ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ

কুমিল্লার দেবিদ্বারে বিদ্রোহীদের বরণ করে সমালোচনায় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক

* ১০ ইউপিতে নৌকার প্রার্থীদের পরাজয়ের নেপথ্যে কারা?

মনির খাঁন স্টাফ রিপোর্টার।

কুমিল্লার দেবিদ্বারে ১০ ইউপিতে নৌকার প্রার্থীদের পরাজয়ে নেপথ্যে কারা? আওয়ামীলীগের ঘাঁটি খ্যাত এ উপজেলায় কাদের ইন্দনে নৌকার প্রার্থীদের এমন ভরাডুবি? দলীয় কোন্দলের কারণেই কি দলীয় প্রার্থীদের এমন অপ্রত্যাশীত হার? কি কারণে নৌকার তিন প্রার্থী জামানত হারালেন? প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি অনেক ত্রুটি ছিল? এমন বেশ কিছু প্রশ্ন এখন তৃণমুল নেতাকর্মীদের মাঝে ঘুরপাক খাচ্ছে। এদিকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের বিরোধীতার কারণেই বেশীরভাগ নৌকার প্রার্থী পরাজিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে নৌকার বিদ্রোহীরা ভোটে জয়ী হওয়ার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাদেরকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন। এ নিয়ে নেটিজেনরা ফেসবুকে ব্যপক সমালোচনা করছে।
জানা যায়, দীর্ঘ কয়েক যুগ ধরে কুমিল্লার দেবিদ্বারে আওয়ামীলীগের সাংগঠনিক অবস্থা ছিল অনেকটাই নাজুক। কুমিল্লা-৪ দেবিদ্বারের এ আসন থেকে ২০১৪ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাজী মোহাম্মদ ফখরুল সংগঠনকে শক্তিশালী করার কাজে হাত দেন। পর্যায়ক্রমে ২০১৮ সালে দলের মনোনয়ন লাভ করে তিনি পূনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্যের সাংগঠনিক ব্যপক তৎপরতার মাধ্যমে এ উপজেলায় আওয়ামীলীগের দূর্গ গড়ে উঠে। রাজী ফখরুলের নেতৃত্বে সবকটি ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নুল আবেদীনের মৃত্যু হলে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারী উপ-নির্বাচনে আবুল কালাম আজাদ নির্বাচিত হন। এর কয়েক মাস আগে রোশন আলী মাস্টার কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের পদ লাভ করেন। তৃণমুল নেতাকর্মীরা জানান, রোশন মাস্টার এবং আবুল কালাম আজাদ পদ-পদবী লাভ করার পরই এ উপজেলায় আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করেন। যার ফলে শুরু হয় দলে অভ্যন্তরীন কোন্দল। এ উপজেলা আওয়ামীলীগের কোন্দলের বিষয়ে দলের হাইকমান্ডও অবগত রয়েছে। এসব কোন্দলের ফলে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে সঠিক প্রার্থীর পক্ষে সুপারিশ যায়নি এবং নির্বাচনে প্রার্থীদের ভরাডুবি হয়েছে বলে মনে করছে তৃণমুল নেতাকর্মীরা। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যরা কোন প্রার্থীর পক্ষে-বিপক্ষে কাজ করতে পারেনি। যার ফলে এ আসনের সংসদ সদস্য রাজী ফখরুল জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীনকে চিঠি দিয়ে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়টি আগেই অবগত করেন। কিন্ত পক্ষান্তরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এলাকায় অবস্থান করে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। তারা নৌকার পক্ষে কাজ করার অন্তরালে অধিকাংশ ইউনিয়নে নৌকার বিদ্রোহীদের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। তারা নৌকার বিদ্রোহীদের দমনের চেষ্টা না করে উল্টো তাদের পক্ষে কাজ করেছেন বলেও অভিযোগ করেছেন অনেক নৌকার প্রার্থী।
উপজেলার রসুলপুর ইউনিয়নে নৌকার পরাজিত প্রার্থী কামরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের বিরোধিতার কারণেই আমি পরাজিত হয়েছি। তিনি বলেন, ওই দুই নেতা আমার বিরুদ্ধে পরোক্ষভাবে অনেক ষড়যন্ত্র করেছে। উপজেলার মোহনপুর ইউপির পরাজিত নৌকার প্রার্থী মজিবুর রহমান বলেন, রোশন আলী এবং আবুল কালাম আজাদসহ তাদের অনুসারীরা কুটকৌশল করে আমাকে পরাজিত করেছে, তারা নৌকা ডুবিয়ে বিদ্রোহীদেরকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নিচ্ছে, এসব অপ-রাজনীতি কোন ভাবেই কাম্য নয়। উপজেলার জাফরগঞ্জ ইউপির নৌকার প্রার্থী আনোয়ার হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছে, কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ তাদের কর্মী সমর্থকরা নৌকার বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থীকে জয়ী করেছে। ওই দুই নেতার অপ-রাজনীতির কারণেই এ উপজেলায় বেশীরভাগ নৌকার ভরাডুবি হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে দেখা করে ফুল নিয়ে শুভেচ্ছা বিনিময় করা নৌকার বিদ্রোহী চেয়ারম্যানদের তালিকায় আছেন, ফতেহবাদ ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউনিয়নের জাহিদুল ইসলাম, রাজামেহার ইউনিয়নের জসিম উদ্দিন, সুবিল ইউনিয়নের গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার বলেন, আমরা যারা দলের পদ-পদবীতে আছি নৌকার বিদ্রোহীদের নিকট থেকে ফুল নেয়া কিংবা দেয়া উভয়টি আমাদের এড়িয়ে চলা উচিত ছিল। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার বলেন, ‘দলীয় কোন্দলের কারণে নৌকা পরাজিত হয়েছে তা অস্বীকার করছি না।’ তবে আমি কোন নৌকার প্রার্থীর বিরোধীতা করিনি, সকল নৌকা প্রার্থীর পক্ষ নিয়ে প্রতিটি ইউনিয়নে গিয়ে প্রচারণা চালিয়েছি, তিনি আরও বলেন, ‘এই ফুলের ভয়েই ফলাফল ঘোষণার পর থেকে আড়ালে থাকার চেষ্টা করছি, বিজয়ী বিদ্রোহীদের নিকট থেকে এভাবে ফুল নেয়ার বিষয় সম্পর্কে তিনিই (উপজেলা চেয়ারম্যান) ভাল বলতে পারবেন।’
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান, যারা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তারা সবাই আমার কাছে আসবে এটাই স্বাভাবিক, তারা এখন আমার পরিষদের সদস্য। তিনি বলেন, আমি কোন নৌকা প্রার্থীর বিপক্ষে কাজ করিনি।
তারিখ :- ০৯-০২-২২ ইং

