ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন বগুড়ায় চাঞ্চ্যল্যকর শিশু বন্ধনকে গলাকেটে হত্যার মূল রহস্য উদঘাটন গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন প্রাণীসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান –অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কৃষকের স্বপ্ন ভেঙ্গে চুরমার বৈশ্বিক দূর্যোগের মধ্যে অবার প্রাকৃতিক দূর্যোগ শিলবৃষ্টির তুফানে তান্ডবে ঘরবাড়ী ও কৃষকের সকল জমির ফসল

মোহাম্মদ মনির হোসাইন,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:,মুরাদনগর উপজেলার ২২ ইউনিয়নে সারা বিশ্বের বৈশ্বিক দুর্যোগের মধ্যে আবার প্রাকৃতিক দুর্যোগ শিলা বৃষ্টি তুফানে তাণ্ডব  সকল জমির ফসল ও বাড়িঘর, ধান থেকে বীজ ,বীজ থেকে চারা , চারা  থেকে গাছ , তারপর রোপন,  নিরানি  সার ,পানি, কীটনাশক সবকিছু শেষে কৃষকের গোলায় এখন পাকা ধান তোলার পালা। কৃষক যখন পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখছেন ঠিক তখনি মাথার উপর থেকে নেমে আসে হঠাৎ বৈশাখী ঝড় ও শিলবৃষ্টি। শনিবার সন্ধায় ৬ঃ৫০মিনিটে  কালবৈশাখী ঝড়ের সাথে একটানা মুষলধারে শিলাবৃষ্টি বর্ষিত হয়। এতে ঘরবাড়ি ,দোকান পাটের টিনের চালা, ফসলি মাঠ, ও গাছপালার ব্যাপত ক্ষতি হয়েছে।এ সময় মুরাদনগরে মাটি ও মানুষের নেতা সংসদ সদস্য জননেতা আলহাজ্ব ইউসুফ  আবদুল্লাহ হারুন এফসিএ মুরাদনগর উপজেলার ২২ টি ইউনিয়নের সকল জনসাধারণের খোঁজখবর নেন,সকল  ফসল জমি ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের সকল প্রকার সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যাপক উদ্যোগ হাতে  নিয়েছেন।
কোভিড-১৯ কারনে দেশে চলছে নিরভ দূর্ভিক্ষ। সরকার ও কৃষিস্প্রসারন অধিদপ্তরের পক্ষ বলা হচ্ছে  এক খন্ড মাটি যেন খালি না থাকে। এই মাটিতে ফলানো ফসলই চলমান দূর্ভিক্ষ থেকে পরিত্রান পেতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
ইরি বুরো এদেশের কৃষকের একটি বড় স্বপ্ন। এই ফসলটা ঘরে তোলার জন্য কৃষক যখন তীর্থের কাক হয়ে অপেক্ষা করছিল ঠিক তখনই কালবৈশাখী ঝড় ও শিলবৃষ্টির তান্ডব লিলায় নষ্ট হয়ে যায় কৃষকের ফসলি মাঠ।
মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এই ঝড় ও শিলবৃষ্টির কারনে ঢেউটিন ছিদ্র হয়ে ঘরে পানি পড়ছে। গাছপালা ভেঙ্গে বাড়ি-ঘর রাস্তার উপর পড়ে আছে। আচমকা শিলাবৃষ্টির পরে এই সব এলাকার বিঘার পর বিঘা জমির ফসল মাটির সঙ্গে মিশে গিয়েছে। গাছ থেকে ঝড়ে গেছে ধান। এগুলোর বাহিরেও কোন কোন এলাকায় তিল, মোগডাল, ভুট্টা ও পাটের কিছু ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। মুরাদনগর সদরের ইউনিয়ন, সহ হীরার কান্দা, দিলালপুর, ধনিরামপুর, ইউসুফ নগর, ঘোড়াশাল, ডুমুরিয়া, আলীরচর, করিমপুর,
দারোরা ইউনিয়ন  কাজিয়াতল সাতচূড়া, বড়াই মূড়া, কদম মূড়া ও লাটিয়ার বিলে নূন্যতম ৮ হাজার কানি ফসলের ব্যবপক ক্ষতি হয়েছে। এছাড়াও উপজেলার যাত্রাপুর , মোচাগড়া, নেয়ামতপুর. কামাল্লা. বাঙ্গরা, দৌলতপুর, ১৪নং নবীপুর পূর্ব, ১৫নং নবীপুর পশ্চিম, টনকী , চাপিতলা , রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্নগ্রামে কৃষি ও ঘরবাড়ীর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ সরকার  জানান-গতকালের শিলাবৃষ্টির কারনে উপজেলার প্রায় ৪০টি গ্রামের টিনের চাল দোকাপাট ও ফসলের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন বলেন, আমাদের মাঠে এখন হারভেস্টার করার মত ফসল আছে ধান ও ভূট্টা । গতকালের শিলাবৃষ্টির কারনে মুরাদনগর উপজেলায় ৫% বুরো ধানের ক্ষতি হতে পারে। শাকসবজিসহ অন্যান্য ফসল ১-২% ক্ষতি হয়েছে। এদিকে উপসহকারী কৃষিকর্মতাদের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে যেই জমির ৮০% ধান পাকা ধরেছে তা কেটে ফেলে ঘরে তোলার জন্য পরামর্শ দেন।
দৈনিক জাতীয় মাতৃভূমির খবর,
Tag :

