ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেস বিজ্ঞপ্তি (২০ এপ্রিল ২০২৪ ) —————————————- ১৫ দিনের ঈদযাত্রায় ২৯৪ প্রাণের মৃত্যুমিছিল : সেভ দ্য রোড চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বশর ভূঁইয়া পরিষদের ঈদ পুনমিলনী অনুষ্ঠিত ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে নৃশংসভাবে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামি আশারুল শেখ এবং তার প্রধান সহযোগী ইলিয়াস শেখ ও খায়রুল শেখ’কে ফরিদপুরের ভাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন বগুড়ায় চাঞ্চ্যল্যকর শিশু বন্ধনকে গলাকেটে হত্যার মূল রহস্য উদঘাটন গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন প্রাণীসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান –অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর

কুয়াকাটায় বাড়ছে পর্যটক, আসছে বিনিয়োগকারী


আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতকে ১৯৯৮ সালে পর্যটন নগরী হিসেবে ঘোষণা করে সরকার। তারপর থেকেই দেশ-বিদেশের বিভিন্ন ভ্রমণপিপাসুর কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই সৈকত। যে কারণে সাগরকন্যা হিসেবে খ্যাতি লাভ করতে থাকে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা এই নগরী। তবে পর্যটন নগরী ঘোষণা হওয়ার পর থেকে পর্যটকদের আগমনের যে সংখ্যা ছিল তা কয়েকগুণ বেড়েছে পদ্মা সেতু উদ্বোধনের পরে। পর্যটক বাড়ার সঙ্গে কুয়াকাটায় ছোট-বড় বিনিয়োগও বেড়েছে।
বছরের সাধারণত নভেম্বর থেকে জুন পর্যন্ত সময়কে পর্যটন মৌসুম বিবেচনা করা হলেও গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরে পর্যটকদের ঢল নামে কুয়াকাটায়। মৌসুমে যে পর্যটকের আগমন ঘটে তার কয়েকগুণ বেশি পর্যটক এরইমধ্যে কুয়াকাটায় এসেছেন বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। এদিকে, কুয়াকাটায় দুই-তিনদিন সময় নিয়ে ভ্রমণে এলেও সুযোগ পর্যাপ্ত -সুবিধা বা বিনোদন স্পট না থাকায় একদিন পরই পর্যটকদের ফিরে যেতে হয়। এ কারণে কুয়াকাটায় নতুন নতুন পর্যটন স্পট নির্মাণের দাবি জানিয়েছেন আগত দর্শনার্থীরা। ফরিদপুর থেকে আসা পর্যটক সাইদুর রহমান বলেন, আমি এই প্রথম পরিবার নিয়ে কুয়াকাটায় এসেছি। কিন্তু কক্সবাজারে যাওয়া হয়েছে কয়েকবার। কুয়াকাটায় এসে একদিনে সবকিছু দেখা হয়েছে, এখন চলে যেতে হবে। কুয়াকাটায় যদি আরও নান্দনিক হোটেল-মোটেল বা বিনোদন স্পট তৈরি করা হয় তাহলে আরও পর্যটন বাড়বে।
কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা জানান, হঠাৎ কয়েকগুণ পর্যটক বাড়ায় আবাসিক হোটেল-মোটেলগুলোতে জায়গা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে সেই সংকট কাটিয়ে উঠতে বিনিয়োগকারীদের আগমনকে সাধুবাদ জানিয়েছেন তারা।পদ্মা সেতুর সুফল ভোগ করতে গত আগস্ট মাসে কুয়াকাটায় জমি কেনে মিয়াদ ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির পরিচালক ইব্রাহিম ওয়াহিদ বলেন, আসলে পদ্মা সেতু উদ্বোধনের পরে কুয়াকাটায় যে একটি আমূল পরিবর্তন এসেছে সে লক্ষ্যেই আমরা একটি হোটেল তৈরির কাজে হাত দিয়েছি। এরইমধ্যে ৪০ শতাংশ কাজ শেষ করেছি। আমাদের মতো অনেক বিনিয়োগকারী এখন কুয়াকাটায় আসছেন।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, পদ্মা সেতু হওয়ার পরে কুয়াকাটার সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ অনেক সহজ হয়েছে। যে কারণে পর্যটকদের আগমনও বাড়তে শুরু করে। সংখ্যা বৃদ্ধির কারণে অনেক সময় হোটেলের বাইরে কাছাকাছি বাসাবাড়িতেও মাঝে মাঝে পর্যটকদের আশ্রয় দিতে হয়। তিনি আরও বলেন, পর্যটকদের আগমনের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারী বাড়ার কারণে দ্রুত কুয়াকাটার একটি বড় পরিবর্তন আসবে এটা বলতে পারি।
পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক চেম্বার অব কমার্সের পরিচালক অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ বলেন, শেখ হাসিনা দক্ষিণের মাটিকে ভালোবাসায় পদ্মা সেতুসহ বেশকিছু উন্নয়নের কাজ দৃশ্যমান। তার সবচেয়ে বেশি সুফল কুয়াকাটায়। দেশের বড় বড় বিনিয়োগকারী আজ কুয়াকাটায় আসছেন। এটি বড় একটি সুখবর বলবো। তবে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সমাধান করবো। কুয়াকাটা একটি আন্তর্জাতিক মানের সৈকতে পরিণত হবে বলে আশা করি।###

