ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

গজরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ

আমিনুল ইসলাম আল-আমিন  মতলব উত্তর প্রতিনিধি ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে সরকারের মানবিক সহায়তার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীতে অসহায় পরিবার ও নি¤œ মধ্যবিত্ত ৫০ হাজার পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার উদ্যোগ গ্রহন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মানবিক সহায়তার তালিকায় মতলব উত্তরের গজরা ইউনিয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালিকা যাচাই করে দেখা গেছে, হাবিবুর রহমানের ছেলে জসিম দেওয়ানের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে চাঁদপুরের ইশানবালার জাহাঙ্গীর নামে এক লোকের (০১৮৩৩২৩৬৯২৫)। একই ওয়ার্ডের তালিকায় এখলাছপুর ইউনিয়নের ভোটার হাফেজ প্রধানের ছেলে বশিরের নাম দেওয়া হয়েছে (০১৬৩৯৫৬২১৮২)। এছাড়া আবু তালেব নামে এক ব্যক্তির নামও তালিকায় দেওয়া হয়েছে অথচ তিনি প্রায় ৩০ হাজার টাকা বেতনে গ্লাস ফ্যাক্টরিতে চাকুরী করেন। অথচ ওই ব্যক্তির এক ভাই দৃষ্টি প্রতিবন্ধী, তাকে দেওয়া হয়নি। এমন সব অনিয়মের মধ্য দিয়ে তালিকা করা হয়েছে। সজনপ্রীতি করতে গিয়ে এসব অনিয়মের সাথে ইউপি সদস্য মো. জাহিদ হোসেন জড়িত আছেন বলে অভিযোগ এলাকাবাসীর। এই ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের তালিকাও যাচাই প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে ৫নং ওয়ার্ড মেম্বার মো. জাহিদ হোসেন বলেন, মানবিক সহায়তার তালিকায় আমি কোন অনিয়ম করিনি। যাদের নাম দেওয়া হয়েছে, তারা পাওয়ার যোগ্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখলাছপুরের যে ভোটার সে এই এলাকাতেই থাকে। তাকে চৌকিদারী করের আওতায় আনা হয়েছে। গজরা ইউনিয়ন পরিষদের সচিব মো. মহিউদ্দিন সোহেল বলেন, মানবিক সহায়তার তালিকা ওয়ার্ড মেম্বারগণ করেছেন। প্রাথমিক তালিকা করার পর পূণরায় যাচাই করে তালিকা পাঠানো হয়েছে। মেম্বার যেই নাম দিয়েছে আমরা তা-ই চুড়ান্ত করেছি। এ ব্যাপারে কথা বলার জন্য ইউপি চেয়ারম্যান মো. হানিফ দর্জিকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও পাওয়া যায় নি। উপজেলা নিবার্হী কর্মকর্তা এএম জহিরুল হায়াত বলেন, মানবিক সহায়তার তালিকায় অনিয়মের কোন অভিযোগ এখনো পাইনি। যদি কোন ইউনিয়নের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়, তাহলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জেলা প্রশাসক মহোদয়কেও অবগত করবো।

Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গজরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ

আপডেট টাইম ০৮:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

আমিনুল ইসলাম আল-আমিন  মতলব উত্তর প্রতিনিধি ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে সরকারের মানবিক সহায়তার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীতে অসহায় পরিবার ও নি¤œ মধ্যবিত্ত ৫০ হাজার পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার উদ্যোগ গ্রহন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মানবিক সহায়তার তালিকায় মতলব উত্তরের গজরা ইউনিয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালিকা যাচাই করে দেখা গেছে, হাবিবুর রহমানের ছেলে জসিম দেওয়ানের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে চাঁদপুরের ইশানবালার জাহাঙ্গীর নামে এক লোকের (০১৮৩৩২৩৬৯২৫)। একই ওয়ার্ডের তালিকায় এখলাছপুর ইউনিয়নের ভোটার হাফেজ প্রধানের ছেলে বশিরের নাম দেওয়া হয়েছে (০১৬৩৯৫৬২১৮২)। এছাড়া আবু তালেব নামে এক ব্যক্তির নামও তালিকায় দেওয়া হয়েছে অথচ তিনি প্রায় ৩০ হাজার টাকা বেতনে গ্লাস ফ্যাক্টরিতে চাকুরী করেন। অথচ ওই ব্যক্তির এক ভাই দৃষ্টি প্রতিবন্ধী, তাকে দেওয়া হয়নি। এমন সব অনিয়মের মধ্য দিয়ে তালিকা করা হয়েছে। সজনপ্রীতি করতে গিয়ে এসব অনিয়মের সাথে ইউপি সদস্য মো. জাহিদ হোসেন জড়িত আছেন বলে অভিযোগ এলাকাবাসীর। এই ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের তালিকাও যাচাই প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে ৫নং ওয়ার্ড মেম্বার মো. জাহিদ হোসেন বলেন, মানবিক সহায়তার তালিকায় আমি কোন অনিয়ম করিনি। যাদের নাম দেওয়া হয়েছে, তারা পাওয়ার যোগ্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখলাছপুরের যে ভোটার সে এই এলাকাতেই থাকে। তাকে চৌকিদারী করের আওতায় আনা হয়েছে। গজরা ইউনিয়ন পরিষদের সচিব মো. মহিউদ্দিন সোহেল বলেন, মানবিক সহায়তার তালিকা ওয়ার্ড মেম্বারগণ করেছেন। প্রাথমিক তালিকা করার পর পূণরায় যাচাই করে তালিকা পাঠানো হয়েছে। মেম্বার যেই নাম দিয়েছে আমরা তা-ই চুড়ান্ত করেছি। এ ব্যাপারে কথা বলার জন্য ইউপি চেয়ারম্যান মো. হানিফ দর্জিকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও পাওয়া যায় নি। উপজেলা নিবার্হী কর্মকর্তা এএম জহিরুল হায়াত বলেন, মানবিক সহায়তার তালিকায় অনিয়মের কোন অভিযোগ এখনো পাইনি। যদি কোন ইউনিয়নের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়, তাহলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জেলা প্রশাসক মহোদয়কেও অবগত করবো।