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে

কৃষকের স্বপ্ন ভেঙ্গে চুরমার বৈশ্বিক দূর্যোগের মধ্যে অবার প্রাকৃতিক দূর্যোগ শিলবৃষ্টির তুফানে তান্ডবে ঘরবাড়ী ও কৃষকের সকল জমির ফসল

আপডেট টাইম ০৫:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
মোহাম্মদ মনির হোসাইন,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:,মুরাদনগর উপজেলার ২২ ইউনিয়নে সারা বিশ্বের বৈশ্বিক দুর্যোগের মধ্যে আবার প্রাকৃতিক দুর্যোগ শিলা বৃষ্টি তুফানে তাণ্ডব  সকল জমির ফসল ও বাড়িঘর, ধান থেকে বীজ ,বীজ থেকে চারা , চারা  থেকে গাছ , তারপর রোপন,  নিরানি  সার ,পানি, কীটনাশক সবকিছু শেষে কৃষকের গোলায় এখন পাকা ধান তোলার পালা। কৃষক যখন পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখছেন ঠিক তখনি মাথার উপর থেকে নেমে আসে হঠাৎ বৈশাখী ঝড় ও শিলবৃষ্টি। শনিবার সন্ধায় ৬ঃ৫০মিনিটে  কালবৈশাখী ঝড়ের সাথে একটানা মুষলধারে শিলাবৃষ্টি বর্ষিত হয়। এতে ঘরবাড়ি ,দোকান পাটের টিনের চালা, ফসলি মাঠ, ও গাছপালার ব্যাপত ক্ষতি হয়েছে।এ সময় মুরাদনগরে মাটি ও মানুষের নেতা সংসদ সদস্য জননেতা আলহাজ্ব ইউসুফ  আবদুল্লাহ হারুন এফসিএ মুরাদনগর উপজেলার ২২ টি ইউনিয়নের সকল জনসাধারণের খোঁজখবর নেন,সকল  ফসল জমি ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের সকল প্রকার সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যাপক উদ্যোগ হাতে  নিয়েছেন।
কোভিড-১৯ কারনে দেশে চলছে নিরভ দূর্ভিক্ষ। সরকার ও কৃষিস্প্রসারন অধিদপ্তরের পক্ষ বলা হচ্ছে  এক খন্ড মাটি যেন খালি না থাকে। এই মাটিতে ফলানো ফসলই চলমান দূর্ভিক্ষ থেকে পরিত্রান পেতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
ইরি বুরো এদেশের কৃষকের একটি বড় স্বপ্ন। এই ফসলটা ঘরে তোলার জন্য কৃষক যখন তীর্থের কাক হয়ে অপেক্ষা করছিল ঠিক তখনই কালবৈশাখী ঝড় ও শিলবৃষ্টির তান্ডব লিলায় নষ্ট হয়ে যায় কৃষকের ফসলি মাঠ।
মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এই ঝড় ও শিলবৃষ্টির কারনে ঢেউটিন ছিদ্র হয়ে ঘরে পানি পড়ছে। গাছপালা ভেঙ্গে বাড়ি-ঘর রাস্তার উপর পড়ে আছে। আচমকা শিলাবৃষ্টির পরে এই সব এলাকার বিঘার পর বিঘা জমির ফসল মাটির সঙ্গে মিশে গিয়েছে। গাছ থেকে ঝড়ে গেছে ধান। এগুলোর বাহিরেও কোন কোন এলাকায় তিল, মোগডাল, ভুট্টা ও পাটের কিছু ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। মুরাদনগর সদরের ইউনিয়ন, সহ হীরার কান্দা, দিলালপুর, ধনিরামপুর, ইউসুফ নগর, ঘোড়াশাল, ডুমুরিয়া, আলীরচর, করিমপুর,
দারোরা ইউনিয়ন  কাজিয়াতল সাতচূড়া, বড়াই মূড়া, কদম মূড়া ও লাটিয়ার বিলে নূন্যতম ৮ হাজার কানি ফসলের ব্যবপক ক্ষতি হয়েছে। এছাড়াও উপজেলার যাত্রাপুর , মোচাগড়া, নেয়ামতপুর. কামাল্লা. বাঙ্গরা, দৌলতপুর, ১৪নং নবীপুর পূর্ব, ১৫নং নবীপুর পশ্চিম, টনকী , চাপিতলা , রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্নগ্রামে কৃষি ও ঘরবাড়ীর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ সরকার  জানান-গতকালের শিলাবৃষ্টির কারনে উপজেলার প্রায় ৪০টি গ্রামের টিনের চাল দোকাপাট ও ফসলের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন বলেন, আমাদের মাঠে এখন হারভেস্টার করার মত ফসল আছে ধান ও ভূট্টা । গতকালের শিলাবৃষ্টির কারনে মুরাদনগর উপজেলায় ৫% বুরো ধানের ক্ষতি হতে পারে। শাকসবজিসহ অন্যান্য ফসল ১-২% ক্ষতি হয়েছে। এদিকে উপসহকারী কৃষিকর্মতাদের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে যেই জমির ৮০% ধান পাকা ধরেছে তা কেটে ফেলে ঘরে তোলার জন্য পরামর্শ দেন।
দৈনিক জাতীয় মাতৃভূমির খবর,