ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“স্মার্ট সুদহারে বিপাকে ব্যবসায়ীরা ঢাকা মতিঝিলে ইসতেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড

কবিতা: বিষাদ কলমে

রুশো আরভি নয়ন

তুমি বলেছিলে নিজেকে গুছিয়ে নিতে। বিশাল অট্টালিকায় সাজানো ফার্নিচারের মতো গুছিয়ে নিতে। যার পুরোটা জুড়ে থাকবে শুধু কৃত্রিমতার প্রাচীর। আমি আজও নিজেকে গুছিয়ে উঠতে পারিনি। মাথায় উসকোখুসকো চুল আর শরীরে মোড়ানো ঢিলেঢালা টিশার্ট এখনো বয়ে বেড়াচ্ছি নির্দ্বিধায়। বিশ্বাস করো, এই আমিতে বিন্দুমাত্র খাদ নেই।

তুমি বলেছিলে, পায়ের তলার মাটিটা শক্ত করে নিতে। কংক্রিটের আদলে বাঁধিয়ে নিতে আমার স্ব-জমিন। আমি তা করে উঠতে পারিনি। আমার সঞ্চিত জমিনটুকু সেই আগের মতোই উর্বর রয়ে গেছে। যে উর্বরতায় ভালোবেসে গোলাপ ফোটে। বিশ্বাস করো এই মাটিতে বিন্দুমাত্র কংক্রিট নেই।

তুমি বলেছিলে, আমি বিষাদ! আমার পৃথিবীটা নাকি বিষণ্নতায় মোড়ানো এক চাদর। দেয়ালে টাঙানো পেইন্টিং এর মতো রাঙাতে বলেছিলে আমার মনের অলিগলি। সত্যি বলতে, আমার কাছে রাঙানোর মতো রঙ নেই। আমার কাছে রঙিন বলতে শুধু তুমি ছিলে। যা দিয়ে রাঙাতে চেয়েছিলাম আমার চলার পথটুকু। বিশ্বাস করো, এই চাওয়াতে বিন্দুমাত্র ভুল ছিল না।

Tag :

জনপ্রিয় সংবাদ

“স্মার্ট সুদহারে বিপাকে ব্যবসায়ীরা

কবিতা: বিষাদ কলমে

আপডেট টাইম ০৮:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১

রুশো আরভি নয়ন

তুমি বলেছিলে নিজেকে গুছিয়ে নিতে। বিশাল অট্টালিকায় সাজানো ফার্নিচারের মতো গুছিয়ে নিতে। যার পুরোটা জুড়ে থাকবে শুধু কৃত্রিমতার প্রাচীর। আমি আজও নিজেকে গুছিয়ে উঠতে পারিনি। মাথায় উসকোখুসকো চুল আর শরীরে মোড়ানো ঢিলেঢালা টিশার্ট এখনো বয়ে বেড়াচ্ছি নির্দ্বিধায়। বিশ্বাস করো, এই আমিতে বিন্দুমাত্র খাদ নেই।

তুমি বলেছিলে, পায়ের তলার মাটিটা শক্ত করে নিতে। কংক্রিটের আদলে বাঁধিয়ে নিতে আমার স্ব-জমিন। আমি তা করে উঠতে পারিনি। আমার সঞ্চিত জমিনটুকু সেই আগের মতোই উর্বর রয়ে গেছে। যে উর্বরতায় ভালোবেসে গোলাপ ফোটে। বিশ্বাস করো এই মাটিতে বিন্দুমাত্র কংক্রিট নেই।

তুমি বলেছিলে, আমি বিষাদ! আমার পৃথিবীটা নাকি বিষণ্নতায় মোড়ানো এক চাদর। দেয়ালে টাঙানো পেইন্টিং এর মতো রাঙাতে বলেছিলে আমার মনের অলিগলি। সত্যি বলতে, আমার কাছে রাঙানোর মতো রঙ নেই। আমার কাছে রঙিন বলতে শুধু তুমি ছিলে। যা দিয়ে রাঙাতে চেয়েছিলাম আমার চলার পথটুকু। বিশ্বাস করো, এই চাওয়াতে বিন্দুমাত্র ভুল ছিল না।