ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

পায়রা বন্দর অর্থনৈতিক শান্তি দেবে

সিনিয়র রিপোর্টা(রমাসুদ হাসান মোল্লা রিদম),ঢাকা :  নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, পায়রা মানে শান্তি, এই পায়রা অামাদের শুধু মানষিক শান্তি নয়, পায়রা বন্দর অামাদেরকে অর্থনৈতিক শান্তি দেবে। আজ সোমবার (১১ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক কমশালায় তিনি এসব কথা বলেন। পায়রা বন্দরের মাষ্টার প্ল্যান প্রনয়নের জন্য সমিক্ষা কাযক্রমের প্রারম্বিক পযায়ে সরকারী-বেসরকারি বিভিন্ন স্টেকহোল্ডারদের উপস্থিততে স্টেকহোল্ডারস কমশালা অায়োজন করে পায়রা বন্দর কতৃপক্ষ। কমশালা চলাকালীন সময়ে পায়রা বন্দর কেন্দ্রীক স্টেকহোল্ডারদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের তথ্যাদি অাদান প্রদন করা হয়। এসময় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, পায়রা শুধু বন্দর নয়, এটি দেশের দক্ষিনাঞ্চলের পুরো সৌন্দর্যটাই ধারণ করে অাছে। পায়রা বন্দরের মাষ্টার প্লান বাস্তবায়ন হলে তখন অবশ্যই অামাদের দেশের একটি বিরাট ভুমিকা রাখবে। এসময় তিনি প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশের উন্নয়নের যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। উল্লেখ্য, বতমানে চট্রগ্রাম ও মংলা বন্দরের বাংসরিক অায় প্রায় ৬০ মিলিয়ন ডলার মুল্যের অামদানি রফতানি হয়। দুটি বনদরের নব্যতা স্বল্পতা থাকায় বৃহক অাকারে জাহাজের পরিবতে ছোট অাকারের কার্গো জাহাজের মাধ্যামে কন্টেইনার পরিবহনের জন্য বাড়তি ব্যায় করতে এবং চট্টগ্রাম বন্দরে অধিক মাত্রায় জাহাজ জটের কারণে সময়ক্ষেপণ হওয়ায় বন্দরের সক্ষমতার ক্ষেত্রে অান্তজাতিক প্রতিযোগওতায় বাংলাদেশ অনেক পিছিয়ে। ফলে নতুন সমুদ্রবন্দর প্রতিষ্ঠার লক্ষে ১৩ সালের ৫ নভেম্বর জাতীয় সংসদে ‘পায়রা বন্দর কতৃপক্ষ অাইন ১৩ ‘ গঠন করা পাস হয়। এবং ১৯ নভেম্বর পটুয়াখালী জেলার রানাবাদ চ্যানেলে পায়রা বন্দর নামে দেশের ৩য় সমুদ্র বন্দর উদ্ভোদন করা হয়। যা বতমানে ১০টি ‘ফাস্ট ট্রাক’ ভুক্ত প্রকল্প। এতে উপস্থিত ছিলেন, পটুয়াখালী ৪ অাসনের সংসদ সদস্য মোঃ মহিববুর রহমান, প্রধানমন্ত্রীর কাযালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অাবুল কালাম অাজাদ, নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব মোঃঅাব্দুস সামাদ ও সহরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানসহ স্টেকহোল্ডারগণ।

Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

পায়রা বন্দর অর্থনৈতিক শান্তি দেবে

আপডেট টাইম ০৪:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯

সিনিয়র রিপোর্টা(রমাসুদ হাসান মোল্লা রিদম),ঢাকা :  নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, পায়রা মানে শান্তি, এই পায়রা অামাদের শুধু মানষিক শান্তি নয়, পায়রা বন্দর অামাদেরকে অর্থনৈতিক শান্তি দেবে। আজ সোমবার (১১ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক কমশালায় তিনি এসব কথা বলেন। পায়রা বন্দরের মাষ্টার প্ল্যান প্রনয়নের জন্য সমিক্ষা কাযক্রমের প্রারম্বিক পযায়ে সরকারী-বেসরকারি বিভিন্ন স্টেকহোল্ডারদের উপস্থিততে স্টেকহোল্ডারস কমশালা অায়োজন করে পায়রা বন্দর কতৃপক্ষ। কমশালা চলাকালীন সময়ে পায়রা বন্দর কেন্দ্রীক স্টেকহোল্ডারদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের তথ্যাদি অাদান প্রদন করা হয়। এসময় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, পায়রা শুধু বন্দর নয়, এটি দেশের দক্ষিনাঞ্চলের পুরো সৌন্দর্যটাই ধারণ করে অাছে। পায়রা বন্দরের মাষ্টার প্লান বাস্তবায়ন হলে তখন অবশ্যই অামাদের দেশের একটি বিরাট ভুমিকা রাখবে। এসময় তিনি প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশের উন্নয়নের যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। উল্লেখ্য, বতমানে চট্রগ্রাম ও মংলা বন্দরের বাংসরিক অায় প্রায় ৬০ মিলিয়ন ডলার মুল্যের অামদানি রফতানি হয়। দুটি বনদরের নব্যতা স্বল্পতা থাকায় বৃহক অাকারে জাহাজের পরিবতে ছোট অাকারের কার্গো জাহাজের মাধ্যামে কন্টেইনার পরিবহনের জন্য বাড়তি ব্যায় করতে এবং চট্টগ্রাম বন্দরে অধিক মাত্রায় জাহাজ জটের কারণে সময়ক্ষেপণ হওয়ায় বন্দরের সক্ষমতার ক্ষেত্রে অান্তজাতিক প্রতিযোগওতায় বাংলাদেশ অনেক পিছিয়ে। ফলে নতুন সমুদ্রবন্দর প্রতিষ্ঠার লক্ষে ১৩ সালের ৫ নভেম্বর জাতীয় সংসদে ‘পায়রা বন্দর কতৃপক্ষ অাইন ১৩ ‘ গঠন করা পাস হয়। এবং ১৯ নভেম্বর পটুয়াখালী জেলার রানাবাদ চ্যানেলে পায়রা বন্দর নামে দেশের ৩য় সমুদ্র বন্দর উদ্ভোদন করা হয়। যা বতমানে ১০টি ‘ফাস্ট ট্রাক’ ভুক্ত প্রকল্প। এতে উপস্থিত ছিলেন, পটুয়াখালী ৪ অাসনের সংসদ সদস্য মোঃ মহিববুর রহমান, প্রধানমন্ত্রীর কাযালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অাবুল কালাম অাজাদ, নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব মোঃঅাব্দুস সামাদ ও সহরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানসহ স্টেকহোল্ডারগণ।