ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ

চট্টগ্রামেঃ কোড ওয়ার্ড বললেই মিলে ইয়াবা, গ্রেফতার(২) নারী,

চট্টগ্রামেঃ কোড ওয়ার্ড বললেই মিলে ইয়াবা, গ্রেফতার(২) নারী,

চট্টগ্রামঃ ব্যুরো প্রধান(তৌহিদ)

চট্টগ্রামে ইয়াবাসহ দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১ আগস্ট গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এমপি এসহাক রোডের আবু সওদাগরের কলোনীর গেইটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা অত্যন্ত সুকৌশলে ইয়াবা বিক্রি করত। একমাত্র তাদের বলে দেওয়া কোড ওয়ার্ড বললেই মিলত ইয়াবা!
গ্রেফতার দুইজন হলেন – লাকী আক্তার (৩৫) ও নিলুফা বেগম (৪২)। লাকী আক্তারের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৬ টি এবং নিলুফারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, লাকী ও নিলুফার অত্যন্ত সুকৌশলে ইয়াবা বিক্রি করছিল। তারা ডবলমুরিং মডেল থানার হাজীপাড়া এমপি এসহাক রোডস্থ আবু সওদাগরের কলোনীর গেইটের সামনে ইয়াবা বিক্রি করে। সেই গেইটে ছোট একটি ফটক রয়েছে। দরজায় দুইবার নক করলে ভেতর থেকে কে আওয়াজ আসে।

তখন তাদের বলে দেওয়া কোড ওয়ার্ড (বিশেষ শব্দ বা বাক্য) বলে সেই ফটকে টাকা দিলেই সেই ফটক থেকে ইয়াবা বের হয়! কোড ওয়ার্ড একেক সময় একেক রকম হত। যেমন, গতকাল ছিল ‘বিস্কুট’। নির্দিষ্ট সংখ্যক বিস্কুট বলার পর সেই সংখ্যক ইয়াবাই বের হয়! এর আগে ‘গরুর গোশত’ ‘হাড্ডি’ ‘ বিচি’ ইত্যাদি কোড ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে! গতকাল নিলুফার এই পদ্ধতিতে ইয়াবা কেনার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে লাকীকেও গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

চট্টগ্রামেঃ কোড ওয়ার্ড বললেই মিলে ইয়াবা, গ্রেফতার(২) নারী,

আপডেট টাইম ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১

চট্টগ্রামেঃ কোড ওয়ার্ড বললেই মিলে ইয়াবা, গ্রেফতার(২) নারী,

চট্টগ্রামঃ ব্যুরো প্রধান(তৌহিদ)

চট্টগ্রামে ইয়াবাসহ দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১ আগস্ট গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এমপি এসহাক রোডের আবু সওদাগরের কলোনীর গেইটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা অত্যন্ত সুকৌশলে ইয়াবা বিক্রি করত। একমাত্র তাদের বলে দেওয়া কোড ওয়ার্ড বললেই মিলত ইয়াবা!
গ্রেফতার দুইজন হলেন – লাকী আক্তার (৩৫) ও নিলুফা বেগম (৪২)। লাকী আক্তারের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৬ টি এবং নিলুফারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, লাকী ও নিলুফার অত্যন্ত সুকৌশলে ইয়াবা বিক্রি করছিল। তারা ডবলমুরিং মডেল থানার হাজীপাড়া এমপি এসহাক রোডস্থ আবু সওদাগরের কলোনীর গেইটের সামনে ইয়াবা বিক্রি করে। সেই গেইটে ছোট একটি ফটক রয়েছে। দরজায় দুইবার নক করলে ভেতর থেকে কে আওয়াজ আসে।

তখন তাদের বলে দেওয়া কোড ওয়ার্ড (বিশেষ শব্দ বা বাক্য) বলে সেই ফটকে টাকা দিলেই সেই ফটক থেকে ইয়াবা বের হয়! কোড ওয়ার্ড একেক সময় একেক রকম হত। যেমন, গতকাল ছিল ‘বিস্কুট’। নির্দিষ্ট সংখ্যক বিস্কুট বলার পর সেই সংখ্যক ইয়াবাই বের হয়! এর আগে ‘গরুর গোশত’ ‘হাড্ডি’ ‘ বিচি’ ইত্যাদি কোড ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে! গতকাল নিলুফার এই পদ্ধতিতে ইয়াবা কেনার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে লাকীকেও গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।