ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ চট্টগ্রামে সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন … লালমনিরহাটে বৃষ্টির জন‍্য বিশেষ নামাজ আদায় মিছিল ও শোডাউন করায় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মানিক দর্জিকে শোকজ –গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব । চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ইষ্টার্ণ হাউজিংয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের উপর হামলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরআন শরিফ অবমাননা করায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে প্রকাশ্যে চলছে নিষিদ্ধ পলিথিন বিক্রি

মেহেদী হাসান, ব্যুরো চিফ, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার কাঁচাবাজার আড়তে গিয়ে দেখা যায়, স্থানীয় ব্যবসায়ীরা দোকানে বিভিন্ন ধরনের পলিথিনের স্তূপ সাজিয়ে বসে আছেন। একজন ব্যবসায়ী বলেন, তারা গাজীপুর নগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে পাইকারী দরে পলিথিন কিনে এনে বরমী, শ্রীপুর, কাওরাইদসহ আশপাশের এলাকায় বিক্রি করেন। ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন বিক্রয় সম্পর্কে নিষেধ করলে তারা বলেন, “আমাদের পলিথিন বিক্রি বন্ধ করার আগে যেখান থেকে পলিথিন উৎপাদন হয় এবং সরবরাহ করা হয় সেইসব প্রতিষ্ঠান বন্ধ করেন।” পরিবেশ বাঁচাতে সরকার সরকার ২০০১ সালে পলিথিন নিষিদ্ধ করলে সাধারণ মানুষ সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। এরপর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দোকান থেকে পলিথিন জব্দ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে কারখানা। কিন্তু পলিথিনের ব্যবসা বা ব্যবহার বন্ধ হয়নি। গাজীপুরের অবৈধ পলিথিনের ব্যবসা বন্ধের জন্য ২০১৮ সালের সেপ্টেম্বরে তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কাছে লিখিত অভিযোগ করেছিলেন নজরুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি। উপমন্ত্রী সে সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালককে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও প্রতিকার মেলেনি বলে জানান নজরুল ইসলাম। তিনি বলেন, ২০১৯ সালের এপ্রিলেও তিনি র‌্যাবের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক এবং পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তারপরও অবাধে পলিথিনের ব্যবসা চলছে।নিষিদ্ধ পলিথিন এরকম প্রকাশ্যে বিক্রি হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন জানতে চাইলে শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন বলেন, তিনি কয়েকদিন আগে এ উপজেলায় যোগ দিয়েছেন। ফলে বিষয়গুলো তার জানা নেই। অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুস ছালাম বলেন, খোঁজ নিয়ে দেখে স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন তারা।

Tag :

জনপ্রিয় সংবাদ

“মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন”

গাজীপুরে প্রকাশ্যে চলছে নিষিদ্ধ পলিথিন বিক্রি

আপডেট টাইম ১১:২৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯

মেহেদী হাসান, ব্যুরো চিফ, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার কাঁচাবাজার আড়তে গিয়ে দেখা যায়, স্থানীয় ব্যবসায়ীরা দোকানে বিভিন্ন ধরনের পলিথিনের স্তূপ সাজিয়ে বসে আছেন। একজন ব্যবসায়ী বলেন, তারা গাজীপুর নগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে পাইকারী দরে পলিথিন কিনে এনে বরমী, শ্রীপুর, কাওরাইদসহ আশপাশের এলাকায় বিক্রি করেন। ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন বিক্রয় সম্পর্কে নিষেধ করলে তারা বলেন, “আমাদের পলিথিন বিক্রি বন্ধ করার আগে যেখান থেকে পলিথিন উৎপাদন হয় এবং সরবরাহ করা হয় সেইসব প্রতিষ্ঠান বন্ধ করেন।” পরিবেশ বাঁচাতে সরকার সরকার ২০০১ সালে পলিথিন নিষিদ্ধ করলে সাধারণ মানুষ সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। এরপর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দোকান থেকে পলিথিন জব্দ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে কারখানা। কিন্তু পলিথিনের ব্যবসা বা ব্যবহার বন্ধ হয়নি। গাজীপুরের অবৈধ পলিথিনের ব্যবসা বন্ধের জন্য ২০১৮ সালের সেপ্টেম্বরে তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কাছে লিখিত অভিযোগ করেছিলেন নজরুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি। উপমন্ত্রী সে সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালককে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও প্রতিকার মেলেনি বলে জানান নজরুল ইসলাম। তিনি বলেন, ২০১৯ সালের এপ্রিলেও তিনি র‌্যাবের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক এবং পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তারপরও অবাধে পলিথিনের ব্যবসা চলছে।নিষিদ্ধ পলিথিন এরকম প্রকাশ্যে বিক্রি হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন জানতে চাইলে শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন বলেন, তিনি কয়েকদিন আগে এ উপজেলায় যোগ দিয়েছেন। ফলে বিষয়গুলো তার জানা নেই। অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুস ছালাম বলেন, খোঁজ নিয়ে দেখে স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন তারা।