ফেব্রুয়ারি শুক্রবার। আর বই মেলায় প্রকাশের মাত্র বিশ দিনের ব্যবধানে শূন্য সমাধি কবিতার বইটি পেয়েছে গগনচুম্বী সফলতা। এই বিষয়ে প্রতিক্রিয়ায় মুঠোফোনে তিনি আজ প্রতিবেদকে বলেন মান সম্মত লেখকদের সফলতা আসবেই। ভালো লিখতে হলে আমাদের অনেক পড়তে হবে, অনেক জানতে হবে। উদীয়মান লেখক জমির উদ্দিন মিলনের লিখায় অর্থবহ তাৎপর্য ও চমৎকার স্পিরিচুয়্যাল ব্যাপার আছে, যা তার দক্ষ প্রতিভার সুক্ষ বহিঃপ্রকাশ বলেই আমি মনে করি।

এই ব্যাপারে মেলায় উপস্থিত অধ্যাপক কবি জমির উদ্দিন মিলনের সাথে একান্ত আলাপ কালে তিনি বলেন মানবিক পলি পড়ে মানবতা উর্বর হয়ে উঠুক আমাদের দেশে, আমাদের বিশ্বে। আমার অত্যান্ত ক্ষুদ্র জ্ঞানের আলোকে কিনচিৎ চেষ্টা করেছি পাঠক সমাজের তৃষ্ণা মেটাতে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রকাশনী সংস্থা চন্দ্র ছাপ ও প্রিয় পাঠক পাঠিকা ‘দের প্রতি। তাদের প্রতি অাকুল ভালবাসা বোধ থেকেই আমার লিখার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। আলাপ শেষে বই সংগ্রহের ব্যাপারে তিনি পাঠক ক্রেতাদের সচেতন করে বলেন আমাদের অবশ্যই মনে রাখতে হবে একটি আর্দশ বই শত জন মহৎ বন্ধুর চাইতেও উত্তম। সুতরাং বই মেলাতে এসে আমাদের প্রতিজনে সঠিক বই সংগ্রহ করে সঙ্গে নেওয়াই শ্রেয়।