ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন বগুড়ায় চাঞ্চ্যল্যকর শিশু বন্ধনকে গলাকেটে হত্যার মূল রহস্য উদঘাটন গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন প্রাণীসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান –অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জনগণের আস্থার প্রতিদান আ.লীগকে দিতে হবে

মাতৃভূমির খবর ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য জনগণ আওয়ামী লীগের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার প্রতিদান অবশ্যই দিতে হবে। তিনি বলেন, ‘আমরা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছি। সে বিশ্বাসের মর্যাদা আমাদের রাখতে হবে, তার প্রতিদান দিতে হবে। উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের।’

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শহীদদের এবং চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর অন্ধকার যুগে প্রবেশ করা বাংলাদেশ ২০০৮ সালের নির্বাচনের পর আলোর পথে যাত্রা শুরু করে। তিনি বলেন, ‘কেউই এই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কেউই এই যাত্রা থামাতে পারবে না। আমরা এই দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। প্রস্তুতি নিয়ে সে অনুসারে সবাইকে এগিয়ে যেতে হবে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, বাংলাদেশ একদিন ক্ষুধামুক্ত দেশ হবে। এটাই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে। এই সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো এখন দৃশ্যমান। বিশ্বদরবারে বাংলাদেশ মর্যাদার আসন অর্জন করেছে। বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেল বলে অভিহিত করা হয়।

সরকারপ্রধান আরও বলেন, ‘আমরা দেশ থেকে ক্ষুধা দূর করেছি। আমরা দেশ থেকে দারিদ্র্য দূরীকরণে কাজ করে যাচ্ছি এবং একদিন এই দেশ দারিদ্র্যমুক্ত হবে।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও সাহিত্যিক ইমদাদুল হক মিলন আলোচনায় অংশ নেন।

সূত্র : প্রথম আলো

Tag :

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে

জনগণের আস্থার প্রতিদান আ.লীগকে দিতে হবে

আপডেট টাইম ০৬:০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯

মাতৃভূমির খবর ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য জনগণ আওয়ামী লীগের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার প্রতিদান অবশ্যই দিতে হবে। তিনি বলেন, ‘আমরা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছি। সে বিশ্বাসের মর্যাদা আমাদের রাখতে হবে, তার প্রতিদান দিতে হবে। উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের।’

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শহীদদের এবং চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর অন্ধকার যুগে প্রবেশ করা বাংলাদেশ ২০০৮ সালের নির্বাচনের পর আলোর পথে যাত্রা শুরু করে। তিনি বলেন, ‘কেউই এই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কেউই এই যাত্রা থামাতে পারবে না। আমরা এই দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। প্রস্তুতি নিয়ে সে অনুসারে সবাইকে এগিয়ে যেতে হবে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, বাংলাদেশ একদিন ক্ষুধামুক্ত দেশ হবে। এটাই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে। এই সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো এখন দৃশ্যমান। বিশ্বদরবারে বাংলাদেশ মর্যাদার আসন অর্জন করেছে। বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেল বলে অভিহিত করা হয়।

সরকারপ্রধান আরও বলেন, ‘আমরা দেশ থেকে ক্ষুধা দূর করেছি। আমরা দেশ থেকে দারিদ্র্য দূরীকরণে কাজ করে যাচ্ছি এবং একদিন এই দেশ দারিদ্র্যমুক্ত হবে।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও সাহিত্যিক ইমদাদুল হক মিলন আলোচনায় অংশ নেন।

সূত্র : প্রথম আলো