ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন বগুড়ায় চাঞ্চ্যল্যকর শিশু বন্ধনকে গলাকেটে হত্যার মূল রহস্য উদঘাটন গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন প্রাণীসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান –অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বনভূমি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক :  পুড়ছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল। নিউ সাউথ ওয়েলসে দাবানল ছড়িয়ে পড়েছে। প্রতিবেশি কুইন্সল্যান্ডেও পুড়ছে বন। এ ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অনেক মানুষ।

আরো পড়ুন: ইরাকে পুলিশের গুলিতে নিহত ৭

গত শুক্রবার দাবানলের কারণে জরুরি অবস্থা জারির পর গতকাল রোববার তৃতীয় দিনেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

বাড়ির পাশাপাশি ভস্মীভূত হয়েছে একাধিক স্কুলও। আগুন লেগে সেতু ভেঙে যাওয়ায় যাতায়াত ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। অধিকাংশ এলাকাই বিদ্যুৎহীন। এই পরিস্থিতিতে বেশ কিছু এলাকায় বাসিন্দারা আটকে পড়ার খবর মিললেও উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেশ কিছু এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ওই দুই রাজ্যজুড়ে এক হাজার ৩০০ দমকল কর্মী কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় কয়েকশ বেসামরিক নাগরিকও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

বিমান থেকে ওয়াটার বোম ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে বাতাসের তীব্রতা বেশি থাকায় বেশ বেগ পোহাতে হচ্ছে তাদের।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান।

দাবানলের ঘটনায় পাশের রাজ্যগুলোর সহযোগিতা চেয়েছেন স্কট মরিসন। দেশবাসীকে আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন তিনি।

Tag :

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বনভূমি, নিহত ৫

আপডেট টাইম ০৯:৪০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক :  পুড়ছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল। নিউ সাউথ ওয়েলসে দাবানল ছড়িয়ে পড়েছে। প্রতিবেশি কুইন্সল্যান্ডেও পুড়ছে বন। এ ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অনেক মানুষ।

আরো পড়ুন: ইরাকে পুলিশের গুলিতে নিহত ৭

গত শুক্রবার দাবানলের কারণে জরুরি অবস্থা জারির পর গতকাল রোববার তৃতীয় দিনেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

বাড়ির পাশাপাশি ভস্মীভূত হয়েছে একাধিক স্কুলও। আগুন লেগে সেতু ভেঙে যাওয়ায় যাতায়াত ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। অধিকাংশ এলাকাই বিদ্যুৎহীন। এই পরিস্থিতিতে বেশ কিছু এলাকায় বাসিন্দারা আটকে পড়ার খবর মিললেও উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেশ কিছু এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ওই দুই রাজ্যজুড়ে এক হাজার ৩০০ দমকল কর্মী কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় কয়েকশ বেসামরিক নাগরিকও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

বিমান থেকে ওয়াটার বোম ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে বাতাসের তীব্রতা বেশি থাকায় বেশ বেগ পোহাতে হচ্ছে তাদের।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান।

দাবানলের ঘটনায় পাশের রাজ্যগুলোর সহযোগিতা চেয়েছেন স্কট মরিসন। দেশবাসীকে আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন তিনি।