ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন বগুড়ায় চাঞ্চ্যল্যকর শিশু বন্ধনকে গলাকেটে হত্যার মূল রহস্য উদঘাটন গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন প্রাণীসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান –অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কালিয়াকৈরে জমে ওঠেছে শীতের পোশাকের ক্রয় – বিক্রয়।

মোঃ তুষার আহম্মেদ কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জমে ওঠেছে শীত কালীন পোশাকের ক্রয়-বিক্রয় । সাপ্তাহিক শুক্রবার সরকারী বন্ধের দিনে এই হাট সকাল হতে সন্ধ্যা পর্যন্ত জাঁকজমকভাবে ক্রেতা ও বিক্রেতা দেখা যায় । এই হাটের কানাই কানাই পোশাকের নানান দোকান গড়ে ওঠেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ১০ টাকা হতে ৫০, ৬০,৮০,১০০,১২০,২০০ টাকা পর্যন্ত স্বল্প মূলে পাওয়া যায় নানান ধরনের ছোট ও বড়দের শীতের পোশাক অন্যদিকে, ৩০০ , ৪০০, ৫০০, ৬০০টাকায় ছোট হতে বড় মহিলা-পুরুষের দামী শীতের পোশাক পাওয়া যায়।
কালিয়াকৈরে রাকিব হোসেন জানান, গোলাম নবী মাঠে শীতের পোশাক কিনতে আসছি এখানে ৩০০ টাকায় ১ টি জ্যাকেট কিনছি। আরো দেখতাছি পছন্দ হলে আরো কিনবো,
মজিনা আক্তার জানান, প্রত্যেক বছরের মতনই এবারো শুক্রবারের হাটে শীতের জামা কাপড় কিনতে আসছি ছেলে মেয়ে, স্বামীকে নিয়ে। পছন্দ মতন পোশাক পাওয়া যায়, তাই আসি গোলাম নবী মাঠে।
বোডঘরের আসলাম মিয়া জানান, গোলাম নবী মাঠ হতে ১২০ ও ১৮০ টাকা দিয়ে দুইটি শীতের জামা কিনলাম।
চৌরাস্তার থেকে আসা সুমন হোসেন ( দোকানদার) তার বক্তব্যে জানান – আজ দ্বিতীয় সপ্তাহ চলছে, বেচা কেনা মোটামুটি । তবে শীত একটু বেশি হলে শীতের পোশাক বেশি বিক্রি করতে পারতাম।
কালিয়াকৈরের নাজমা আক্তার (দোকানদার) জানান- তের বছর ধরে কালিয়াকৈর হাট করি, জিনিস পএের দাম একটু বেশি হওয়ার কাস্টমার কিনছে কম, দেখছে বেশি।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে

কালিয়াকৈরে জমে ওঠেছে শীতের পোশাকের ক্রয় – বিক্রয়।

আপডেট টাইম ০৮:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

মোঃ তুষার আহম্মেদ কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জমে ওঠেছে শীত কালীন পোশাকের ক্রয়-বিক্রয় । সাপ্তাহিক শুক্রবার সরকারী বন্ধের দিনে এই হাট সকাল হতে সন্ধ্যা পর্যন্ত জাঁকজমকভাবে ক্রেতা ও বিক্রেতা দেখা যায় । এই হাটের কানাই কানাই পোশাকের নানান দোকান গড়ে ওঠেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ১০ টাকা হতে ৫০, ৬০,৮০,১০০,১২০,২০০ টাকা পর্যন্ত স্বল্প মূলে পাওয়া যায় নানান ধরনের ছোট ও বড়দের শীতের পোশাক অন্যদিকে, ৩০০ , ৪০০, ৫০০, ৬০০টাকায় ছোট হতে বড় মহিলা-পুরুষের দামী শীতের পোশাক পাওয়া যায়।
কালিয়াকৈরে রাকিব হোসেন জানান, গোলাম নবী মাঠে শীতের পোশাক কিনতে আসছি এখানে ৩০০ টাকায় ১ টি জ্যাকেট কিনছি। আরো দেখতাছি পছন্দ হলে আরো কিনবো,
মজিনা আক্তার জানান, প্রত্যেক বছরের মতনই এবারো শুক্রবারের হাটে শীতের জামা কাপড় কিনতে আসছি ছেলে মেয়ে, স্বামীকে নিয়ে। পছন্দ মতন পোশাক পাওয়া যায়, তাই আসি গোলাম নবী মাঠে।
বোডঘরের আসলাম মিয়া জানান, গোলাম নবী মাঠ হতে ১২০ ও ১৮০ টাকা দিয়ে দুইটি শীতের জামা কিনলাম।
চৌরাস্তার থেকে আসা সুমন হোসেন ( দোকানদার) তার বক্তব্যে জানান – আজ দ্বিতীয় সপ্তাহ চলছে, বেচা কেনা মোটামুটি । তবে শীত একটু বেশি হলে শীতের পোশাক বেশি বিক্রি করতে পারতাম।
কালিয়াকৈরের নাজমা আক্তার (দোকানদার) জানান- তের বছর ধরে কালিয়াকৈর হাট করি, জিনিস পএের দাম একটু বেশি হওয়ার কাস্টমার কিনছে কম, দেখছে বেশি।