ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন “বাংলাদেশের হিট অফিসার কী করছেন? হিট নিয়ন্ত্রণে “ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের নগদ অর্থ সহায়তায়: আ জ ম নাসির “স্মার্ট সুদহারে বিপাকে ব্যবসায়ীরা ঢাকা মতিঝিলে ইসতেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার।

চন্দনাইশে ইউপি নিবার্চনে নৌকা-৪, স্বতন্ত্র-৩ জয়ী

চন্দনাইশে ইউপি নিবার্চনে নৌকা-৪, স্বতন্ত্র-৩ জয়ী

মুহাম্মদ আরফাত হোসেন- চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশে ইউপি নিবার্চনে নৌকা প্রতীকে ৪, স্বতন্ত্র ৩ চেয়ারম্যান প্রার্থী নিবার্চিত হয়েছেন।
চেয়ারম্যান পদে বরকলে আবদুর রহিম চৌধুরী (আনারস) ৫৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান (নৌকা) পেয়েছেন ১৯৪৩ ভোট, বৈলতলীতে আ’লীগ মনোনীত প্রার্থী এস.এম সায়েম (নৌকা) ৭৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল (আনারস) পেয়েছেন ৩৫২৪ ভোট, হাশিমপুরে আ’লীগ মনোনীত প্রার্থী এড. খোরশেদ বিন ইসহাক (নৌকা) পেয়েছেন ৪৭৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী (চশমা) পেয়েছেন ২৩৭০, বরমাতে স্বতন্ত্র প্রার্থী মো. খোরশেদ আলম (ঘোড়া) পেয়েছেন ৪৪১৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৪০৪৩ ভোট, কাঞ্চনাবাদে স্বতন্ত্র প্রার্থী আবদুল শুক্কুর কোম্পানী (আনারস) পেয়েছেন ৬৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত প্রার্থী এড. আবু ছালেহ (নৌকা) পেয়েছেন ৪৫০২ ভোট, ধোপাছড়িতে আ’লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল আলীম (নৌকা) পেয়েছেন ৩১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান মো. মোরশেদুল আলম (আনারস) পেয়েছেন ১৭১৫ ভোট। জোয়ারাতে বর্তমান চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
তাছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে কাঞ্চনাবাদে সংরক্ষিত ১নং ওয়ার্ডে লাকী আকতার (বই), সংরক্ষিত ২নং ওয়ার্ডে সুলতানা পারভীন (মাইক), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে খুরশিদা বেগম (বই), বরকলে সংরক্ষিত ১নং ওয়ার্ডে সাবিনা ইয়াছমিন (বই), সংরক্ষিত ২নং ওয়ার্ডে আয়শা আকতার আজাদী (বই), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে ঝর্ণা দাশ (বই), ধোপাছড়িতে সংরক্ষিত ১ লাকী আকতার চৌধুরী (কলম), সংরক্ষিত ২ জাহানারা বেগম (বই) সংরক্ষিত ৩ বিনা প্রতিদ্বন্দ্বীতায় লতিফা আকতার।
বৈলতলীতে সংরক্ষিত ১নং ওয়ার্ডে নুরুন নাহার বেগম (বই), সংরক্ষিত ২নং ওয়ার্ডে জেসমিন আকতার (মাইক), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে ফারহানা জান্নাত দিলু (বই), হাশিমপুর ইউনিয়নে সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোছা. শাহিদা আকতার (মাইক), সংরক্ষিত ২নং ওয়ার্ডে ফয়েজুন্নেছা বুলু (বই), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে তাহমিনা সুলতানা (বই),
