ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব । চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ইষ্টার্ণ হাউজিংয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের উপর হামলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরআন শরিফ অবমাননা করায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে দিঘলিয়া উপজেলার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। চট্টগ্রামে সাতকানিয়ায় গভীর রাতে কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে কারাদণ্ড … নড়াইলে মসজিদ ইমামের স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া পলাতক চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন: প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রচণ্ড দাবদাহে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের স্বস্তির উদ্যোগ।

টাঙ্গাইলের ঘাটাইলে বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি হাইব্রিড করলা চাষ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় দিন দিন হাইব্রিড করলা চাষ বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকা ও সময়মতো পরিচর্যা করার কারণে এ বছর ফলনও ভালো হয়েছে।

এতে করে স্থানীয়দেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় করলা চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। এ সব করলা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হচ্ছে।

জেলা কৃষি অফিস সূত্রে, জেলার ঘাটাইল, মধুপুর, সখীপুর, ধনবাড়ীসহ আশপাশের পাহাড়ি এলাকায় লেবু, বেগুন, সরিষা, কলাসহ বিভিন্ন ফসলের চাষ করা হয়। অল্প সময়ে দ্বিগুণ ফসল পাওয়ায় কয়েক বছর যাবত করলা চাষ বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়াও করলার মাচায় অন্যান্য ফসল চাষ হওয়ায় এক খরচে একাধিক ফসল পাওয়া যায়। করলা চাষের আড়াই মাস পর থেকে ফলন আসা শুরু করে। এক বিঘা জমি (৩৩ শতাংশ) থেকে দুই থেকে তিন দিন পরপর ১৫ থেকে ১৮ মণ করে করলা পাওয়া যায়। প্রতি মণ করলা দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি করা যায়। এ সব এলাকার উৎপাদিত করলা ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, কুমিল্লা, সিলেট, বগুড়াসহ বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হয়।

জেলা কৃষি অফিস সূত্র জানায়, গত বছর জেলায় ৬৫৫ হেক্টর জমিতে করলার চাষ হয়। ৮ হাজার ৭৬১ মেট্রিক টন করলার উৎপাদন হয়।

সরেজমিন ঘাটাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, সড়ক ও বিভিন্ন ফসলি জমির পাশে এই হাইব্রিড করলার চাষ করা হয়েছে। করলা পচনরোধে মাচা তৈরি করা হয়েছে। ফলন ও গাছ ভালো রাখতে নিয়মিত সেচ পাম্পের মাধ্যমে পানি দেওয়া হয়।

ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর আশাইরাচালা গ্রামের কৃষক জামাল মিয়া বলেন, ‘আগে আমি যে জমিতে কলা, বেগুন, সরিষাসহ অন্যান্য ফসল চাষ করতাম। সেই ৪৫ শতাংশ জমিতে এবার করলার চাষ করেছি। এতে আমার সব মিলে প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হবে। দুই তিন দিন পরপর সেই জমি থেকে ২০ থেকে ২৫ মণ করলা উঠে। প্রতি মণ দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি করতে পারছি। এতে আমার সব মিলে প্রায় চার লাখ টাকা বিক্রি করতে পারব। অতি অল্প সময়ে ভালো পাওয়ায় এই করলা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

এ ছাড়াও পরবর্তীতে করলার মাচায় লাউ ও সিমের চাষ করা যায়। এতে মাচার খরচ বেচে যায়।

ওই গ্রামের রবি খান বলেন, ‘আমার ৩০ শতাংশ জমিতে করলার বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাচ্ছি। ফলনের ধারা অব্যাহত রাখতে পোকা মাকড় দমনে সপ্তাহে প্রায় আড়াই হাজার টাকা ওষুধ দিতে হয়।

এ ছাড়াও গাছ ও ফলনের গুণগত মান ভালো রাখতে দুই হাজার টাকার মতো ইউরিয়া, টিএসপি, পটাশ সার দেওয়া হয়। এই করলায় অন্যান্য ফসলের তুলনায় খরচ কম লাভ বেশি হয়।’

কৃষক মেছের আলী বলেন, ‘আমার ৫০ শতাংশ জমিতে করলার চারা রোপনের পর আড়াই মাস থেকে ফলন শুরু হয়েছে। সাড়ে তিন থেকে ফলন পুরোদমে হচ্ছে। আরও প্রায় দুই মাস করলা তুলতে পারব। এতে আমার কর্মসংস্থানের পাশাপাশি বেকারদের কাজের সুযোগ হচ্ছে। স্থানীয় ও দূর-দুরান্তের পাইকাররা এ সব করলা কিনে পিকআপ ও ট্রাক যোগে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে।’

পাইকারি ব্যবসায়ী আকতার হোসেন বলেন, ‘এ সব করলার চাহিদা রয়েছে। স্থানীয় চাষীদের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার টাকা মণ করলা কেনা যায়। এ সব করলা ঢাকা, কুমিলা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করি। এতে আমাদের লাভ ভালোই হয়।’

