ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

দূর্ঘটনার কবলে স্কুল শিক্ষার্থী ও মটরসাইকেল আরোহি বেশি রাণীনগরে রাস্তায় বে-পরোয়া দুই শতাধীক ট্রাক্ট্রর বেড়েই চলেছে প্রাণহানীর ঘটনা !

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসনের রহস্যজনক ভূমিকায় বিভিন্ন রাস্তায় বে-পরোয়াভাবে দাপিয়ে চলছে দুই শতাধীক ট্রাক্ট্রর । অদক্ষ চালক এবং অল্প বয়সি হেলপারের হাতে স্টিয়ারিং থাকায় বে-পরোয়া গাড়ী চালানোর কারনে ট্রাক্ট্ররের চাপায় প্রাণহানীসহ দূর্ঘটনা ঘটেই চলেছে । বিশেষ করে স্কুল শিক্ষার্থী এবং মটরসাইকেল আরোহিরা বেশি দূঘটনার কবলে পরছে। ফলে আতংক আর উৎকণ্ঠায় দিন পার করতে হচ্ছে শিক্ষার্থী-অভিভাবকদের । জানাগেছে, এই উপজেলার বিভিন্ন রাস্তায় দুই শতাধীক ট্রাক্ট্রর চলা-চল করে। রাস্তায় চলাচলে ট্রাক্ট্ররের কোন অনুমতি না থাকলেও প্রশাসনের রহমস্যজনক ভূমিকার কারনে দাপিয়ে চলছে রাস্তায়। এসব ট্রাক্ট্রর দিয়ে ইট ভাটায় মাটি, ইট-বালু,সিমেন্ট, ধানসহ বিভিন্ন মালা-মাল বহন করে থাকে। চালকদের মতে মালা মাল বহনে মৌসুম অনুসারে উপজেলার বিভিন্ন এলাকায় পরিবহন করা হয়। স্থানীয়রা জানান, ট্রাক্ট্রর চালনায় সুষ্ঠু প্রশিক্ষন না থাকায় এবং অল্প বয়সে হেলপার থেকে ড্রাইভারের আসনে বসে বে- পরোয়াভাবে গাড়ী চালাতে গিয়ে প্রতিনিয়ত দূর্ঘটা ঘটছে। এসব দূর্ঘটনার কবলে স্কুলশিক্ষার্থী এবং মটরসাইকেল আরোহিরাই বেশি পরছে। বিভিন্ন সুত্র মতে, গত ১৫ই এপ্রিল বিকেলে কামতা স্কুলের নবম শ্রেনীর ৩ শিক্ষার্থী বাড়ী ফেরার পথে আবাদপুকুর-আদমদীঘি রাস্তার ভান্ডারগ্রাম বগারবাড়ী বাজারের অদুরে জগৎপুর নামকস্থানে ট্রাক্ট্ররের চাপায় তাসকিয়া আক্তার (১৪) নিহত হয় । এসময় অপর দুই শিক্ষার্থী মমতাজ বেগম (১৪) ও সুমি আক্তার (১৫) গুরুত্বর আহত হয়। এছাড়া সম্প্রতি সাইম উদ্দীন স্কুল এ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র অভি আহম্মেদ (১২) বাইসাইকেল যোগে বাড়ী ফেরার সময় রাণীনগর-নওগাঁ রাস্তার পশু হাসপাতাল মোড়ে ট্রাক্ট্ররের চাপায় নিহত হয়। অপর দিকে আত্রাই- নওগাঁ রাস্তার রাণীনগর উপজেলার বেতগাড়ী ব্রিজের পূর্বপাশে ট্রাক্ধসঢ়;্রটরের চাপায় মরসাইকেল আরোহির স্ত্রী ফেরদৌছি বিবি (২৮) নিহত হয়। এছাড়াও প্রতিনিয়ত ছোট-বড় দূর্ঘটনা দিন দিন বেরেই চলেছে। তবে দূর্ঘটনায় প্রাণহানী কিম্বা পঙ্গুত্বের মতো ঘটনা ঘটলেও প্রশাসনিকভাবে কোন প্রতিকার মেলেনা বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাণীনগর উপজেলা পরিষদ হলরুমে এক কর্মশালায় নওগাঁ জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতীতে সবার দৃষ্টি আকর্শন করে বক্তব্য দিয়েছেন রাণীনগর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আল আমিন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হারুনুর রশিদ । তিনি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুল/কলেজ চলাকালে ট্রাক্ট্রর চলাচল বন্ধ রাখার দাবি জানান। তিনি দাবি করেন, রাস্তায় বে-পরোয়া ট্রাক্ট্রর চলাচলের কারনে স্কুলে শিক্ষার্থীদের পাঠিয়ে সব সময় আতংক আর উৎ কণ্ঠায় থাকতে হয় অভিভাবকদের । এব্যাপারে রাণীনগর উপজেলা ট্রাক্ট্রর চালক-শ্রমীক সমিতির সভাপতি মেহের আলী চালকদের অদক্ষতার কথা শিকার করে জানান,একজন সিনিয়র চালক রাখতে গেলে ৪ থেকে ৫ হাজার টাকা বেতন দিতে হয়। আর অল্প বয়সি হেলপার দিয়ে ট্রাক্ট্রর চালাতে মাসে দেড় হাজার থেকে দুই হাজার টাকা লাগে । ফলে অনেক ট্রাক্ট্রর মালিক টাকা বাঁচাতে এটা করে। যা কখনো কাম্য নয় । তবে অতি তারাতারি সব চালকদের ডেকে বিধি নিষেধ আরোপসহ প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। এব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন,আগামী মাসিক মিটিংয়ে আলোচনা করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

দূর্ঘটনার কবলে স্কুল শিক্ষার্থী ও মটরসাইকেল আরোহি বেশি রাণীনগরে রাস্তায় বে-পরোয়া দুই শতাধীক ট্রাক্ট্রর বেড়েই চলেছে প্রাণহানীর ঘটনা !