জোয়ারা ইউনিয়নে সংরক্ষিত ১নং ওয়ার্ডে ফিরোজা বেগম হেনা (মাইক), সংরক্ষিত ২নং ওয়ার্ডে কুলছুমা বেগম (মাইক), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে রহিমা বেগম (কলম), বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্য পদে কাঞ্চনাবাদে ১নং ওয়ার্ডে আবদুল হাকিম শামীম (ফুটবল), ২নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম (মোরগ), ৩নং ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম, (মোরগ), ৪নং ওয়ার্ডে মো. শাহ আলম (আপেল), ৫নং ওয়ার্ডে আবদুল আলীম (মোরগ), ৬নং ওয়ার্ডে মো. আনিসুল ইসলাম, (তালা), ৭নং ওয়ার্ডে মো. তৌহিদ (ক্রিকেট ব্যাট), ৮নং ওয়ার্ডে মো. জাফর আলম (তালা), ৯নং ওয়ার্ডে মো. আবুল হোসেন (ফুটবল)।
বরকলে ১নং ওয়ার্ডে মো. মহিউদ্দীন খান (টিউবওয়েল), ২নং ওয়ার্ডে মো. সাইফুদ্দিন (ফুটবল), ৩নং ওয়ার্ডে মো. ইমরান (তালা), ৪নং ওয়ার্ডে আবু জাফর (আপেল), ৫নং ওয়ার্ডে মো. সেলিম উদ্দিন (আপেল), ৬নং ওয়ার্ডে মো. কামাল উদ্দিন (তালা),৭নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান (মোরগ), ৮নং ওয়ার্ডে প্রিয়বত চৌধুরী (তালা), ৯নং ওয়ার্ডে দিলীপ ভট্টাচাযর্য (টিউবওয়েল), ধোপাছড়িতে ১নং ওয়ার্ডে মজিবুল হক খোকা (টিউবওয়েল), ২ নং ওয়ার্ডে টিপু দাশ (মোরগ), ৩নং ওয়ার্ডে নুরুল কবির (তালা), ৪নং ওয়ার্ডে মো. জয়নাল আবেদীন (মোরগ), ৫নং ওয়ার্ডে নাসির উদ্দিন (মোরগ), ৬নং ওয়ার্ডে মোজাম্মেল হক (আপেল), ৭নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আশরাফ উদ্দীন ভুইয়া, ৮নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আমানত হোসেন, ৯নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় করিমুল ইসলাম।
হাশিমপুরে ১নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন (ফুটবল), ২নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফজলুল করিম আইয়ুব, ৩নং ওয়ার্ডে মো. গোলাম নবী চৌধুরী (মোরগ), ৪নং ওয়ার্ডে মো. আবদুল মান্নান (তালা), ৫নং ওয়ার্ডে মো. রহমত উল্লাহ (ফুটবল), ৬নং ওয়ার্ডে শফিউল আলম (তালা), ৭নং ওয়ার্ডে মো. ইদ্রিস মিয়া (তালা), ৮নং ওয়ার্ডে মো. শামসুল হক (মোরগ), ৯নং ওয়ার্ডে মো. আলী (ফুটবল), জোয়ারাতে ১নং ওয়ার্ডে আলাউদ্দিন খালেদ (মোরগ), ২নং ওয়ার্ডে রতন কান্তি দে (মোরগ), ৩নং ওয়ার্ডে মো. আবদুল গফফার সুমন (মোরগ), ৪নং ওয়ার্ডে মো. আবদুল হাকিম, বিনা প্রতিদ্বন্দ্বীতায়, ৫নং ওয়ার্ডে মো. বদিউল আলম, বিনা প্রতিদ্বন্দ্বীতায়, ৬নং ওয়ার্ডে মোহরম আলী (মোরগ), ৭নং ওয়ার্ডে মো. সেলিম (তালা), ৮নং ওয়ার্ডে মো. সরওয়ার উদ্দিন (মোরগ), ৯নং ওয়ার্ডে মো. আলমগীর (মোরগ), বৈলতলীতে ১নং ওয়ার্ডে সায়েদুল ইসলাম চৌধুরী (ফুটবল), ২নং ওয়ার্ডে এয়ার মোহাম্মদ (টিউবওয়েল), ৩নং ওয়ার্ডে মুরাদুর রহমান (ফুটবল), ৪নং ওয়ার্ডে মো. জসিম উদ্দিন (তালা), ৫নং ওয়ার্ডে আবদুল হাই (ফুটবল), ৬নং ওয়ার্ডে আবদুর রহিম চৌধুরী (ফুটবল), ৭নং ওয়ার্ডে মো. আলী (পাকা), ৮নং ওয়ার্ডে মো. নিমাজ উদ্দিন (ফুটবল), ৯নং ওয়ার্ডে মো. মঈনুদ্দিন চৌধুরী মানু (ফুটবল), বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Tag :

