ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ,রিকশা নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করলেন ডিএনসিসি মেয়র

সিনিয়র রিপোর্টার,ঢাকা: ফুটপাত থেকে সব ধরণের মালামাল অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রগতি সরণি ও মিরপুর রোডে রিকশা চলাচল বন্ধ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। সড়ক ও ফুটপাতে জনদুর্ভোগ লাঘব এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ‘ঢাকা মহানগরীর অবৈধ যানবাহন বন্ধ, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে গঠিত কমিটি’র সিদ্ধান্ত মোতাবেক ডিএনসিসির আওতাধীন প্রগতি সরণি (কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত সড়ক) এবং মিরপুর রোডে (গাবতলী হতে ধানমন্ডি-২৭ পর্যন্ত সড়ক) রিকশা ও ভ্যান চলাচল নিষিদ্ধ এবং এ সকল সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দেয়া হয়। এই সিদ্ধান্ত আগামীকাল ৭ জুলাই থেকে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বেলা সাড়ে ১১টায় মেয়রের সভাপতিত্বে গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র বলেন, “রিকশা নিষিদ্ধ নয়, বরং নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রধান সড়কগুলোতে যান্ত্রিক যানবাহনের পাশাপাশি রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করলে দুর্ঘটনার আশংকা থাকে। তবে প্রধান সড়ক ব্যতিরেকে অন্যান্য সড়কে রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারে”। তিনি আরো বলেন, “জনগণের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ফুটপাত ও সড়কে কোনো ধরণের মালামাল বা স্থাপনা থাকতে দেয়া হবে না। এ বিষয়ে ডিএনসিসি অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে এবং আগামীকাল থেকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে”। ফুটপাত ও সড়কে রক্ষিত মালামাল ও স্থাপনা অবিলম্বে স্ব-উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য তিনি দোকান মালিকদের প্রতি আহবান জানান। আতিকুল ইসলাম এই দুটি সড়কে পর্যাপ্ত বাস নামানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) এবং বাস মালিক সমিতির প্রতি আহবান জানান। শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে বাস বা মাইক্রোবাস চালু করার অনুরোধ জানান। পর্যায়ক্রমে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে মেয়র জানান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন,ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো থেকে পর্যায়ক্রমে রিক্সা তুলে দেবেন। গড়তে চান ঢাকাকে বাসযোগ্য স্মার্ট সিটি ও আধুনিক ঢাকা হিসেবে। সভায় উপস্থিত সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ বলেন, “উন্নয়নের স্বার্থে আমাদের তাল মিলিয়ে চলা উচিৎ। যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন অন্তত প্রধান সড়কগুলোতে চলতে পারে না”। সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রিকশা মালিক সমিতি ও সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানান। তবে রিকশা মালিক সমিতির নেতৃবৃন্দ একই সাথে সকল অবৈধ রিকশা নিষিদ্ধ করার দাবি জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) পরিচালক কর্নেল মাহবুবুর রহমান, ঢাকা মেট্রোপ্লিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিকের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদ বিএনপির গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ,ডিএমপি ট্রাফিক বিভাগের ডিসি প্রবীর রায়, প্রগতি সরণি ও মিরপুর রোড সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাগণ, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ, রিকশা ও ভ্যান মালিক সমিতির সভাপতি মোঃ ইসমাইল, রিকশা ও ভ্যান মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আর এ জামান

Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ,রিকশা নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করলেন ডিএনসিসি মেয়র

আপডেট টাইম ০১:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯

সিনিয়র রিপোর্টার,ঢাকা: ফুটপাত থেকে সব ধরণের মালামাল অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রগতি সরণি ও মিরপুর রোডে রিকশা চলাচল বন্ধ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। সড়ক ও ফুটপাতে জনদুর্ভোগ লাঘব এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ‘ঢাকা মহানগরীর অবৈধ যানবাহন বন্ধ, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে গঠিত কমিটি’র সিদ্ধান্ত মোতাবেক ডিএনসিসির আওতাধীন প্রগতি সরণি (কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত সড়ক) এবং মিরপুর রোডে (গাবতলী হতে ধানমন্ডি-২৭ পর্যন্ত সড়ক) রিকশা ও ভ্যান চলাচল নিষিদ্ধ এবং এ সকল সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দেয়া হয়। এই সিদ্ধান্ত আগামীকাল ৭ জুলাই থেকে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বেলা সাড়ে ১১টায় মেয়রের সভাপতিত্বে গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র বলেন, “রিকশা নিষিদ্ধ নয়, বরং নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রধান সড়কগুলোতে যান্ত্রিক যানবাহনের পাশাপাশি রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করলে দুর্ঘটনার আশংকা থাকে। তবে প্রধান সড়ক ব্যতিরেকে অন্যান্য সড়কে রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারে”। তিনি আরো বলেন, “জনগণের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ফুটপাত ও সড়কে কোনো ধরণের মালামাল বা স্থাপনা থাকতে দেয়া হবে না। এ বিষয়ে ডিএনসিসি অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে এবং আগামীকাল থেকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে”। ফুটপাত ও সড়কে রক্ষিত মালামাল ও স্থাপনা অবিলম্বে স্ব-উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য তিনি দোকান মালিকদের প্রতি আহবান জানান। আতিকুল ইসলাম এই দুটি সড়কে পর্যাপ্ত বাস নামানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) এবং বাস মালিক সমিতির প্রতি আহবান জানান। শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে বাস বা মাইক্রোবাস চালু করার অনুরোধ জানান। পর্যায়ক্রমে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে মেয়র জানান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন,ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো থেকে পর্যায়ক্রমে রিক্সা তুলে দেবেন। গড়তে চান ঢাকাকে বাসযোগ্য স্মার্ট সিটি ও আধুনিক ঢাকা হিসেবে। সভায় উপস্থিত সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ বলেন, “উন্নয়নের স্বার্থে আমাদের তাল মিলিয়ে চলা উচিৎ। যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন অন্তত প্রধান সড়কগুলোতে চলতে পারে না”। সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রিকশা মালিক সমিতি ও সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানান। তবে রিকশা মালিক সমিতির নেতৃবৃন্দ একই সাথে সকল অবৈধ রিকশা নিষিদ্ধ করার দাবি জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) পরিচালক কর্নেল মাহবুবুর রহমান, ঢাকা মেট্রোপ্লিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিকের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদ বিএনপির গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ,ডিএমপি ট্রাফিক বিভাগের ডিসি প্রবীর রায়, প্রগতি সরণি ও মিরপুর রোড সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাগণ, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ, রিকশা ও ভ্যান মালিক সমিতির সভাপতি মোঃ ইসমাইল, রিকশা ও ভ্যান মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আর এ জামান