ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ “২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ” –মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ। “মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ

চসিক নির্বাচনে বেসরকারিভাবে রেজাউল করিম মেয়র নির্বাচিত

চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন মোট ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

 

বুধবার দিবাগত রাত ১টা ৪১ মিনিটের (২৮ জানুয়ারি) দিকে মোট ৭৩৫টি ভোটকেন্দ্রের ৭৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। স্থগিত রয়েছে দুটি কেন্দ্রের ফল।

 

এর আগে বুধবার (২৭ জানুয়ারি) বিক্ষিপ্ত সহিংসতা, সংঘর্ষ, গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয় চসিক নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে নিহত হন দুইজন, আহত হয়েছেন শতাধিক। ঘটেছে আটকের ঘটনাও। এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

 

একদিকে, আওয়ামী লীগের মেয়রপ্রার্থী জনগণের রায়ে বিশ্বাসের কথা জানালেও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়াসহ নানা অভিযোগ জানান বিএনপির প্রার্থী। ষষ্ঠবারের মতো এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ জন এবং ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী ২২৫ জন।

 

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই প্রধান মেয়রপ্রার্থী আওয়ামী লীগের এম. রেজাউল করিম চৌধুরী (নৌকা) ও বিএনপির ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ)। এছাড়া একই পদে অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা হলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহিদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর (আম) ও স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি)।

 

প্রসঙ্গত, চসিকের ৪১ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ৯২ হাজার ৩৩ আর নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।

Tag :

জনপ্রিয় সংবাদ

বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার।

চসিক নির্বাচনে বেসরকারিভাবে রেজাউল করিম মেয়র নির্বাচিত

আপডেট টাইম ১০:৩২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন মোট ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

 

বুধবার দিবাগত রাত ১টা ৪১ মিনিটের (২৮ জানুয়ারি) দিকে মোট ৭৩৫টি ভোটকেন্দ্রের ৭৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। স্থগিত রয়েছে দুটি কেন্দ্রের ফল।

 

এর আগে বুধবার (২৭ জানুয়ারি) বিক্ষিপ্ত সহিংসতা, সংঘর্ষ, গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয় চসিক নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে নিহত হন দুইজন, আহত হয়েছেন শতাধিক। ঘটেছে আটকের ঘটনাও। এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

 

একদিকে, আওয়ামী লীগের মেয়রপ্রার্থী জনগণের রায়ে বিশ্বাসের কথা জানালেও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়াসহ নানা অভিযোগ জানান বিএনপির প্রার্থী। ষষ্ঠবারের মতো এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ জন এবং ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী ২২৫ জন।

 

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই প্রধান মেয়রপ্রার্থী আওয়ামী লীগের এম. রেজাউল করিম চৌধুরী (নৌকা) ও বিএনপির ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ)। এছাড়া একই পদে অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা হলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহিদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর (আম) ও স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি)।

 

প্রসঙ্গত, চসিকের ৪১ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ৯২ হাজার ৩৩ আর নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।