ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ

নয়নাভিরাম সবুজ ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণ ভুল তথ্য পরিবেশন করে কলেজের সুনাম ক্ষুন্ন করার পায়তারা

তানজিন আহমেদ সাদ কুমিল্লা জেলা প্রতিনিধি,

আগের তুলনায় নান্দনিক ও দৃশ্যমান সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সবুজ প্রাঙ্গণ। কলেজ প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় গত তিন বছরে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী শাখায় রোপন করা হয়েছে ৫ হাজারের বেশি বিভিন্ন বনজ, ফলদ ও ফুলের গাছ। এর ফলে সারি সারি গাছের সবুজায়নে এক অন্য রকম মনোরম পরিবেশ তৈরি হয়েছে কলেজটিতে।

গত বৃহস্পতিবার বিকালে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় গিয়ে দেখা যায়, গাছের ছায়ার নিচের সহপাঠীদের নিয়ে বন্ধুরা গল্প করছেন। এ

প্রতিবেদককে তারা জানান, গত কয়েক বছরে ভিক্টোরিয়া কলেজে যে সবুজায়ন হয়েছে তাতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি আমরা শিক্ষার্থীরা। ক্লাস শেষে সবুজ গাছের নিচে বসে বন্ধদের নিয়ে আড্ডা দেওয়া সে এক অন্যরকম অনুভূতি যা বলে প্রকাশ করা যাবে না ।

ছেলেদের পাশাপাশি মেয়েরাও দল বেধে গল্প করছে ক্লাসের শেষে গাছের ছায়ার নিচে। তাদেরও একই অনুভূতি। হোস্টেলের শিক্ষার্থীরা জানালেন, গত কয়েক বছরে ভিক্টোরিয়া কলেজে যেভাবে গাছের চারা রোপন করা হয়েছে তার ফলে গাছ গুলো এখন বড় হয়েছে, আমরা বিকেলের পুরোটা সময় গাছের ছায়ার নিচে বসে গল্প করে সময় কাটাই।

মেয়েদের হোস্টেলের ছাত্রীরাও জানালো কলেজ শেষে তারা বিকেলের সময়টা কাটায় গাছের ছায়ায় ।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান রূপসী বাংলাকে জানান, ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শাখায় প্রতি বছরই বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়। গত ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে ৫৯টি গাছের চারা রোপন করেছি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে সাংবাদিকগণ ভালো দিকগুলো দেখেন না। কলেজের প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ১টি গাছ কাটা হলে সেটিও সংবাদ শিরোনাম হয়ে যায়। ভালো দিকগুলোও তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানান।

উল্লেখ্য, দেশের খ্যাতনামা কলেজগুলোর মধ্যে অন্যতম ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস শতাধিক বছরের। কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৮ হাজার, ২০টি বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের ব্যবস্থা রয়েছে। কলেজে শিক্ষকের সংখ্যা ১৭১ জন, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৮১ জন।

এদিকে, গত কয়েকদিন যাবৎ ভুল ও মিথ্যা সংবাদ প্রচার করে ঐতিহ্যবাহী এই কলেজের সুনাম ক্ষুণ্ণ করার পাঁয়তারা করছে একটি মহল। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের আবাসন ব্যবস্থা আরো উন্নত করতে গিয়ে একটি গাছ কাটা হলে তা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান ও প্রাক্তন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহানসহ বেশ কয়েকজন শিক্ষককে। বন বিভাগের অনুমতি ছিল ১০ টি গাছ কাটার, অথচ ১টি কুচক্রী মহল ভুল তথ্য দিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকায় ও অনলাইন পোর্টালে যে সংবাদ প্রকাশ করা হয়, তা তথ্য প্রযুক্তি আইনের সুস্পষ্ট লংঘন করে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এটি ভিক্টোরিয়া কলেজের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা।

