ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ

কোটা সংস্কার আন্দোলন বিএনপি-জামায়াতের চক্রান্তে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, চলমান কোটা সংস্কার আন্দোলন বিএনপি-জামায়াতের চক্রান্তে পরিণত হয়েছে। তারা দেশের স্থিতিশীলতা ও অগ্রগতি বিঘ্নিত করতে চায়।

তিনি বলেন, ‘কোটা সংস্কারের চলমান আন্দোলন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কলুষিত হয়েছে। এসব ২০১৪ সালে বিএনপি-জামায়াতের সংঘটিত সহিংসতার অনুরূপ।’

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনৈতিকদের ব্রিফিংকালে মাহমুদ আলী বলেন, সরকারি চাকরিতে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের জনগোষ্ঠীর সামগ্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে ১৯৭২ সালে দেশে কোটা পদ্ধতি চালু করা হয়।

তিনি বলেন, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি করতে নারী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘু এবং মুক্তিযোদ্ধাদের সন্তানসন্ততি ও বংশধরদের জন্য কোটা চালু করা হয়।
মাহমুদ আলী বলেন, তবে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগকৃত কর্মকর্তাদের অধিকাংশ নিয়োগ করা হয় মেধা তালিকা থেকে। তিনি বলেন, ২০১২ সালে অনুষ্ঠিত ৩৩তম বিসিএসে ৭৭ দশমিক ৪ শতাংশ, ২০১৫ সালে অনুষ্ঠিত ৩৫তম বিসিএসে ৬৩ দশমিক ৬৯ শতাংশ এবং ২০১৬ সালে অনুষ্ঠিত ৩৬তম বিসিএসে ৭০ দশমিক ৩৮ শতাংশ কর্মকর্তা মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাসের পরেও একটি স্বার্থান্বেষী মহল এই আন্দোলন ‘হাইজ্যাক’ করে নেয় এবং ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এ প্রসঙ্গে কূটনৈতিক কোরের কিছু সদস্যের দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী হতাশা ব্যক্ত করেন।

মাহমুদ আলী বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে বলেন, দেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ।
ব্রিফিংয়ে তিনি অবহিত করেন যে, জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার পরিষদে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে থার্ড সাইকেল অব ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিওতে ১০৫টি মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের প্রশংসা করে।
আর্থসামাজিক খাতে সরকারের উল্লেখযোগ্য সাফল্য প্রসঙ্গে তিনি সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশকে ‘অর্থনৈতিক বিস্ময়’ বলে মন্তব্য করেছেন।
রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমিতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও প্রায় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে সামলাতে বাংলাদেশকে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক, বহু সাংস্কৃতিক, বহুজাতিক, বহু ধর্মীয়, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

কোটা সংস্কার আন্দোলন বিএনপি-জামায়াতের চক্রান্তে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম ০৭:০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮

ররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, চলমান কোটা সংস্কার আন্দোলন বিএনপি-জামায়াতের চক্রান্তে পরিণত হয়েছে। তারা দেশের স্থিতিশীলতা ও অগ্রগতি বিঘ্নিত করতে চায়।

তিনি বলেন, ‘কোটা সংস্কারের চলমান আন্দোলন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কলুষিত হয়েছে। এসব ২০১৪ সালে বিএনপি-জামায়াতের সংঘটিত সহিংসতার অনুরূপ।’

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনৈতিকদের ব্রিফিংকালে মাহমুদ আলী বলেন, সরকারি চাকরিতে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের জনগোষ্ঠীর সামগ্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে ১৯৭২ সালে দেশে কোটা পদ্ধতি চালু করা হয়।

তিনি বলেন, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি করতে নারী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘু এবং মুক্তিযোদ্ধাদের সন্তানসন্ততি ও বংশধরদের জন্য কোটা চালু করা হয়।
মাহমুদ আলী বলেন, তবে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগকৃত কর্মকর্তাদের অধিকাংশ নিয়োগ করা হয় মেধা তালিকা থেকে। তিনি বলেন, ২০১২ সালে অনুষ্ঠিত ৩৩তম বিসিএসে ৭৭ দশমিক ৪ শতাংশ, ২০১৫ সালে অনুষ্ঠিত ৩৫তম বিসিএসে ৬৩ দশমিক ৬৯ শতাংশ এবং ২০১৬ সালে অনুষ্ঠিত ৩৬তম বিসিএসে ৭০ দশমিক ৩৮ শতাংশ কর্মকর্তা মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাসের পরেও একটি স্বার্থান্বেষী মহল এই আন্দোলন ‘হাইজ্যাক’ করে নেয় এবং ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এ প্রসঙ্গে কূটনৈতিক কোরের কিছু সদস্যের দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী হতাশা ব্যক্ত করেন।

মাহমুদ আলী বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে বলেন, দেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ।
ব্রিফিংয়ে তিনি অবহিত করেন যে, জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার পরিষদে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে থার্ড সাইকেল অব ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিওতে ১০৫টি মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের প্রশংসা করে।
আর্থসামাজিক খাতে সরকারের উল্লেখযোগ্য সাফল্য প্রসঙ্গে তিনি সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশকে ‘অর্থনৈতিক বিস্ময়’ বলে মন্তব্য করেছেন।
রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমিতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও প্রায় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে সামলাতে বাংলাদেশকে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক, বহু সাংস্কৃতিক, বহুজাতিক, বহু ধর্মীয়, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।