এ বিষয়ে ঘাটাইল উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান জানান, ‘করলা চাষীদের উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সকল বিষয়ে পরামর্শ দেয়া হয়ে থাকে।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

–গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব ।

টাঙ্গাইলের ঘাটাইলে বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি হাইব্রিড করলা চাষ

আপডেট টাইম ০৩:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় দিন দিন হাইব্রিড করলা চাষ বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকা ও সময়মতো পরিচর্যা করার কারণে এ বছর ফলনও ভালো হয়েছে।

এতে করে স্থানীয়দেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় করলা চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। এ সব করলা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হচ্ছে।

জেলা কৃষি অফিস সূত্রে, জেলার ঘাটাইল, মধুপুর, সখীপুর, ধনবাড়ীসহ আশপাশের পাহাড়ি এলাকায় লেবু, বেগুন, সরিষা, কলাসহ বিভিন্ন ফসলের চাষ করা হয়। অল্প সময়ে দ্বিগুণ ফসল পাওয়ায় কয়েক বছর যাবত করলা চাষ বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়াও করলার মাচায় অন্যান্য ফসল চাষ হওয়ায় এক খরচে একাধিক ফসল পাওয়া যায়। করলা চাষের আড়াই মাস পর থেকে ফলন আসা শুরু করে। এক বিঘা জমি (৩৩ শতাংশ) থেকে দুই থেকে তিন দিন পরপর ১৫ থেকে ১৮ মণ করে করলা পাওয়া যায়। প্রতি মণ করলা দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি করা যায়। এ সব এলাকার উৎপাদিত করলা ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, কুমিল্লা, সিলেট, বগুড়াসহ বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হয়।

জেলা কৃষি অফিস সূত্র জানায়, গত বছর জেলায় ৬৫৫ হেক্টর জমিতে করলার চাষ হয়। ৮ হাজার ৭৬১ মেট্রিক টন করলার উৎপাদন হয়।

সরেজমিন ঘাটাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, সড়ক ও বিভিন্ন ফসলি জমির পাশে এই হাইব্রিড করলার চাষ করা হয়েছে। করলা পচনরোধে মাচা তৈরি করা হয়েছে। ফলন ও গাছ ভালো রাখতে নিয়মিত সেচ পাম্পের মাধ্যমে পানি দেওয়া হয়।

ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর আশাইরাচালা গ্রামের কৃষক জামাল মিয়া বলেন, ‘আগে আমি যে জমিতে কলা, বেগুন, সরিষাসহ অন্যান্য ফসল চাষ করতাম। সেই ৪৫ শতাংশ জমিতে এবার করলার চাষ করেছি। এতে আমার সব মিলে প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হবে। দুই তিন দিন পরপর সেই জমি থেকে ২০ থেকে ২৫ মণ করলা উঠে। প্রতি মণ দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি করতে পারছি। এতে আমার সব মিলে প্রায় চার লাখ টাকা বিক্রি করতে পারব। অতি অল্প সময়ে ভালো পাওয়ায় এই করলা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

এ ছাড়াও পরবর্তীতে করলার মাচায় লাউ ও সিমের চাষ করা যায়। এতে মাচার খরচ বেচে যায়।

ওই গ্রামের রবি খান বলেন, ‘আমার ৩০ শতাংশ জমিতে করলার বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাচ্ছি। ফলনের ধারা অব্যাহত রাখতে পোকা মাকড় দমনে সপ্তাহে প্রায় আড়াই হাজার টাকা ওষুধ দিতে হয়।

এ ছাড়াও গাছ ও ফলনের গুণগত মান ভালো রাখতে দুই হাজার টাকার মতো ইউরিয়া, টিএসপি, পটাশ সার দেওয়া হয়। এই করলায় অন্যান্য ফসলের তুলনায় খরচ কম লাভ বেশি হয়।’

কৃষক মেছের আলী বলেন, ‘আমার ৫০ শতাংশ জমিতে করলার চারা রোপনের পর আড়াই মাস থেকে ফলন শুরু হয়েছে। সাড়ে তিন থেকে ফলন পুরোদমে হচ্ছে। আরও প্রায় দুই মাস করলা তুলতে পারব। এতে আমার কর্মসংস্থানের পাশাপাশি বেকারদের কাজের সুযোগ হচ্ছে। স্থানীয় ও দূর-দুরান্তের পাইকাররা এ সব করলা কিনে পিকআপ ও ট্রাক যোগে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে।’

পাইকারি ব্যবসায়ী আকতার হোসেন বলেন, ‘এ সব করলার চাহিদা রয়েছে। স্থানীয় চাষীদের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার টাকা মণ করলা কেনা যায়। এ সব করলা ঢাকা, কুমিলা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করি। এতে আমাদের লাভ ভালোই হয়।’

এ বিষয়ে ঘাটাইল উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান জানান, ‘করলা চাষীদের উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সকল বিষয়ে পরামর্শ দেয়া হয়ে থাকে।