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

কুমিল্লার দেবিদ্বারে বিদ্রোহীদের বরণ করে সমালোচনায় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক

আপডেট টাইম ০৬:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

* ১০ ইউপিতে নৌকার প্রার্থীদের পরাজয়ের নেপথ্যে কারা?

মনির খাঁন স্টাফ রিপোর্টার।

কুমিল্লার দেবিদ্বারে ১০ ইউপিতে নৌকার প্রার্থীদের পরাজয়ে নেপথ্যে কারা? আওয়ামীলীগের ঘাঁটি খ্যাত এ উপজেলায় কাদের ইন্দনে নৌকার প্রার্থীদের এমন ভরাডুবি? দলীয় কোন্দলের কারণেই কি দলীয় প্রার্থীদের এমন অপ্রত্যাশীত হার? কি কারণে নৌকার তিন প্রার্থী জামানত হারালেন? প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি অনেক ত্রুটি ছিল? এমন বেশ কিছু প্রশ্ন এখন তৃণমুল নেতাকর্মীদের মাঝে ঘুরপাক খাচ্ছে। এদিকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের বিরোধীতার কারণেই বেশীরভাগ নৌকার প্রার্থী পরাজিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে নৌকার বিদ্রোহীরা ভোটে জয়ী হওয়ার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাদেরকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন। এ নিয়ে নেটিজেনরা ফেসবুকে ব্যপক সমালোচনা করছে।
জানা যায়, দীর্ঘ কয়েক যুগ ধরে কুমিল্লার দেবিদ্বারে আওয়ামীলীগের সাংগঠনিক অবস্থা ছিল অনেকটাই নাজুক। কুমিল্লা-৪ দেবিদ্বারের এ আসন থেকে ২০১৪ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাজী মোহাম্মদ ফখরুল সংগঠনকে শক্তিশালী করার কাজে হাত দেন। পর্যায়ক্রমে ২০১৮ সালে দলের মনোনয়ন লাভ করে তিনি পূনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্যের সাংগঠনিক ব্যপক তৎপরতার মাধ্যমে এ উপজেলায় আওয়ামীলীগের দূর্গ গড়ে উঠে। রাজী ফখরুলের নেতৃত্বে সবকটি ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নুল আবেদীনের মৃত্যু হলে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারী উপ-নির্বাচনে আবুল কালাম আজাদ নির্বাচিত হন। এর কয়েক মাস আগে রোশন আলী মাস্টার কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের পদ লাভ করেন। তৃণমুল নেতাকর্মীরা জানান, রোশন মাস্টার এবং আবুল কালাম আজাদ পদ-পদবী লাভ করার পরই এ উপজেলায় আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করেন। যার ফলে শুরু হয় দলে অভ্যন্তরীন কোন্দল। এ উপজেলা আওয়ামীলীগের কোন্দলের বিষয়ে দলের হাইকমান্ডও অবগত রয়েছে। এসব কোন্দলের ফলে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে সঠিক প্রার্থীর পক্ষে সুপারিশ যায়নি এবং নির্বাচনে প্রার্থীদের ভরাডুবি হয়েছে বলে মনে করছে তৃণমুল নেতাকর্মীরা। