ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ

ইন্ডিয়াস নেক্সট টপ মডেল উর্বি

বিনোদন ডেস্ক :   ‘ইন্ডিয়াস নেক্সট টপ মডেল’ শোর চতুর্থ মৌসুমে বিজয়ী হলেন মুম্বাই কন্যা উর্বি শেঠি। এর মধ্য দিয়ে মডেলিংয়ে তারকা হওয়ার পথে এক পা এগোলেন এ সুন্দরী। এ বিজয়ে উচ্ছ্বসিত উর্বি। বলেছেন, এই শোতে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে তাঁর, যা জীবনের সেরাটা বের করে আনতে সাহায্য করবে।

বিজয়ী হিসেবে উর্বি শেঠি ‘ভায়াকম১৮’ ও ‘এক্সিড এন্টারটেইনমেন্টের’ সঙ্গে এক বছরের চুক্তি করবেন। এ ছাড়া ড্রিম ক্রুজের সার্বিক তত্ত্বাবধানে হংকংয়ে দুই রাত, তিনদিন ভ্রমণ করবেন তিনি। গোল্ডস জিমের ব্ল্যাক সদস্যপদও পাবেন তিনি।

ইন্ডিয়াস নেক্সট টপ মডেল সিজন-৪ ছিল এমন এক অভিজ্ঞতা, যা আমার ভেতরের শক্তি বের করে এনেছে এবং নিজের দুর্বলতাকে জয় করতে শিখিয়েছে, বলেন উর্বি।

আমার মা-বাবা ও এই শোর নির্মাতারা, যাঁরা আমার সেরাটা বের করে আনার সুযোগ করে দিয়েছেন, তাঁদের অবিরাম সহায়তা না পেলে এই বিজয় অর্জন সম্ভব হতো না, যোগ করেন উর্বি শেঠি।

উর্বির বিজয়ে উচ্ছ্বসিত এই শোর অন্যতম বিচারক ‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা অরোরা। তিনি বলেছেন, ‘এই শোর বিজয়ী হিসেবে উর্বিকে দেখে আমি সত্যিই গর্বিত।

উর্বি অন্যতম শক্তিশালী প্রতিযোগী, অসাধারণ পারফরম্যান্স করেছে সে। প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে সে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করত। আমি তার এই দিকটার খুব প্রশংসা করি, বলেন মালাইকা। প্রথম ও দ্বিতীয় রানার্স-আপ হয়েছেন যথাক্রমে নিশা যাদব ও রুশালি যাদব।

১৩ প্রতিযোগীর লড়াই শেষে বিজয়ী হিসেবে উর্বির নাম ঘোষণা করা হয়। এবারের থিম ছিল মোর দ্যান জাস্ট এ ফেস। এ মৌসুমে প্রতিযোগীদের শক্তিমত্তা ও রূপ দুটোই বিবেচনা করা হয়েছিল। প্রথমবারের মতো সিঙ্গাপুরে আয়োজিত হয় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

ইন্ডিয়াস নেক্সট টপ মডেল উর্বি

আপডেট টাইম ০১:১৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮

বিনোদন ডেস্ক :   ‘ইন্ডিয়াস নেক্সট টপ মডেল’ শোর চতুর্থ মৌসুমে বিজয়ী হলেন মুম্বাই কন্যা উর্বি শেঠি। এর মধ্য দিয়ে মডেলিংয়ে তারকা হওয়ার পথে এক পা এগোলেন এ সুন্দরী। এ বিজয়ে উচ্ছ্বসিত উর্বি। বলেছেন, এই শোতে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে তাঁর, যা জীবনের সেরাটা বের করে আনতে সাহায্য করবে।

বিজয়ী হিসেবে উর্বি শেঠি ‘ভায়াকম১৮’ ও ‘এক্সিড এন্টারটেইনমেন্টের’ সঙ্গে এক বছরের চুক্তি করবেন। এ ছাড়া ড্রিম ক্রুজের সার্বিক তত্ত্বাবধানে হংকংয়ে দুই রাত, তিনদিন ভ্রমণ করবেন তিনি। গোল্ডস জিমের ব্ল্যাক সদস্যপদও পাবেন তিনি।

ইন্ডিয়াস নেক্সট টপ মডেল সিজন-৪ ছিল এমন এক অভিজ্ঞতা, যা আমার ভেতরের শক্তি বের করে এনেছে এবং নিজের দুর্বলতাকে জয় করতে শিখিয়েছে, বলেন উর্বি।

আমার মা-বাবা ও এই শোর নির্মাতারা, যাঁরা আমার সেরাটা বের করে আনার সুযোগ করে দিয়েছেন, তাঁদের অবিরাম সহায়তা না পেলে এই বিজয় অর্জন সম্ভব হতো না, যোগ করেন উর্বি শেঠি।

উর্বির বিজয়ে উচ্ছ্বসিত এই শোর অন্যতম বিচারক ‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা অরোরা। তিনি বলেছেন, ‘এই শোর বিজয়ী হিসেবে উর্বিকে দেখে আমি সত্যিই গর্বিত।

উর্বি অন্যতম শক্তিশালী প্রতিযোগী, অসাধারণ পারফরম্যান্স করেছে সে। প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে সে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করত। আমি তার এই দিকটার খুব প্রশংসা করি, বলেন মালাইকা। প্রথম ও দ্বিতীয় রানার্স-আপ হয়েছেন যথাক্রমে নিশা যাদব ও রুশালি যাদব।

১৩ প্রতিযোগীর লড়াই শেষে বিজয়ী হিসেবে উর্বির নাম ঘোষণা করা হয়। এবারের থিম ছিল মোর দ্যান জাস্ট এ ফেস। এ মৌসুমে প্রতিযোগীদের শক্তিমত্তা ও রূপ দুটোই বিবেচনা করা হয়েছিল। প্রথমবারের মতো সিঙ্গাপুরে আয়োজিত হয় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।