ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন বগুড়ায় চাঞ্চ্যল্যকর শিশু বন্ধনকে গলাকেটে হত্যার মূল রহস্য উদঘাটন গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন প্রাণীসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান –অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত-২৫

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ২৫ জন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৪ জনকে গুরুত্বর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্বর আহতরা হলেন, দ্রুতগামী পরিবহনের চালক শাহীন, অর্কিট এলিগেন্স পরিবহনের চালক মিন্টু, কালিহাতী উপজেলার ভবানীপুর গ্রামের ফরমানের ছেলে আব্দুল হামিদ তালুকদার (৬০) ও নাজমুল।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে কালিহাতী সদরের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কালিহাতী ফায়ার সার্ভিসের টিম লিডার মনিরুজ্জামান ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী অর্কিট এলিগেন্স নামক একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল এবং অপর প্রান্ত থেকে গোপালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় কালিহাতী পেট্রোল পাম্প সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী পরিবহনের বাসটি অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে অর্কিট এলিগেন্স বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ২০-২৫ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়। এদের মধ্যে থেকে দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় এলেঙ্গা জামালপুর আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়। কালিহাতী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাহেদুর রহমান বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এ পর্যন্ত ২৫ জন রোগী আহতবস্থায় আসে। এসময় তড়িৎগতিতে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে যে সমস্ত ডাক্তার, নার্স ছিল তাদের সম্মিলিত প্রচেষ্টায় সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম হই। তিনি আরও বলেন, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করি।
এবিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী অর্কিট এলিগেন্স পরিবহনের একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল এবং অপর প্রান্ত থেকে গোপালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে এলেঙ্গা জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী সদরের বিদ্যুৎ অফিসের সামনে এসে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ১৫-২০ জনের মতো আহত হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করি। তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতের কোন খবর পাইনি। এঘটনায় সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটারের যানজটের সৃষ্টি হলে টাঙ্গাইল থেকে জেলা পুলিশের রেকার এনে বাস দুটিকে সড়কের উপর থেকে সড়িয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত-২৫

আপডেট টাইম ০৯:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ২৫ জন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৪ জনকে গুরুত্বর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্বর আহতরা হলেন, দ্রুতগামী পরিবহনের চালক শাহীন, অর্কিট এলিগেন্স পরিবহনের চালক মিন্টু, কালিহাতী উপজেলার ভবানীপুর গ্রামের ফরমানের ছেলে আব্দুল হামিদ তালুকদার (৬০) ও নাজমুল।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে কালিহাতী সদরের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কালিহাতী ফায়ার সার্ভিসের টিম লিডার মনিরুজ্জামান ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী অর্কিট এলিগেন্স নামক একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল এবং অপর প্রান্ত থেকে গোপালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় কালিহাতী পেট্রোল পাম্প সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী পরিবহনের বাসটি অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে অর্কিট এলিগেন্স বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ২০-২৫ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়। এদের মধ্যে থেকে দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় এলেঙ্গা জামালপুর আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়। কালিহাতী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাহেদুর রহমান বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এ পর্যন্ত ২৫ জন রোগী আহতবস্থায় আসে। এসময় তড়িৎগতিতে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে যে সমস্ত ডাক্তার, নার্স ছিল তাদের সম্মিলিত প্রচেষ্টায় সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম হই। তিনি আরও বলেন, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করি।
এবিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী অর্কিট এলিগেন্স পরিবহনের একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল এবং অপর প্রান্ত থেকে গোপালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে এলেঙ্গা জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী সদরের বিদ্যুৎ অফিসের সামনে এসে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ১৫-২০ জনের মতো আহত হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করি। তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতের কোন খবর পাইনি। এঘটনায় সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটারের যানজটের সৃষ্টি হলে টাঙ্গাইল থেকে জেলা পুলিশের রেকার এনে বাস দুটিকে সড়কের উপর থেকে সড়িয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।