ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে-লায়ন মোঃ গনি মিয়া বাবুল। গজারিয়া বালুয়াকান্দি ইউনিয়নে সিকদার পরিবারে আমিরুল ইসলাম এর সর্মথনে আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল চসিকের ৬ ষ্ঠ নির্বাচিত পরিষদের ৩৮ তম সাধারণ সভায় মশা কমাতে কার্যক্রম বাড়াবে : মেয়র রেজাউল “বিড়ি শিল্পে ট্যাক্স প্রত্যাহারসহ চার দাবিতে রংপুর শ্রমিকদের মানববন্ধন” ইন্দুরকানী প্রেসক্লাবে ইফতার মাহফিল বরিশাল চকবাজার এবায়দুল্লাহ মসজিদে অগ্নিকান্ড। টাঙ্গাইলে দৈনিক সকালের সময় পত্রিকার পাঠক ফোরাম গঠিত চট্টগ্রাম পাহাড়তলীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে জালনোটসহ প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ রমজান মাসের পবিত্রতা লঙ্ঘন করছে নারায়ণগঞ্জ চিশতিয়া বাউল সমিত

উড়ানে ভয়, ৬ ঘণ্টার সড়কযাত্রা মাশরাফি–তামিমের

মাতৃভূমির খবর ডেস্ক : ছোট উড়োজাহাজে চড়তে ভয় তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার। এদিকে অকল্যান্ড থেকে নেপিয়ারের আকাশপথে বড় উড়োজাহাজও নেই। অগত্যা বাংলাদেশের দুই ক্রিকেট তারকা বেছে নিলেন ৬ ঘণ্টার সড়কপথই। অথচ উড়োজাহাজে সে পথ মাত্র এক ঘণ্টার!

উড়ানে ভয় তামিমের জন্য নতুন কিছু নয়। বাংলাদেশের এই মারকুটে ওপেনার মাঠে যতই সাহসী হন না কেন, আকাশযাত্রায় তিনি বেশ ভীতই হয়ে পড়েন। দেশের মধ্যেও চট্টগ্রাম থেকে ঢাকা কিংবা অন্য কোনো শহরে যেতে তিনি বড় উড়োজাহাজের ফ্লাইট বেছে নেন। মাশরাফিও নিউজিল্যান্ডে ছোট বিমানের বাম্পিংকে বড় ভয় করেন।

নিউজিল্যান্ডের পত্রিকা স্টাফ তামিম ও মাশরাফির এই সড়কযাত্রার কাহিনি তুলে ধরে লিখেছে, ‘দুজনই অনেকবার নিউজিল্যান্ড সফর করেছেন। তামিম এর আগেও এই উড়োজাহাজে চড়েছেন। কিন্তু মনে হচ্ছে, ছোট উড়োজাহাজে করে আঞ্চলিক রুটের এই আকাশযাত্রায় তাঁরা এখনো ভয় পান।’

নিউজিল্যান্ডে বাতাসের একটা ব্যাপার আছে। দেশটিতে প্রায় সব ধরনের উড়োজাহাজেই ঝাঁকুনি খুব সাধারণ ঘটনা। এটি ওয়েলিংটনেই বেশি হয়। এই ঝাঁকুনিকেই ভয় মাশরাফি-তামিমের। অকল্যান্ড থেকে ওয়েলিংটনে উড়োজাহাজ পরিবর্তন করেই নেপিয়ারে যেতে হয় দেখেই কাল এই দুই তারকা সড়কযাত্রার ধকলকেই শ্রেয় মনে করেছেন। ২০১৭ সালের সবশেষ নিউজিল্যান্ড সফরেও এ দুজন একইভাবে সড়কযাত্রা বেছে নিয়েছিলেন।

তামিম-মাশরাফি ভয় পেলেও তাঁদের অন্য দুই সঙ্গী রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন উড়োজাহাজে করেই নেপিয়ার পৌঁছান। এবার কয়েকটি দলে ভাগ হয়ে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন মাশরাফিরা।

সূত্র : প্রথমআলো

Tag :

জনপ্রিয় সংবাদ

রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে-লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

উড়ানে ভয়, ৬ ঘণ্টার সড়কযাত্রা মাশরাফি–তামিমের

আপডেট টাইম ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯

মাতৃভূমির খবর ডেস্ক : ছোট উড়োজাহাজে চড়তে ভয় তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার। এদিকে অকল্যান্ড থেকে নেপিয়ারের আকাশপথে বড় উড়োজাহাজও নেই। অগত্যা বাংলাদেশের দুই ক্রিকেট তারকা বেছে নিলেন ৬ ঘণ্টার সড়কপথই। অথচ উড়োজাহাজে সে পথ মাত্র এক ঘণ্টার!

উড়ানে ভয় তামিমের জন্য নতুন কিছু নয়। বাংলাদেশের এই মারকুটে ওপেনার মাঠে যতই সাহসী হন না কেন, আকাশযাত্রায় তিনি বেশ ভীতই হয়ে পড়েন। দেশের মধ্যেও চট্টগ্রাম থেকে ঢাকা কিংবা অন্য কোনো শহরে যেতে তিনি বড় উড়োজাহাজের ফ্লাইট বেছে নেন। মাশরাফিও নিউজিল্যান্ডে ছোট বিমানের বাম্পিংকে বড় ভয় করেন।

নিউজিল্যান্ডের পত্রিকা স্টাফ তামিম ও মাশরাফির এই সড়কযাত্রার কাহিনি তুলে ধরে লিখেছে, ‘দুজনই অনেকবার নিউজিল্যান্ড সফর করেছেন। তামিম এর আগেও এই উড়োজাহাজে চড়েছেন। কিন্তু মনে হচ্ছে, ছোট উড়োজাহাজে করে আঞ্চলিক রুটের এই আকাশযাত্রায় তাঁরা এখনো ভয় পান।’

নিউজিল্যান্ডে বাতাসের একটা ব্যাপার আছে। দেশটিতে প্রায় সব ধরনের উড়োজাহাজেই ঝাঁকুনি খুব সাধারণ ঘটনা। এটি ওয়েলিংটনেই বেশি হয়। এই ঝাঁকুনিকেই ভয় মাশরাফি-তামিমের। অকল্যান্ড থেকে ওয়েলিংটনে উড়োজাহাজ পরিবর্তন করেই নেপিয়ারে যেতে হয় দেখেই কাল এই দুই তারকা সড়কযাত্রার ধকলকেই শ্রেয় মনে করেছেন। ২০১৭ সালের সবশেষ নিউজিল্যান্ড সফরেও এ দুজন একইভাবে সড়কযাত্রা বেছে নিয়েছিলেন।

তামিম-মাশরাফি ভয় পেলেও তাঁদের অন্য দুই সঙ্গী রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন উড়োজাহাজে করেই নেপিয়ার পৌঁছান। এবার কয়েকটি দলে ভাগ হয়ে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন মাশরাফিরা।

সূত্র : প্রথমআলো