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন

চন্দনাইশে ইউপি নিবার্চনে নৌকা-৪, স্বতন্ত্র-৩ জয়ী

আপডেট টাইম ০৯:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

চন্দনাইশে ইউপি নিবার্চনে নৌকা-৪, স্বতন্ত্র-৩ জয়ী

মুহাম্মদ আরফাত হোসেন- চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশে ইউপি নিবার্চনে নৌকা প্রতীকে ৪, স্বতন্ত্র ৩ চেয়ারম্যান প্রার্থী নিবার্চিত হয়েছেন।
চেয়ারম্যান পদে বরকলে আবদুর রহিম চৌধুরী (আনারস) ৫৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান (নৌকা) পেয়েছেন ১৯৪৩ ভোট, বৈলতলীতে আ’লীগ মনোনীত প্রার্থী এস.এম সায়েম (নৌকা) ৭৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল (আনারস) পেয়েছেন ৩৫২৪ ভোট, হাশিমপুরে আ’লীগ মনোনীত প্রার্থী এড. খোরশেদ বিন ইসহাক (নৌকা) পেয়েছেন ৪৭৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী (চশমা) পেয়েছেন ২৩৭০, বরমাতে স্বতন্ত্র প্রার্থী মো. খোরশেদ আলম (ঘোড়া) পেয়েছেন ৪৪১৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৪০৪৩ ভোট, কাঞ্চনাবাদে স্বতন্ত্র প্রার্থী আবদুল শুক্কুর কোম্পানী (আনারস) পেয়েছেন ৬৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত প্রার্থী এড. আবু ছালেহ (নৌকা) পেয়েছেন ৪৫০২ ভোট, ধোপাছড়িতে আ’লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল আলীম (নৌকা) পেয়েছেন ৩১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান মো. মোরশেদুল আলম (আনারস) পেয়েছেন ১৭১৫ ভোট। জোয়ারাতে বর্তমান চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
তাছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে কাঞ্চনাবাদে সংরক্ষিত ১নং ওয়ার্ডে লাকী আকতার (বই), সংরক্ষিত ২নং ওয়ার্ডে সুলতানা পারভীন (মাইক), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে খুরশিদা বেগম (বই), বরকলে সংরক্ষিত ১নং ওয়ার্ডে সাবিনা ইয়াছমিন (বই), সংরক্ষিত ২নং ওয়ার্ডে আয়শা আকতার আজাদী (বই), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে ঝর্ণা দাশ (বই), ধোপাছড়িতে সংরক্ষিত ১ লাকী আকতার চৌধুরী (কলম), সংরক্ষিত ২ জাহানারা বেগম (বই) সংরক্ষিত ৩ বিনা প্রতিদ্বন্দ্বীতায় লতিফা আকতার।
বৈলতলীতে সংরক্ষিত ১নং ওয়ার্ডে নুরুন নাহার বেগম (বই), সংরক্ষিত ২নং ওয়ার্ডে জেসমিন আকতার (মাইক), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে ফারহানা জান্নাত দিলু (বই), হাশিমপুর ইউনিয়নে সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোছা. শাহিদা আকতার (মাইক), সংরক্ষিত ২নং ওয়ার্ডে ফয়েজুন্নেছা বুলু (বই), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে তাহমিনা সুলতানা (বই),
