ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ চট্টগ্রামে সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন … লালমনিরহাটে বৃষ্টির জন‍্য বিশেষ নামাজ আদায় মিছিল ও শোডাউন করায় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মানিক দর্জিকে শোকজ –গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব । চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ইষ্টার্ণ হাউজিংয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের উপর হামলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরআন শরিফ অবমাননা করায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

জাপার সঙ্গে সংলাপ: দেশের উন্নয়নে অর্থবহ নির্বাচন চান প্রধানমন্ত্রী

মাতৃভূমির খবর ডেস্ক:   দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অর্থবহ নির্বাচন চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার গণভবনে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী তার এ অভিপ্রায়ের কথা জানান। আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণ সেই ভোটাধিকার প্রয়োগ করবে। উন্নয়নের পথে সরকারের অগ্রযাত্রায় পাশে থেকে সহযোগিতা করায় জাতীয় পার্টিকে ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার রাতে গণভবনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের আলোচনায় সূচনা বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংলাপের সময় নির্ধারণ ছিল সন্ধ্যা সাড়ে ৭টা। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এইচএম এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের নেতারা গণভবনে আসেন। এ কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই সংলাপ শুরু হয়। রাত ৯টা ৫ মিনিটে সংলাপ শেষ হয়।  সংলাপের শুরুতে এইচএম এরশাদ ও রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আলোচনায় ১৪ দলীয় জোটের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাঁচটি দলের সমন্বয়ে গঠিত সম্মিলিত জাতীয় জোটের নেতৃত্ব দেন এইচএম এরশাদ।

সংলাপ শেষে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ সাংবাদিকদের বলেন, তার দলের নেতারা গণভবনে সংলাপ করতে আসেননি। এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করতে, সেটি সফলভাবে হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এরশাদ বলেন, কোনো সংলাপ হয়নি। আসন চূড়ান্ত হয়নি। ৩০ জন মানুষ নিয়ে কী আসনের কথা বলা যায় নাকি?
জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, সংলাপে সুনির্দিষ্ট কোনও দাবি জানাইনি আমরা। সংবিধানের আলোকেই নির্বাচনের দাবি জানিয়েছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী সঙ্গে আগামী নির্বাচনের আসন ভাগাভাগি ছাড়াও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। সংবিধানের বাইরে যাবে না জাপা। বিএনপি নির্বাচনে না এলে ৩০০ আসনে প্রার্থী দেবে জাপা। সেক্ষেত্রে আলাদাভাবে নির্বাচন করা হবে।

আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জেএসডির সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে গত বৃহস্পতিবার সংলাপ শুরু হয়। এর ধারাবাহিকতায় সোমবার জাপার নেতৃত্বাধীন ৫৮ দলের জোট সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) সঙ্গে সংলাপে বসে ১৪ দল।

Tag :

জনপ্রিয় সংবাদ

“মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন”

জাপার সঙ্গে সংলাপ: দেশের উন্নয়নে অর্থবহ নির্বাচন চান প্রধানমন্ত্রী

আপডেট টাইম ০৩:৪৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮

মাতৃভূমির খবর ডেস্ক:   দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অর্থবহ নির্বাচন চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার গণভবনে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী তার এ অভিপ্রায়ের কথা জানান। আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণ সেই ভোটাধিকার প্রয়োগ করবে। উন্নয়নের পথে সরকারের অগ্রযাত্রায় পাশে থেকে সহযোগিতা করায় জাতীয় পার্টিকে ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার রাতে গণভবনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের আলোচনায় সূচনা বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংলাপের সময় নির্ধারণ ছিল সন্ধ্যা সাড়ে ৭টা। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এইচএম এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের নেতারা গণভবনে আসেন। এ কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই সংলাপ শুরু হয়। রাত ৯টা ৫ মিনিটে সংলাপ শেষ হয়।  সংলাপের শুরুতে এইচএম এরশাদ ও রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আলোচনায় ১৪ দলীয় জোটের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাঁচটি দলের সমন্বয়ে গঠিত সম্মিলিত জাতীয় জোটের নেতৃত্ব দেন এইচএম এরশাদ।

সংলাপ শেষে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ সাংবাদিকদের বলেন, তার দলের নেতারা গণভবনে সংলাপ করতে আসেননি। এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করতে, সেটি সফলভাবে হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এরশাদ বলেন, কোনো সংলাপ হয়নি। আসন চূড়ান্ত হয়নি। ৩০ জন মানুষ নিয়ে কী আসনের কথা বলা যায় নাকি?
জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, সংলাপে সুনির্দিষ্ট কোনও দাবি জানাইনি আমরা। সংবিধানের আলোকেই নির্বাচনের দাবি জানিয়েছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী সঙ্গে আগামী নির্বাচনের আসন ভাগাভাগি ছাড়াও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। সংবিধানের বাইরে যাবে না জাপা। বিএনপি নির্বাচনে না এলে ৩০০ আসনে প্রার্থী দেবে জাপা। সেক্ষেত্রে আলাদাভাবে নির্বাচন করা হবে।

আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জেএসডির সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে গত বৃহস্পতিবার সংলাপ শুরু হয়। এর ধারাবাহিকতায় সোমবার জাপার নেতৃত্বাধীন ৫৮ দলের জোট সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) সঙ্গে সংলাপে বসে ১৪ দল।