আপডেট টাইম ০১:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসনের রহস্যজনক ভূমিকায় বিভিন্ন রাস্তায় বে-পরোয়াভাবে দাপিয়ে চলছে দুই শতাধীক ট্রাক্ট্রর । অদক্ষ চালক এবং অল্প বয়সি হেলপারের হাতে স্টিয়ারিং থাকায় বে-পরোয়া গাড়ী চালানোর কারনে ট্রাক্ট্ররের চাপায় প্রাণহানীসহ দূর্ঘটনা ঘটেই চলেছে । বিশেষ করে স্কুল শিক্ষার্থী এবং মটরসাইকেল আরোহিরা বেশি দূঘটনার কবলে পরছে। ফলে আতংক আর উৎকণ্ঠায় দিন পার করতে হচ্ছে শিক্ষার্থী-অভিভাবকদের । জানাগেছে, এই উপজেলার বিভিন্ন রাস্তায় দুই শতাধীক ট্রাক্ট্রর চলা-চল করে। রাস্তায় চলাচলে ট্রাক্ট্ররের কোন অনুমতি না থাকলেও প্রশাসনের রহমস্যজনক ভূমিকার কারনে দাপিয়ে চলছে রাস্তায়। এসব ট্রাক্ট্রর দিয়ে ইট ভাটায় মাটি, ইট-বালু,সিমেন্ট, ধানসহ বিভিন্ন মালা-মাল বহন করে থাকে। চালকদের মতে মালা মাল বহনে মৌসুম অনুসারে উপজেলার বিভিন্ন এলাকায় পরিবহন করা হয়। স্থানীয়রা জানান, ট্রাক্ট্রর চালনায় সুষ্ঠু প্রশিক্ষন না থাকায় এবং অল্প বয়সে হেলপার থেকে ড্রাইভারের আসনে বসে বে- পরোয়াভাবে গাড়ী চালাতে গিয়ে প্রতিনিয়ত দূর্ঘটা ঘটছে। এসব দূর্ঘটনার কবলে স্কুলশিক্ষার্থী এবং মটরসাইকেল আরোহিরাই বেশি পরছে। বিভিন্ন সুত্র মতে, গত ১৫ই এপ্রিল বিকেলে কামতা স্কুলের নবম শ্রেনীর ৩ শিক্ষার্থী বাড়ী ফেরার পথে আবাদপুকুর-আদমদীঘি রাস্তার ভান্ডারগ্রাম বগারবাড়ী বাজারের অদুরে জগৎপুর নামকস্থানে ট্রাক্ট্ররের চাপায় তাসকিয়া আক্তার (১৪) নিহত হয় । এসময় অপর দুই শিক্ষার্থী মমতাজ বেগম (১৪) ও সুমি আক্তার (১৫) গুরুত্বর আহত হয়। এছাড়া সম্প্রতি সাইম উদ্দীন স্কুল এ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র অভি আহম্মেদ (১২) বাইসাইকেল যোগে বাড়ী ফেরার সময় রাণীনগর-নওগাঁ রাস্তার পশু হাসপাতাল মোড়ে ট্রাক্ট্ররের চাপায় নিহত হয়। অপর দিকে আত্রাই- নওগাঁ রাস্তার রাণীনগর উপজেলার বেতগাড়ী ব্রিজের পূর্বপাশে ট্রাক্ধসঢ়;্রটরের চাপায় মরসাইকেল আরোহির স্ত্রী ফেরদৌছি বিবি (২৮) নিহত হয়। এছাড়াও প্রতিনিয়ত ছোট-বড় দূর্ঘটনা দিন দিন বেরেই চলেছে। তবে দূর্ঘটনায় প্রাণহানী কিম্বা পঙ্গুত্বের মতো ঘটনা ঘটলেও প্রশাসনিকভাবে কোন প্রতিকার মেলেনা বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাণীনগর উপজেলা পরিষদ হলরুমে এক কর্মশালায় নওগাঁ জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতীতে সবার দৃষ্টি আকর্শন করে বক্তব্য দিয়েছেন রাণীনগর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আল আমিন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হারুনুর রশিদ । তিনি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুল/কলেজ চলাকালে ট্রাক্ট্রর চলাচল বন্ধ রাখার দাবি জানান। তিনি দাবি করেন, রাস্তায় বে-পরোয়া ট্রাক্ট্রর চলাচলের কারনে স্কুলে শিক্ষার্থীদের পাঠিয়ে সব সময় আতংক আর উৎ কণ্ঠায় থাকতে হয় অভিভাবকদের । এব্যাপারে রাণীনগর উপজেলা ট্রাক্ট্রর চালক-শ্রমীক সমিতির সভাপতি মেহের আলী চালকদের অদক্ষতার কথা শিকার করে জানান,একজন সিনিয়র চালক রাখতে গেলে ৪ থেকে ৫ হাজার টাকা বেতন দিতে হয়। আর অল্প বয়সি হেলপার দিয়ে ট্রাক্ট্রর চালাতে মাসে দেড় হাজার থেকে দুই হাজার টাকা লাগে । ফলে অনেক ট্রাক্ট্রর মালিক টাকা বাঁচাতে এটা করে। যা কখনো কাম্য নয় । তবে অতি তারাতারি সব চালকদের ডেকে বিধি নিষেধ আরোপসহ প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। এব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন,আগামী মাসিক মিটিংয়ে আলোচনা করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।