ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেতু না থাকায় দুই উপজেলার বাসিন্দারা বছরের পর বছর দুর্ভোগ ইন্দুরকানী উপজেলা নির্বাচনে ১০ মনোনায়ন জমা, ০১ জন বিএনপি কুমিল্লায় অষ্টমী স্নানোৎসবে ভক্ত পূণ্যার্থী ঢল মুলাদী আড়িয়াল খাঁ নদীতে ডুবে যাওয়া দুই বোনের মৃতদেহ উদ্ধার। বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে বিশ্বাস মুতিউর রহমান বাদশা। কুমিল্লার চার উপজেলায় চেয়ারম্যান পদে লড়বেন ১৪ জন প্রার্থী গজারিয়ায় ৩ হেভিওয়েটসহ চেয়ারম্যান পদে ৫,ভাইস চেয়ারম্যান পদে ৪,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ নারায়ণগঞ্জে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ফিরিঙ্গিবাজারে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন হাজার টাকা দেয়ার ঘোষণা মেয়রের গজারিয়ায় অজ্ঞাত তরুনীর রক্তাত লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

আঃ মজিদ খান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপ‌জেলার ৭নং বগা ইউনিয়নের বগা স্বাস্থ‌্য কে‌ন্দ্রের পা‌শে সরকারি সম্পত্তি দখল ক‌রে গ‌ড়ে ওঠা অবৈধ স্থাপনা উ‌চ্ছেদ করা হ‌য়ে‌ছে। শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইনের নেতৃত্বে এ অভিযান প‌রিচালনা করা হয়।
প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, উপজেলার বগা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭ শতাংশ সম্পত্তি দখলে নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। ওই স্থাপনায় ১০টি দোকান-ঘর ভাড়া দিয়ে আসছিলেন তিনি। সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ করা হলেও কোন পদক্ষেপ নেননি তিনি। পরে গত শুক্রবার জেলা প্রশাসনের নি‌র্দেশে অভিযান চালি‌য়ে স্থাপনা ভে‌ঙ্গে দেয়া হয়। অভিযান চলাকালে বাউফল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-মামুন, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইন জানান, বগা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭ শতাংশ ‌বেদখল জমি দখল মুক্ত করা হয়েছে। এব‌্যাপা‌রে অ‌ভিযুক্ত আবদুল মোতা‌লেব হাওলাদার ওই সম্প‌ত্তি নি‌জের দা‌বি ক‌রে ব‌লেন,ওই খ‌তিয়া‌নে ২৯ শতক জ‌মির মা‌লিক আ‌মি ও আমার ভাই আবদুল ল‌তিফ হাওলাদার। মঙ্গল মৃধার ছে‌লে আ‌নি‌চের কাছ থে‌কে আমরা ওই সম্প‌ত্তি ক্রয় ক‌রি। গত ক‌য়েক দিন আ‌গে আমার ছে‌লে হাসা‌ন হাওলাদার‌কে নো‌টিশ দেয়া হয়। অথচ জ‌মির মা‌লিক আ‌মি। আমা‌কে কোন নো‌টিশ দেয়া হয়‌নি।
এব‌্যাপা‌রে তি‌নি আই‌নের আশ্রয় নি‌বেন ব‌লেও জানান।###

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতু না থাকায় দুই উপজেলার বাসিন্দারা বছরের পর বছর দুর্ভোগ

পটুয়াখালীর বাউফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

আপডেট টাইম ১০:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

আঃ মজিদ খান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপ‌জেলার ৭নং বগা ইউনিয়নের বগা স্বাস্থ‌্য কে‌ন্দ্রের পা‌শে সরকারি সম্পত্তি দখল ক‌রে গ‌ড়ে ওঠা অবৈধ স্থাপনা উ‌চ্ছেদ করা হ‌য়ে‌ছে। শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইনের নেতৃত্বে এ অভিযান প‌রিচালনা করা হয়।
প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, উপজেলার বগা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭ শতাংশ সম্পত্তি দখলে নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। ওই স্থাপনায় ১০টি দোকান-ঘর ভাড়া দিয়ে আসছিলেন তিনি। সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ করা হলেও কোন পদক্ষেপ নেননি তিনি। পরে গত শুক্রবার জেলা প্রশাসনের নি‌র্দেশে অভিযান চালি‌য়ে স্থাপনা ভে‌ঙ্গে দেয়া হয়। অভিযান চলাকালে বাউফল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-মামুন, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইন জানান, বগা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭ শতাংশ ‌বেদখল জমি দখল মুক্ত করা হয়েছে। এব‌্যাপা‌রে অ‌ভিযুক্ত আবদুল মোতা‌লেব হাওলাদার ওই সম্প‌ত্তি নি‌জের দা‌বি ক‌রে ব‌লেন,ওই খ‌তিয়া‌নে ২৯ শতক জ‌মির মা‌লিক আ‌মি ও আমার ভাই আবদুল ল‌তিফ হাওলাদার। মঙ্গল মৃধার ছে‌লে আ‌নি‌চের কাছ থে‌কে আমরা ওই সম্প‌ত্তি ক্রয় ক‌রি। গত ক‌য়েক দিন আ‌গে আমার ছে‌লে হাসা‌ন হাওলাদার‌কে নো‌টিশ দেয়া হয়। অথচ জ‌মির মা‌লিক আ‌মি। আমা‌কে কোন নো‌টিশ দেয়া হয়‌নি।
এব‌্যাপা‌রে তি‌নি আই‌নের আশ্রয় নি‌বেন ব‌লেও জানান।###