ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

চলে গেলেন প্রবীণ রাজনীতিক নূরুল আলম চৌধুরী

ফাইল ছবি

মাতৃভূমির খবর ডেস্ক :   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান রাজনীতিক, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য, এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল আলম চৌধুরী (৭২) আর নেই (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ রোববার ভোর সাড়ে ৫ টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই রাজনীতিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম জানিয়েছেন।

তিনি আরও জানান, সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জমিয়তুল ফালাহ ময়দানে মরহুমের ১ম নামাজে জানাযা, বাদ জোহর ফটিকছড়ি কলেজ মাঠে ২য় নামাজে জানাযা এবং বাদ আসর রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে মতিউর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় জানাযা শেষে লাশ দাফন করা হবে।

জননেতা নুরুল আলম চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগের নেতারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে তিনি ষাটের দশকে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেছিলেন। মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। স্বাধীনতার পর চট্টগ্রামের ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালের সংসদে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর প্রতিবাদ করেছিলেন তিনি। এজন্য তাকে কারাগারে যেতে হয়।

এরপর ১৯৮৬ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন ফটিকছড়ি নির্বাচনি এলাকা থেকে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ওমানের রাষ্ট্রদূত করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র নূরুল আলম চৌধুরী ১৯৭৩ সালে প্রথম বিসিএস উত্তীর্ণ হয়েছিলেন।

Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

চলে গেলেন প্রবীণ রাজনীতিক নূরুল আলম চৌধুরী

আপডেট টাইম ০৬:৫২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯

মাতৃভূমির খবর ডেস্ক :   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান রাজনীতিক, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য, এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল আলম চৌধুরী (৭২) আর নেই (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ রোববার ভোর সাড়ে ৫ টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই রাজনীতিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম জানিয়েছেন।

তিনি আরও জানান, সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জমিয়তুল ফালাহ ময়দানে মরহুমের ১ম নামাজে জানাযা, বাদ জোহর ফটিকছড়ি কলেজ মাঠে ২য় নামাজে জানাযা এবং বাদ আসর রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে মতিউর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় জানাযা শেষে লাশ দাফন করা হবে।

জননেতা নুরুল আলম চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগের নেতারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে তিনি ষাটের দশকে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেছিলেন। মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। স্বাধীনতার পর চট্টগ্রামের ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালের সংসদে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর প্রতিবাদ করেছিলেন তিনি। এজন্য তাকে কারাগারে যেতে হয়।

এরপর ১৯৮৬ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন ফটিকছড়ি নির্বাচনি এলাকা থেকে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ওমানের রাষ্ট্রদূত করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র নূরুল আলম চৌধুরী ১৯৭৩ সালে প্রথম বিসিএস উত্তীর্ণ হয়েছিলেন।