ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ

চোরের কাছে মিনতি

মাতৃভূমির খবর ডেস্ক :  বাগানের সাতটি বনসাই গাছ চুরি হওয়ায় জাপানি এক দম্পতি এখন শোকে মুহ্যমান। গাছগুলো উদ্ধার করতে না পেরে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁরা চোরের প্রতি এগুলোর যত্ন নেওয়ার কাতর মিনতি জানিয়েছেন। বলেছেন, গাছগুলো তাঁরা সন্তানের মতো ভালোবাসেন। চুরি যাওয়া ওই বনসাইগুলোর মধ্যে একটির বয়স ৪০০ বছর।

সেইজি ইমুরা ও তাঁর স্ত্রী ফুয়ুমি ইমুরার পরিবার কয়েক প্রজন্ম ধরে বনসাই ব্যবসার সঙ্গে জড়িত। রাজধানী টোকিওর কাছে সাইতামায় তাঁদের বসবাস। সেখানে পাঁচ হাজার বর্গমিটারের একটি বিশাল বনসাইয়ের বাগান রয়েছে তাঁদের। ওই বাগান থেকে গত মাসে সাতটি বনসাই চুরি হয়। পুলিশকে জানানোর পরও প্রিয় বনসাইগুলোর খোঁজ পাননি তাঁরা। এরপর উপায়ন্তর না দেখে ফেসবুকে স্ট্যাটাস দেন সেইজি ও তাঁর স্ত্রী। স্ট্যাটাসে সেইজি লিখেছেন, ‘আমাদের কেমন লাগছে, তা বলে বোঝানো যাবে না। গাছগুলো আমাদের কাছে অমূল্য সম্পদের মতো।’ তিনি লিখেছেন, ‘চোরকে আমি অবশ্যই ঘৃণা করে যাব। কিন্তু তাঁর উদ্দেশে আমি বলতে চাই, দয়া করে আমার বনসাইগুলোকে নিয়মিত পানি দেবেন। ওদের যত্ন নেবেন।’

সেইজি বলেন, চুরি হওয়া বনসাইগুলোর মধ্যে একটির সঙ্গে তাঁদের পরিবারের কয়েক প্রজন্মের আবেগ জড়িত। ‘শিম্পাকু জুনিপার’ নামের ওই বনসাইয়ের বয়স ৪০০ বছর। এএফপিকে সেইজি জানান, চুরি হওয়া বনসাইগুলোর বাজারমূল্য প্রায় কোটি ইয়েন। সিএনএনের খবরে বলা হয়েছে, গাছগুলোর কোনো কোনোটির বাজারমূল্য ১ লাখ ১৮ হাজার মার্কিন ডলার।

ইমুরার স্ত্রী ফুয়ুমি সিএনএনকে বলেন, ‘আমরা বনসাইগুলোকে নিজের সন্তানের মতো করে বড় করেছি। শিম্পাকু বনসাই যত্ন পেলে আজীবন বেঁচে থাকবে। কিন্তু পানি ছাড়া এগুলো সাত দিনও বাঁচতে পারবে না।’

সূত্র : প্রথম আলো

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

চোরের কাছে মিনতি

আপডেট টাইম ০৮:৫৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯

মাতৃভূমির খবর ডেস্ক :  বাগানের সাতটি বনসাই গাছ চুরি হওয়ায় জাপানি এক দম্পতি এখন শোকে মুহ্যমান। গাছগুলো উদ্ধার করতে না পেরে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁরা চোরের প্রতি এগুলোর যত্ন নেওয়ার কাতর মিনতি জানিয়েছেন। বলেছেন, গাছগুলো তাঁরা সন্তানের মতো ভালোবাসেন। চুরি যাওয়া ওই বনসাইগুলোর মধ্যে একটির বয়স ৪০০ বছর।

সেইজি ইমুরা ও তাঁর স্ত্রী ফুয়ুমি ইমুরার পরিবার কয়েক প্রজন্ম ধরে বনসাই ব্যবসার সঙ্গে জড়িত। রাজধানী টোকিওর কাছে সাইতামায় তাঁদের বসবাস। সেখানে পাঁচ হাজার বর্গমিটারের একটি বিশাল বনসাইয়ের বাগান রয়েছে তাঁদের। ওই বাগান থেকে গত মাসে সাতটি বনসাই চুরি হয়। পুলিশকে জানানোর পরও প্রিয় বনসাইগুলোর খোঁজ পাননি তাঁরা। এরপর উপায়ন্তর না দেখে ফেসবুকে স্ট্যাটাস দেন সেইজি ও তাঁর স্ত্রী। স্ট্যাটাসে সেইজি লিখেছেন, ‘আমাদের কেমন লাগছে, তা বলে বোঝানো যাবে না। গাছগুলো আমাদের কাছে অমূল্য সম্পদের মতো।’ তিনি লিখেছেন, ‘চোরকে আমি অবশ্যই ঘৃণা করে যাব। কিন্তু তাঁর উদ্দেশে আমি বলতে চাই, দয়া করে আমার বনসাইগুলোকে নিয়মিত পানি দেবেন। ওদের যত্ন নেবেন।’

সেইজি বলেন, চুরি হওয়া বনসাইগুলোর মধ্যে একটির সঙ্গে তাঁদের পরিবারের কয়েক প্রজন্মের আবেগ জড়িত। ‘শিম্পাকু জুনিপার’ নামের ওই বনসাইয়ের বয়স ৪০০ বছর। এএফপিকে সেইজি জানান, চুরি হওয়া বনসাইগুলোর বাজারমূল্য প্রায় কোটি ইয়েন। সিএনএনের খবরে বলা হয়েছে, গাছগুলোর কোনো কোনোটির বাজারমূল্য ১ লাখ ১৮ হাজার মার্কিন ডলার।

ইমুরার স্ত্রী ফুয়ুমি সিএনএনকে বলেন, ‘আমরা বনসাইগুলোকে নিজের সন্তানের মতো করে বড় করেছি। শিম্পাকু বনসাই যত্ন পেলে আজীবন বেঁচে থাকবে। কিন্তু পানি ছাড়া এগুলো সাত দিনও বাঁচতে পারবে না।’

সূত্র : প্রথম আলো