জোয়ারা ইউনিয়নে সংরক্ষিত ১নং ওয়ার্ডে ফিরোজা বেগম হেনা (মাইক), সংরক্ষিত ২নং ওয়ার্ডে কুলছুমা বেগম (মাইক), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে রহিমা বেগম (কলম), বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্য পদে কাঞ্চনাবাদে ১নং ওয়ার্ডে আবদুল হাকিম শামীম (ফুটবল), ২নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম (মোরগ), ৩নং ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম, (মোরগ), ৪নং ওয়ার্ডে মো. শাহ আলম (আপেল), ৫নং ওয়ার্ডে আবদুল আলীম (মোরগ), ৬নং ওয়ার্ডে মো. আনিসুল ইসলাম, (তালা), ৭নং ওয়ার্ডে মো. তৌহিদ (ক্রিকেট ব্যাট), ৮নং ওয়ার্ডে মো. জাফর আলম (তালা), ৯নং ওয়ার্ডে মো. আবুল হোসেন (ফুটবল)।
বরকলে ১নং ওয়ার্ডে মো. মহিউদ্দীন খান (টিউবওয়েল), ২নং ওয়ার্ডে মো. সাইফুদ্দিন (ফুটবল), ৩নং ওয়ার্ডে মো. ইমরান (তালা), ৪নং ওয়ার্ডে আবু জাফর (আপেল), ৫নং ওয়ার্ডে মো. সেলিম উদ্দিন (আপেল), ৬নং ওয়ার্ডে মো. কামাল উদ্দিন (তালা),৭নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান (মোরগ), ৮নং ওয়ার্ডে প্রিয়বত চৌধুরী (তালা), ৯নং ওয়ার্ডে দিলীপ ভট্টাচাযর্য (টিউবওয়েল), ধোপাছড়িতে ১নং ওয়ার্ডে মজিবুল হক খোকা (টিউবওয়েল), ২ নং ওয়ার্ডে টিপু দাশ (মোরগ), ৩নং ওয়ার্ডে নুরুল কবির (তালা), ৪নং ওয়ার্ডে মো. জয়নাল আবেদীন (মোরগ), ৫নং ওয়ার্ডে নাসির উদ্দিন (মোরগ), ৬নং ওয়ার্ডে মোজাম্মেল হক (আপেল), ৭নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আশরাফ উদ্দীন ভুইয়া, ৮নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আমানত হোসেন, ৯নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় করিমুল ইসলাম।
হাশিমপুরে ১নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন (ফুটবল), ২নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফজলুল করিম আইয়ুব, ৩নং ওয়ার্ডে মো. গোলাম নবী চৌধুরী (মোরগ), ৪নং ওয়ার্ডে মো. আবদুল মান্নান (তালা), ৫নং ওয়ার্ডে মো. রহমত উল্লাহ (ফুটবল), ৬নং ওয়ার্ডে শফিউল আলম (তালা), ৭নং ওয়ার্ডে মো. ইদ্রিস মিয়া (তালা), ৮নং ওয়ার্ডে মো. শামসুল হক (মোরগ), ৯নং ওয়ার্ডে মো. আলী (ফুটবল), জোয়ারাতে ১নং ওয়ার্ডে আলাউদ্দিন খালেদ (মোরগ), ২নং ওয়ার্ডে রতন কান্তি দে (মোরগ), ৩নং ওয়ার্ডে মো. আবদুল গফফার সুমন (মোরগ), ৪নং ওয়ার্ডে মো. আবদুল হাকিম, বিনা প্রতিদ্বন্দ্বীতায়, ৫নং ওয়ার্ডে মো. বদিউল আলম, বিনা প্রতিদ্বন্দ্বীতায়, ৬নং ওয়ার্ডে মোহরম আলী (মোরগ), ৭নং ওয়ার্ডে মো. সেলিম (তালা), ৮নং ওয়ার্ডে মো. সরওয়ার উদ্দিন (মোরগ), ৯নং ওয়ার্ডে মো. আলমগীর (মোরগ), বৈলতলীতে ১নং ওয়ার্ডে সায়েদুল ইসলাম চৌধুরী (ফুটবল), ২নং ওয়ার্ডে এয়ার মোহাম্মদ (টিউবওয়েল), ৩নং ওয়ার্ডে মুরাদুর রহমান (ফুটবল), ৪নং ওয়ার্ডে মো. জসিম উদ্দিন (তালা), ৫নং ওয়ার্ডে আবদুল হাই (ফুটবল), ৬নং ওয়ার্ডে আবদুর রহিম চৌধুরী (ফুটবল), ৭নং ওয়ার্ডে মো. আলী (পাকা), ৮নং ওয়ার্ডে মো. নিমাজ উদ্দিন (ফুটবল), ৯নং ওয়ার্ডে মো. মঈনুদ্দিন চৌধুরী মানু (ফুটবল), বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।