সরেজমিনে দেখা যায়, ভিক্টোরিয়া কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ২৮ মে কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত একটি পরিপত্র গ্রহণ করে। এতে ১০টি গাছ কাটার অনুমোদন রয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীয় সবুজ বনায়ন কর্মসূচীর ছাড়াও আমরা ভিক্টোরিয়া কলেজে সারা বছর বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেছি। গত দুই বছরে ভিক্টোরিয়া কলেজে ফলজ, বনজ ও ফুলগাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজার বৃক্ষ বিভিন্ন সংগঠনের ব্যানারে ও প্রশাসনের উদ্যোগে রোপন করা হয়েছে এসব বিষয় প্রচার না করে একটি অসাধু মহল বৃক্ষ নিধনের সংবাদ প্রচারে ভিক্টোরিয়া কলেজ প্রশাসনকে বিব্রত করছে।

“মূলতঃ মসজিদের পাশে ইমাম ও মুয়াজ্জিনের আবাসন ব্যবস্থার জন্য ১টি টিনসেড ঘর তৈরি করা হয়। ওই ঘরের চালের উপরে ১টি মেহগনি গাছ ও কিছুদিন পূর্বে প্রাণিবিদ্যা বিভাগের সামনে ১টি গাছসহ ২টি গাছ কাটা হয়েছে। অথচ কুমিল্লার কয়েকটি স্থানীয়

দৈনিকে ও অনলাইন নিউজ পোর্টালে উল্লেখ করা হয়েছে ৬ টি গাছ কাটা হয়েছে, যা ভিত্তিহীন বানোয়াট।

ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের প্রাক্তন সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, বর্তমানে ভিক্টোরিয়া কলেজে শিক্ষকতা ছাড়া প্রশাসনিক কোন পদে আমি নেই। তারপরেও আমাকে ফোন করে আমার বক্তব্য কাটছাট করে প্রচার করেছে একটি কুচক্রী মহল। আমি যেহেতু এসব কমিটিতে নেই সেহেতু গাছ কাটা তথ্য আমার জানবার কথা না। তারা দীর্ঘদিন ধরে সক্রিয় এবং আগামীতেও কলেজ প্রশাসনের ক্ষতি করার প্রয়াস চালাচ্ছে।

শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুছ মিঞা বলেন, আমরা নিয়ম মেনে বন বিভাগকে অবহিত করেই কয়েকটি গাছ কাটার অনুমতি পাই। কিন্তু এভাবে মিথ্যা সংবাদ করে কাউকে হয়রানি করা স্পষ্টতই তথ্য প্রযুক্তি আইনের লঘন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের পরিপত্রের আবেদন কপিটি প্রদর্শন করেন এবং দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানান।

ভিক্টোরিয়া কলেজের গণিত ২য় বর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, বঙ্গবন্ধু ম্যুরালে পেছনে আম বাগান, কলা ভবনের সামনে- পেছনে ও ছাত্রী হলের সামনে এমন সবুজ বনায়ন দেশের কম সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানেই আছে। সেখানে বৃক্ষ নিধন করে পরিবেশ ধ্বংস করা হচ্ছে এমন সংবাদ হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত।

কুমিল্লা বারের প্রাক্তন এপিপি এডভোকেট নিশাত সালাউদ্দিন বলেন, মিডিয়ায় ভুল ও মিথ্যা সংবাদ প্রচার করে কাউকে হয়রানি করা হলে ৫০১ ধারায় তথ্য প্রযুক্তি আইনে জেল ও জরিমানা দুটোর বিধানই রাখা হয়েছে।

এদিকে গাছ কাটার বিষয়ে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী শাখার মসজিদে মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, হুজরাখানার পাশেই মেহগনি গাছ থেকে সারাদিন মেহগনী বীজ ও শুকনা ডাল আমার টিনের চালে পড়ে এতে চাল নষ্ট হয়ে গেছে এবং প্রায় রাতেই চালের শব্দে হঠাৎ আমার ঘুম ভেঙ্গে যায়। আমি দীর্ঘদিন ধরে অনুরোধ করে কোন প্রতিকার পাইনি। পরে শুনলাম এখন এ গাছটি কেটেই বিপাকে পড়েছেন কলেজ অধ্যক্ষ

