ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ “২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ”

চুনারুঘাটে অতিথি পাখির কলকাকলিতে মুখর খাল, বিল, নদী, দিঘি, পুকুর

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবছর শীত একটু ভিন্নভাবে নামে, এতে যেমন শীত উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা পাহাড়-দিঘির এ জনপদে ছুটে আসেন তেমনি অতিথি পাখির আনাগোনায় তাদের অভয়াশ্রমে পরিণত হয় গোগাউড়া দিঘি, পরীবিল দিঘি, দেওন্দি বিল আর রেমা-কালেঙ্গা পাহাড়ে বেষ্টিত পুকুরগুলো। শীতজুড়ে অতিথি পাখির আগমনে পুকুরের সৌন্দর্যে এক বাড়তি মাত্রা যোগ হয়েছে, আর পাখিদের দুরন্তপনা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে পুকুরপাড়ে ছুটে, আসছেন পর্যটক ও প্রকৃতি প্রেমীরা, উপজেলা শহর থেকে প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশেই গোগাউড়া দিঘি। পৌর এলাকার বাজারে অবস্থিত পুরাতন খোয়াই নদী, চান্দুপুর চা-বাগানের ভেতরে পরীবিল দিঘি আর পুকুরের পানিতে পানকৌড়ি, পাতিহাঁসসহ নানা প্রজাতির পাখির আগমনে সৌন্দর্য আরও ফুটে উঠেছে।

দিনের বাকি অংশ পাখিদের আনাগোনা কম থাকলেও সকালে তাদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া ঐতিহ্যের অংশ শকুনসহ শীতে হাজারও পাখির আনাগোনা শুরু হয় এ জনপদে। আর এতে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুকুরপাড় এলাকা। স্থানীয়রা আমার জানান, শীতের এই সময়ে অতিথি পাখির আগমন ঘটে থাকে। গতবারের তুলনায় এবার বেশি অতিথি পাখি দেখা যাচ্ছে। আর পাখির আগমনে জায়গাটির সৌন্দর্য আরও বেড়ে গেছে পরিবার সহ বেড়াতে আসা এক পর্যটক বলেন, পথিমধ্যে পুকুরে অনেক অতিথি পাখি দেখে আমরা এখানে দাঁড়াই। অপরূপ সুন্দর লাগছে পাখির অবাধ বিচরণ দেখে। ভ্রমণের শুরুতেই মনোমুগ্ধকর এই পরিবেশ উপভোগ করতে পেরে খুশি পরিবারের সবাই ঃপাশাপাশি চা-বাগানের বন-পাহাড়ের বেষ্টনি দারুণ উপভোগ্য।

স্থানীয় এক ব্যক্তি বলেন এই এলাকার দর্শনীয় স্থান দিঘি ও পুকুর পুকুরপাড়ে আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যায় অবসর সময় অতিবাহিত করি। এখানকার পুকুরগুলোতে শীতের সময় প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। আর তা দেখতে ও মোবাইলে ধারণ করে রাখতে অনেক ভালো লাগে স্থানীয় সচেতন মহল বলছে, অতিথি পাখির আগমনে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, প্রশাসনের পক্ষ থেকে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ অতি জরুরি হয়ে পড়েছে কারণ অসৎ পাখি শিকারিরা সবসময় ওৎ পেতে থাকে স্থানীয়রা বলেন, পাখি মেরে ফেলা কিংবা যাতে তাড়িয়ে দেয়া না হয়, সে বিষয়ে এলাকার সবাইকে সচেতন করা জরুরি। সকলেই সবসময় নজরদারির মধ্যে রাখলে পাখির আনাগোনা আরও বৃদ্ধি পাবে।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক

চুনারুঘাটে অতিথি পাখির কলকাকলিতে মুখর খাল, বিল, নদী, দিঘি, পুকুর

আপডেট টাইম ০৪:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবছর শীত একটু ভিন্নভাবে নামে, এতে যেমন শীত উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা পাহাড়-দিঘির এ জনপদে ছুটে আসেন তেমনি অতিথি পাখির আনাগোনায় তাদের অভয়াশ্রমে পরিণত হয় গোগাউড়া দিঘি, পরীবিল দিঘি, দেওন্দি বিল আর রেমা-কালেঙ্গা পাহাড়ে বেষ্টিত পুকুরগুলো। শীতজুড়ে অতিথি পাখির আগমনে পুকুরের সৌন্দর্যে এক বাড়তি মাত্রা যোগ হয়েছে, আর পাখিদের দুরন্তপনা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে পুকুরপাড়ে ছুটে, আসছেন পর্যটক ও প্রকৃতি প্রেমীরা, উপজেলা শহর থেকে প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশেই গোগাউড়া দিঘি। পৌর এলাকার বাজারে অবস্থিত পুরাতন খোয়াই নদী, চান্দুপুর চা-বাগানের ভেতরে পরীবিল দিঘি আর পুকুরের পানিতে পানকৌড়ি, পাতিহাঁসসহ নানা প্রজাতির পাখির আগমনে সৌন্দর্য আরও ফুটে উঠেছে।

দিনের বাকি অংশ পাখিদের আনাগোনা কম থাকলেও সকালে তাদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া ঐতিহ্যের অংশ শকুনসহ শীতে হাজারও পাখির আনাগোনা শুরু হয় এ জনপদে। আর এতে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুকুরপাড় এলাকা। স্থানীয়রা আমার জানান, শীতের এই সময়ে অতিথি পাখির আগমন ঘটে থাকে। গতবারের তুলনায় এবার বেশি অতিথি পাখি দেখা যাচ্ছে। আর পাখির আগমনে জায়গাটির সৌন্দর্য আরও বেড়ে গেছে পরিবার সহ বেড়াতে আসা এক পর্যটক বলেন, পথিমধ্যে পুকুরে অনেক অতিথি পাখি দেখে আমরা এখানে দাঁড়াই। অপরূপ সুন্দর লাগছে পাখির অবাধ বিচরণ দেখে। ভ্রমণের শুরুতেই মনোমুগ্ধকর এই পরিবেশ উপভোগ করতে পেরে খুশি পরিবারের সবাই ঃপাশাপাশি চা-বাগানের বন-পাহাড়ের বেষ্টনি দারুণ উপভোগ্য।

স্থানীয় এক ব্যক্তি বলেন এই এলাকার দর্শনীয় স্থান দিঘি ও পুকুর পুকুরপাড়ে আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যায় অবসর সময় অতিবাহিত করি। এখানকার পুকুরগুলোতে শীতের সময় প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। আর তা দেখতে ও মোবাইলে ধারণ করে রাখতে অনেক ভালো লাগে স্থানীয় সচেতন মহল বলছে, অতিথি পাখির আগমনে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, প্রশাসনের পক্ষ থেকে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ অতি জরুরি হয়ে পড়েছে কারণ অসৎ পাখি শিকারিরা সবসময় ওৎ পেতে থাকে স্থানীয়রা বলেন, পাখি মেরে ফেলা কিংবা যাতে তাড়িয়ে দেয়া না হয়, সে বিষয়ে এলাকার সবাইকে সচেতন করা জরুরি। সকলেই সবসময় নজরদারির মধ্যে রাখলে পাখির আনাগোনা আরও বৃদ্ধি পাবে।