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যরা কোন প্রার্থীর পক্ষে-বিপক্ষে কাজ করতে পারেনি। যার ফলে এ আসনের সংসদ সদস্য রাজী ফখরুল জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীনকে চিঠি দিয়ে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়টি আগেই অবগত করেন। কিন্ত পক্ষান্তরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এলাকায় অবস্থান করে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। তারা নৌকার পক্ষে কাজ করার অন্তরালে অধিকাংশ ইউনিয়নে নৌকার বিদ্রোহীদের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। তারা নৌকার বিদ্রোহীদের দমনের চেষ্টা না করে উল্টো তাদের পক্ষে কাজ করেছেন বলেও অভিযোগ করেছেন অনেক নৌকার প্রার্থী।
উপজেলার রসুলপুর ইউনিয়নে নৌকার পরাজিত প্রার্থী কামরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের বিরোধিতার কারণেই আমি পরাজিত হয়েছি। তিনি বলেন, ওই দুই নেতা আমার বিরুদ্ধে পরোক্ষভাবে অনেক ষড়যন্ত্র করেছে। উপজেলার মোহনপুর ইউপির পরাজিত নৌকার প্রার্থী মজিবুর রহমান বলেন, রোশন আলী এবং আবুল কালাম আজাদসহ তাদের অনুসারীরা কুটকৌশল করে আমাকে পরাজিত করেছে, তারা নৌকা ডুবিয়ে বিদ্রোহীদেরকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নিচ্ছে, এসব অপ-রাজনীতি কোন ভাবেই কাম্য নয়। উপজেলার জাফরগঞ্জ ইউপির নৌকার প্রার্থী আনোয়ার হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছে, কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ তাদের কর্মী সমর্থকরা নৌকার বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থীকে জয়ী করেছে। ওই দুই নেতার অপ-রাজনীতির কারণেই এ উপজেলায় বেশীরভাগ নৌকার ভরাডুবি হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে দেখা করে ফুল নিয়ে শুভেচ্ছা বিনিময় করা নৌকার বিদ্রোহী চেয়ারম্যানদের তালিকায় আছেন, ফতেহবাদ ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউনিয়নের জাহিদুল ইসলাম, রাজামেহার ইউনিয়নের জসিম উদ্দিন, সুবিল ইউনিয়নের গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার বলেন, আমরা যারা দলের পদ-পদবীতে আছি নৌকার বিদ্রোহীদের নিকট থেকে ফুল নেয়া কিংবা দেয়া উভয়টি আমাদের এড়িয়ে চলা উচিত ছিল। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার বলেন, ‘দলীয় কোন্দলের কারণে নৌকা পরাজিত হয়েছে তা অস্বীকার করছি না।’ তবে আমি কোন নৌকার প্রার্থীর বিরোধীতা করিনি, সকল নৌকা প্রার্থীর পক্ষ নিয়ে প্রতিটি ইউনিয়নে গিয়ে প্রচারণা চালিয়েছি, তিনি আরও বলেন, ‘এই ফুলের ভয়েই ফলাফল ঘোষণার পর থেকে আড়ালে থাকার চেষ্টা করছি, বিজয়ী বিদ্রোহীদের নিকট থেকে এভাবে ফুল নেয়ার বিষয় সম্পর্কে তিনিই (উপজেলা চেয়ারম্যান) ভাল বলতে পারবেন।’
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান, যারা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তারা সবাই আমার কাছে আসবে এটাই স্বাভাবিক, তারা এখন আমার পরিষদের সদস্য। তিনি বলেন, আমি কোন নৌকা প্রার্থীর বিপক্ষে কাজ করিনি।
তারিখ :- ০৯-০২-২২ ইং