ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে-লায়ন মোঃ গনি মিয়া বাবুল। গজারিয়া বালুয়াকান্দি ইউনিয়নে সিকদার পরিবারে আমিরুল ইসলাম এর সর্মথনে আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল চসিকের ৬ ষ্ঠ নির্বাচিত পরিষদের ৩৮ তম সাধারণ সভায় মশা কমাতে কার্যক্রম বাড়াবে : মেয়র রেজাউল “বিড়ি শিল্পে ট্যাক্স প্রত্যাহারসহ চার দাবিতে রংপুর শ্রমিকদের মানববন্ধন” ইন্দুরকানী প্রেসক্লাবে ইফতার মাহফিল বরিশাল চকবাজার এবায়দুল্লাহ মসজিদে অগ্নিকান্ড। টাঙ্গাইলে দৈনিক সকালের সময় পত্রিকার পাঠক ফোরাম গঠিত চট্টগ্রাম পাহাড়তলীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে জালনোটসহ প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ রমজান মাসের পবিত্রতা লঙ্ঘন করছে নারায়ণগঞ্জ চিশতিয়া বাউল সমিত

উদ্বোধনের এক বছরেও চালু হয়নি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র

আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় গত বছর আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র দুটি একসঙ্গে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই আলীপুর কেন্দ্রটি চালু হলেও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু হয়নি। ফলে বঞ্চিত হচ্ছেন এলাকার মৎস্য ব্যবসায়ী ও মৎস্য খাত-সংশ্লিষ্টরা। তবে, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু না হওয়ার কারণ হিসাবে জেলে ও মৎস্য নেতাদের স্বদিচ্ছার অভাবকে দুষছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
জানা যায়, ২০১২ সালে মহিপুর ও আলিপুরে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় বিএফডিসি। তবে জমি অধিগ্রহণ করতেই তাদের সময় লাগে চার বছর। ২০১৬ সালে স্থাপনা নির্মাণের কাজ শুরু করে সংস্থাটি। নির্মাণকাজ শেষে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র দুটি উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা যায়, আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে পুরোদমে জেলে ও পাইকারদের হাঁক-ডাকে সরগরম থাকলেও নিরব, নিস্তব্ধ মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। কেন্দ্রের ওয়ার্কশন সেটে কয়েকজন জেলেকে জাল মেরামত করতে দেখা যায়। এছাড়া মাছ ট্রলার থেকে নামানোর জন্য উন্নত মানের পন্টুন ও গ্যাংওয়ে, এক হাজার স্কয়ার ফুটের ওয়ার্কশন সেট, মাছ প্যাকেজিংয়ের স্থান, আড়তদারের অফিস রুম, স্যানিটেশন ও পয়োনিষ্কাশনের আধুনিক সুযোগ-সুবিধা, মাছ পরিবহনের জন্য তৈরি সাত হাজার বর্গফুটের ট্রাক স্ট্যান্ড সবকিছুই রয়েছে তালাবদ্ধ অবস্থায়।
মহিপুর মৎস্য বন্দরের জেলে বেল্লাল হোসেন দৈনিক মাতৃভূমির খবরকে জানান, উদ্বোধনের পর থেকে এটা পড়ে রয়েছে। মাঝে মধ্যে জেলেরা জাল মেরামত করে আর বাকি সময় কুকুর, ছাগলের দখলে থাকে। সরকার আমাদের সুবিধার জন্য এটা তৈরি করেছে কিন্তু চালু না হলে সুবিধা পাবো ক্যামনে? এটা যাতে দ্রুত চালু হয় সেই দাবি জানাই।
মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা দৈনিক মাতৃভূমির খবরকে বলেন, সরকার যে অবতরণ কেন্দ্র করে দিয়েছে সেখানে যেতে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু সেখানে যাওয়ার পরিবেশ এখন তৈরি হয়নি। তিনি বলেন, মহাসড়ক থেকে বিএফডিসি মার্কেট এক কিলোমিটারের দূরত্বে। কিন্তু এ রাস্তা দিয়ে পাশাপাশি দু’টি ট্রাক চলতে পারে না। আমরা ৮২ আড়তদার থাকলে জায়গা দিয়েছে ৪০ জনকে। এরকম প্রতিটি স্থানেই সংকট। তাই বন্দরের সার্বিক স্বার্থে আমরা সেখানে যেতে পারছি না।
তিনি আরও বলেন, ২০০২-০৩ সালের একটি পরিসংখ্যানের ভিত্তিতে মার্কেটটি তৈরি করে বিএফডিসি। কিন্তু বর্তমানে জেলে ও আড়তদার বেড়েছে। বিএফডিসি কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার বৈঠক করে সমস্যা তুলে ধরেছি। আশা করছি সমস্যা সমাধানে তারা দ্রুত কাজ করবে।
মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শাকিল আহমেদ জানান, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন হয়েছে কিন্তু অপারেশনে যেতে পারেনি। এজন্য বিএফডিসি কর্তৃপক্ষ মৎস্য বন্দর নেতাদের সঙ্গে বারবার বৈঠক করেছে। তবে নেতাদের স্বদিচ্ছার অভাব রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি খুব শিগগিরই অপারেশনে যেতে পারবো।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে-লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