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি (২০ এপ্রিল ২০২৪ ) —————————————- ১৫ দিনের ঈদযাত্রায় ২৯৪ প্রাণের মৃত্যুমিছিল : সেভ দ্য রোড

কুয়াকাটায় বাড়ছে পর্যটক, আসছে বিনিয়োগকারী

আপডেট টাইম ০২:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২


আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতকে ১৯৯৮ সালে পর্যটন নগরী হিসেবে ঘোষণা করে সরকার। তারপর থেকেই দেশ-বিদেশের বিভিন্ন ভ্রমণপিপাসুর কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই সৈকত। যে কারণে সাগরকন্যা হিসেবে খ্যাতি লাভ করতে থাকে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা এই নগরী। তবে পর্যটন নগরী ঘোষণা হওয়ার পর থেকে পর্যটকদের আগমনের যে সংখ্যা ছিল তা কয়েকগুণ বেড়েছে পদ্মা সেতু উদ্বোধনের পরে। পর্যটক বাড়ার সঙ্গে কুয়াকাটায় ছোট-বড় বিনিয়োগও বেড়েছে।
বছরের সাধারণত নভেম্বর থেকে জুন পর্যন্ত সময়কে পর্যটন মৌসুম বিবেচনা করা হলেও গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরে পর্যটকদের ঢল নামে কুয়াকাটায়। মৌসুমে যে পর্যটকের আগমন ঘটে তার কয়েকগুণ বেশি পর্যটক এরইমধ্যে কুয়াকাটায় এসেছেন বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। এদিকে, কুয়াকাটায় দুই-তিনদিন সময় নিয়ে ভ্রমণে এলেও সুযোগ পর্যাপ্ত -সুবিধা বা বিনোদন স্পট না থাকায় একদিন পরই পর্যটকদের ফিরে যেতে হয়। এ কারণে কুয়াকাটায় নতুন নতুন পর্যটন স্পট নির্মাণের দাবি জানিয়েছেন আগত দর্শনার্থীরা। ফরিদপুর থেকে আসা পর্যটক সাইদুর রহমান বলেন, আমি এই প্রথম পরিবার নিয়ে কুয়াকাটায় এসেছি। কিন্তু কক্সবাজারে যাওয়া হয়েছে কয়েকবার। কুয়াকাটায় এসে একদিনে সবকিছু দেখা হয়েছে, এখন চলে যেতে হবে। কুয়াকাটায় যদি আরও নান্দনিক হোটেল-মোটেল বা বিনোদন স্পট তৈরি করা হয় তাহলে আরও পর্যটন বাড়বে।
কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা জানান, হঠাৎ কয়েকগুণ পর্যটক বাড়ায় আবাসিক হোটেল-মোটেলগুলোতে জায়গা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে সেই সংকট কাটিয়ে উঠতে বিনিয়োগকারীদের আগমনকে সাধুবাদ জানিয়েছেন তারা।পদ্মা সেতুর সুফল ভোগ করতে গত আগস্ট মাসে কুয়াকাটায় জমি কেনে মিয়াদ ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির পরিচালক ইব্রাহিম ওয়াহিদ বলেন, আসলে পদ্মা সেতু উদ্বোধনের পরে কুয়াকাটায় যে একটি আমূল পরিবর্তন এসেছে সে লক্ষ্যেই আমরা একটি হোটেল তৈরির কাজে হাত দিয়েছি। এরইমধ্যে ৪০ শতাংশ কাজ শেষ করেছি। আমাদের মতো অনেক বিনিয়োগকারী এখন কুয়াকাটায় আসছেন।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, পদ্মা সেতু হওয়ার পরে কুয়াকাটার সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ অনেক সহজ হয়েছে। যে কারণে পর্যটকদের আগমনও বাড়তে শুরু করে। সংখ্যা বৃদ্ধির কারণে অনেক সময় হোটেলের বাইরে কাছাকাছি বাসাবাড়িতেও মাঝে মাঝে পর্যটকদের আশ্রয় দিতে হয়। তিনি আরও বলেন, পর্যটকদের আগমনের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারী বাড়ার কারণে দ্রুত কুয়াকাটার একটি বড় পরিবর্তন আসবে এটা বলতে পারি।
পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক চেম্বার অব কমার্সের পরিচালক অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ বলেন, শেখ হাসিনা দক্ষিণের মাটিকে ভালোবাসায় পদ্মা সেতুসহ বেশকিছু উন্নয়নের কাজ দৃশ্যমান। তার সবচেয়ে বেশি সুফল কুয়াকাটায়। দেশের বড় বড় বিনিয়োগকারী আজ কুয়াকাটায় আসছেন। এটি বড় একটি সুখবর বলবো। তবে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সমাধান করবো। কুয়াকাটা একটি আন্তর্জাতিক মানের সৈকতে পরিণত হবে বলে আশা করি।###