ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু চরফ্যাসনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৯।। দুমকিতে নবজাতক শিশুকে হসপিটালে রেখে পালিয়ে গেলো মা। গজারিয়ার বালুয়াকান্দীতে আমিরুল ইসলাম এর নির্বাচনী কর্মী সভা রাঙ্গুনিয়ায় দাওয়াতে তাবলীগের নিছবতে ওলামায়েকেরামের আলোচনা সভা চট্টগ্রামে উপজেলা নির্বাচনে হলফনামায় তথ্য গরমিল, ২ প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ামতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত বাড়াইপাড়া খাল খননের কাজ দ্রুত শেষ করার তাগিদ মেয়র রেজাউলের

চৌগাছায় ধানের দাম কম, প্রভাব পড়েছে ঈদের বাজারে ।।

মোঃ মহিদুল ইসলাম (চৌগাছা,যশোর) : সারাদেশে মতো যশোরের চৌগাছায় হঠাৎ করে ধানের দাম কমে গেছে। আর এর প্রভাব পড়েছে ঈদের বাজারে। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ কৃষিঋণ কাজের সাথে জড়িত, কৃষি কাজই দেশের মানুষের প্রধান পেশা। যেহেতু এ দেশের বেশির ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত, সেহেতু ধানের দাম অনেক কম থাকায় এ অঞ্চালের মানুষ ধান না বিক্রয় করে মানবতার সাথে ঈদ পার করছে। অন্য সব বছরের তুলনায় এবার বাজারের দোকান গুলাতে তুলনামূলক অনেক কম বেচাকিনা। তবে বাজারে ভিড় ছিলো অনেক। চৌগাছা বাজারের বিভিন্ন ব্যবসায়িরা জানান, গত বছর ১০টা রোজা পড়ার সাথে সাথে পুরো দমে বেচাকিনা শুরু হয়েছিলো কিন্তু এবার ধানের দাম কম হবার ফলে অন্য সব বছরের তুলনায় এবার বেচাকিনা অনেক কম। চৌগাছা গরিবপুর গ্রামের প্রলাদ সাহা এ প্রতিবেদকে জানান, এবার তিন বিঘা জমিতে সুভল লতা ধানের চাষ করেছিলাম, প্রথমে দুই বিঘা জমির ধান আগেই ৭৫০ টাকা মনে বিক্রয় করি। কিন্তু বাকি ধান আর বিক্রয় করতে পাচ্ছিনা। চৌগাছা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর অত্র উপজেলায় ১৮৩০০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে, যা অন্য সব বছরের তুলনায় একটু বেশি। এবার ধান চাষে ফলন বেশি হলেও উৎপাদন খরচ অন্য সব বছরের তুলনায় প্রায় ডবল হয়ে গেছে। সেই হিসাবে বেশি হয়নি ধানের দাম। হালখাতা ও ঈদ এক সাথে পড়ে যাবার কারণে এ অঞ্চালের সাধারণ কৃষকরা মানবতার সাথে ঈদ পার করছে।

Tag :

জনপ্রিয় সংবাদ

পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার

চৌগাছায় ধানের দাম কম, প্রভাব পড়েছে ঈদের বাজারে ।।

আপডেট টাইম ০২:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯

মোঃ মহিদুল ইসলাম (চৌগাছা,যশোর) : সারাদেশে মতো যশোরের চৌগাছায় হঠাৎ করে ধানের দাম কমে গেছে। আর এর প্রভাব পড়েছে ঈদের বাজারে। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ কৃষিঋণ কাজের সাথে জড়িত, কৃষি কাজই দেশের মানুষের প্রধান পেশা। যেহেতু এ দেশের বেশির ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত, সেহেতু ধানের দাম অনেক কম থাকায় এ অঞ্চালের মানুষ ধান না বিক্রয় করে মানবতার সাথে ঈদ পার করছে। অন্য সব বছরের তুলনায় এবার বাজারের দোকান গুলাতে তুলনামূলক অনেক কম বেচাকিনা। তবে বাজারে ভিড় ছিলো অনেক। চৌগাছা বাজারের বিভিন্ন ব্যবসায়িরা জানান, গত বছর ১০টা রোজা পড়ার সাথে সাথে পুরো দমে বেচাকিনা শুরু হয়েছিলো কিন্তু এবার ধানের দাম কম হবার ফলে অন্য সব বছরের তুলনায় এবার বেচাকিনা অনেক কম। চৌগাছা গরিবপুর গ্রামের প্রলাদ সাহা এ প্রতিবেদকে জানান, এবার তিন বিঘা জমিতে সুভল লতা ধানের চাষ করেছিলাম, প্রথমে দুই বিঘা জমির ধান আগেই ৭৫০ টাকা মনে বিক্রয় করি। কিন্তু বাকি ধান আর বিক্রয় করতে পাচ্ছিনা। চৌগাছা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর অত্র উপজেলায় ১৮৩০০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে, যা অন্য সব বছরের তুলনায় একটু বেশি। এবার ধান চাষে ফলন বেশি হলেও উৎপাদন খরচ অন্য সব বছরের তুলনায় প্রায় ডবল হয়ে গেছে। সেই হিসাবে বেশি হয়নি ধানের দাম। হালখাতা ও ঈদ এক সাথে পড়ে যাবার কারণে এ অঞ্চালের সাধারণ কৃষকরা মানবতার সাথে ঈদ পার করছে।