উদ্বোধনের এক বছরেও চালু হয়নি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র

আপডেট টাইম ০৬:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় গত বছর আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র দুটি একসঙ্গে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই আলীপুর কেন্দ্রটি চালু হলেও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু হয়নি। ফলে বঞ্চিত হচ্ছেন এলাকার মৎস্য ব্যবসায়ী ও মৎস্য খাত-সংশ্লিষ্টরা। তবে, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু না হওয়ার কারণ হিসাবে জেলে ও মৎস্য নেতাদের স্বদিচ্ছার অভাবকে দুষছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
জানা যায়, ২০১২ সালে মহিপুর ও আলিপুরে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় বিএফডিসি। তবে জমি অধিগ্রহণ করতেই তাদের সময় লাগে চার বছর। ২০১৬ সালে স্থাপনা নির্মাণের কাজ শুরু করে সংস্থাটি। নির্মাণকাজ শেষে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র দুটি উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা যায়, আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে পুরোদমে জেলে ও পাইকারদের হাঁক-ডাকে সরগরম থাকলেও নিরব, নিস্তব্ধ মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। কেন্দ্রের ওয়ার্কশন সেটে কয়েকজন জেলেকে জাল মেরামত করতে দেখা যায়। এছাড়া মাছ ট্রলার থেকে নামানোর জন্য উন্নত মানের পন্টুন ও গ্যাংওয়ে, এক হাজার স্কয়ার ফুটের ওয়ার্কশন সেট, মাছ প্যাকেজিংয়ের স্থান, আড়তদারের অফিস রুম, স্যানিটেশন ও পয়োনিষ্কাশনের আধুনিক সুযোগ-সুবিধা, মাছ পরিবহনের জন্য তৈরি সাত হাজার বর্গফুটের ট্রাক স্ট্যান্ড সবকিছুই রয়েছে তালাবদ্ধ অবস্থায়।
মহিপুর মৎস্য বন্দরের জেলে বেল্লাল হোসেন দৈনিক মাতৃভূমির খবরকে জানান, উদ্বোধনের পর থেকে এটা পড়ে রয়েছে। মাঝে মধ্যে জেলেরা জাল মেরামত করে আর বাকি সময় কুকুর, ছাগলের দখলে থাকে। সরকার আমাদের সুবিধার জন্য এটা তৈরি করেছে কিন্তু চালু না হলে সুবিধা পাবো ক্যামনে? এটা যাতে দ্রুত চালু হয় সেই দাবি জানাই।
মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা দৈনিক মাতৃভূমির খবরকে বলেন, সরকার যে অবতরণ কেন্দ্র করে দিয়েছে সেখানে যেতে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু সেখানে যাওয়ার পরিবেশ এখন তৈরি হয়নি। তিনি বলেন, মহাসড়ক থেকে বিএফডিসি মার্কেট এক কিলোমিটারের দূরত্বে। কিন্তু এ রাস্তা দিয়ে পাশাপাশি দু’টি ট্রাক চলতে পারে না। আমরা ৮২ আড়তদার থাকলে জায়গা দিয়েছে ৪০ জনকে। এরকম প্রতিটি স্থানেই সংকট। তাই বন্দরের সার্বিক স্বার্থে আমরা সেখানে যেতে পারছি না।
তিনি আরও বলেন, ২০০২-০৩ সালের একটি পরিসংখ্যানের ভিত্তিতে মার্কেটটি তৈরি করে বিএফডিসি। কিন্তু বর্তমানে জেলে ও আড়তদার বেড়েছে। বিএফডিসি কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার বৈঠক করে সমস্যা তুলে ধরেছি। আশা করছি সমস্যা সমাধানে তারা দ্রুত কাজ করবে।
মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শাকিল আহমেদ জানান, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন হয়েছে কিন্তু অপারেশনে যেতে পারেনি। এজন্য বিএফডিসি কর্তৃপক্ষ মৎস্য বন্দর নেতাদের সঙ্গে বারবার বৈঠক করেছে। তবে নেতাদের স্বদিচ্ছার অভাব রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি খুব শিগগিরই অপারেশনে যেতে পারবো।