সংবাদদাতা তানজিন আহমেদ সাদ
তারিখ ২৩/১০/২০২২

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

নয়নাভিরাম সবুজ ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণ ভুল তথ্য পরিবেশন করে কলেজের সুনাম ক্ষুন্ন করার পায়তারা

আপডেট টাইম ০৫:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

তানজিন আহমেদ সাদ কুমিল্লা জেলা প্রতিনিধি,

আগের তুলনায় নান্দনিক ও দৃশ্যমান সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সবুজ প্রাঙ্গণ। কলেজ প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় গত তিন বছরে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী শাখায় রোপন করা হয়েছে ৫ হাজারের বেশি বিভিন্ন বনজ, ফলদ ও ফুলের গাছ। এর ফলে সারি সারি গাছের সবুজায়নে এক অন্য রকম মনোরম পরিবেশ তৈরি হয়েছে কলেজটিতে।

গত বৃহস্পতিবার বিকালে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় গিয়ে দেখা যায়, গাছের ছায়ার নিচের সহপাঠীদের নিয়ে বন্ধুরা গল্প করছেন। এ

প্রতিবেদককে তারা জানান, গত কয়েক বছরে ভিক্টোরিয়া কলেজে যে সবুজায়ন হয়েছে তাতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি আমরা শিক্ষার্থীরা। ক্লাস শেষে সবুজ গাছের নিচে বসে বন্ধদের নিয়ে আড্ডা দেওয়া সে এক অন্যরকম অনুভূতি যা বলে প্রকাশ করা যাবে না ।

ছেলেদের পাশাপাশি মেয়েরাও দল বেধে গল্প করছে ক্লাসের শেষে গাছের ছায়ার নিচে। তাদেরও একই অনুভূতি। হোস্টেলের শিক্ষার্থীরা জানালেন, গত কয়েক বছরে ভিক্টোরিয়া কলেজে যেভাবে গাছের চারা রোপন করা হয়েছে তার ফলে গাছ গুলো এখন বড় হয়েছে, আমরা বিকেলের পুরোটা সময় গাছের ছায়ার নিচে বসে গল্প করে সময় কাটাই।

মেয়েদের হোস্টেলের ছাত্রীরাও জানালো কলেজ শেষে তারা বিকেলের সময়টা কাটায় গাছের ছায়ায় ।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান রূপসী বাংলাকে জানান, ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শাখায় প্রতি বছরই বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়। গত ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে ৫৯টি গাছের চারা রোপন করেছি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে সাংবাদিকগণ ভালো দিকগুলো দেখেন না। কলেজের প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ১টি গাছ কাটা হলে সেটিও সংবাদ শিরোনাম হয়ে যায়। ভালো দিকগুলোও তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানান।

উল্লেখ্য, দেশের খ্যাতনামা কলেজগুলোর মধ্যে অন্যতম ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস শতাধিক বছরের। কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৮ হাজার, ২০টি বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের ব্যবস্থা রয়েছে। কলেজে শিক্ষকের সংখ্যা ১৭১ জন, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৮১ জন।

এদিকে, গত কয়েকদিন যাবৎ ভুল ও মিথ্যা সংবাদ প্রচার করে ঐতিহ্যবাহী এই কলেজের সুনাম ক্ষুণ্ণ করার পাঁয়তারা করছে একটি মহল। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের আবাসন ব্যবস্থা আরো উন্নত করতে গিয়ে একটি গাছ কাটা হলে তা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান ও প্রাক্তন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহানসহ বেশ কয়েকজন শিক্ষককে। বন বিভাগের অনুমতি ছিল ১০ টি গাছ কাটার, অথচ ১টি কুচক্রী মহল ভুল তথ্য দিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকায় ও অনলাইন পোর্টালে যে সংবাদ প্রকাশ করা হয়, তা তথ্য প্রযুক্তি আইনের সুস্পষ্ট লংঘন করে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এটি ভিক্টোরিয়া কলেজের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা।

সরেজমিনে দেখা যায়, ভিক্টোরিয়া কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ২৮ মে কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত একটি পরিপত্র গ্রহণ করে। এতে ১০টি গাছ কাটার অনুমোদন রয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীয় সবুজ বনায়ন কর্মসূচীর ছাড়াও আমরা ভিক্টোরিয়া কলেজে সারা বছর বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেছি। গত দুই বছরে ভিক্টোরিয়া কলেজে ফলজ, বনজ ও ফুলগাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজার বৃক্ষ বিভিন্ন সংগঠনের ব্যানারে ও প্রশাসনের উদ্যোগে রোপন করা হয়েছে এসব বিষয় প্রচার না করে একটি অসাধু মহল বৃক্ষ নিধনের সংবাদ প্রচারে ভিক্টোরিয়া কলেজ প্রশাসনকে বিব্রত করছে।

“মূলতঃ মসজিদের পাশে ইমাম ও মুয়াজ্জিনের আবাসন ব্যবস্থার জন্য ১টি টিনসেড ঘর তৈরি করা হয়। ওই ঘরের চালের উপরে ১টি মেহগনি গাছ ও কিছুদিন পূর্বে প্রাণিবিদ্যা বিভাগের সামনে ১টি গাছসহ ২টি গাছ কাটা হয়েছে। অথচ কুমিল্লার কয়েকটি স্থানীয়

দৈনিকে ও অনলাইন নিউজ পোর্টালে উল্লেখ করা হয়েছে ৬ টি গাছ কাটা হয়েছে, যা ভিত্তিহীন বানোয়াট।

ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের প্রাক্তন সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, বর্তমানে ভিক্টোরিয়া কলেজে শিক্ষকতা ছাড়া প্রশাসনিক কোন পদে আমি নেই। তারপরেও আমাকে ফোন করে আমার বক্তব্য কাটছাট করে প্রচার করেছে একটি কুচক্রী মহল। আমি যেহেতু এসব কমিটিতে নেই সেহেতু গাছ কাটা তথ্য আমার জানবার কথা না। তারা দীর্ঘদিন ধরে সক্রিয় এবং আগামীতেও কলেজ প্রশাসনের ক্ষতি করার প্রয়াস চালাচ্ছে।

শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুছ মিঞা বলেন, আমরা নিয়ম মেনে বন বিভাগকে অবহিত করেই কয়েকটি গাছ কাটার অনুমতি পাই। কিন্তু এভাবে মিথ্যা সংবাদ করে কাউকে হয়রানি করা স্পষ্টতই তথ্য প্রযুক্তি আইনের লঘন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের পরিপত্রের আবেদন কপিটি প্রদর্শন করেন এবং দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানান।

ভিক্টোরিয়া কলেজের গণিত ২য় বর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, বঙ্গবন্ধু ম্যুরালে পেছনে আম বাগান, কলা ভবনের সামনে- পেছনে ও ছাত্রী হলের সামনে এমন সবুজ বনায়ন দেশের কম সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানেই আছে। সেখানে বৃক্ষ নিধন করে পরিবেশ ধ্বংস করা হচ্ছে এমন সংবাদ হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত।

কুমিল্লা বারের প্রাক্তন এপিপি এডভোকেট নিশাত সালাউদ্দিন বলেন, মিডিয়ায় ভুল ও মিথ্যা সংবাদ প্রচার করে কাউকে হয়রানি করা হলে ৫০১ ধারায় তথ্য প্রযুক্তি আইনে জেল ও জরিমানা দুটোর বিধানই রাখা হয়েছে।

এদিকে গাছ কাটার বিষয়ে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী শাখার মসজিদে মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, হুজরাখানার পাশেই মেহগনি গাছ থেকে সারাদিন মেহগনী বীজ ও শুকনা ডাল আমার টিনের চালে পড়ে এতে চাল নষ্ট হয়ে গেছে এবং প্রায় রাতেই চালের শব্দে হঠাৎ আমার ঘুম ভেঙ্গে যায়। আমি দীর্ঘদিন ধরে অনুরোধ করে কোন প্রতিকার পাইনি। পরে শুনলাম এখন এ গাছটি কেটেই বিপাকে পড়েছেন কলেজ অধ্যক্ষ

সংবাদদাতা তানজিন আহমেদ সাদ
তারিখ ২৩/১০/২০২২