ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ” –মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ। “মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ চট্টগ্রামে সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন … লালমনিরহাটে বৃষ্টির জন‍্য বিশেষ নামাজ আদায় মিছিল ও শোডাউন করায় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মানিক দর্জিকে শোকজ –গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব । চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ইষ্টার্ণ হাউজিংয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের উপর হামলা

আলিসের হ্যাটট্রিকে ঢাকা ডায়নামাইটসের জয়

স্পোর্টস ডেস্ক :  আলিসের হ্যাটট্রিকে দুর্দান্ত জয়ে পেয়েছে জয় ঢাকা ডায়নামাইটস। লক্ষ্যটা বেশ বড়ই, ১৮৪ রান। আসরের অন্যতম ফেভারিট দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এই রান তাড়া করে জেতা খুব একটা সহজ নয়। কিন্তু প্রতিপক্ষ দলটি যে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। গতবারের চ্যাম্পিয়নদের শুরুটা ভালো না হলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রুশোর ব্যাট হাতের অসাধারণ দৃঢ়তায় ম্যাচে জয়ের একেবারেই কাছাকাছি চলে গিয়েছিল রংপুর। রংপুর রাইডার্সের বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করেছে ঢাকা ডায়নামাইটস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানে হেরে যায় রংপুর রাইডার্স। কিন্তু তরুণ স্পিনার অ্যালিস ইসলামের এক হ্যাটট্রিকে ম্যাচের চিত্রটাই পাল্টে যায়। স্নায়ুক্ষয়ী ম্যাচে শেষ পর্যন্ত সাকিবের ঢাকা মাত্র ২ রানে জয় তুলে নেয়।

আজ শুক্রবার মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকার টানা তৃতীয় জয়। ঢাকার হয়ে হ্যাটট্রিক করা আলিস নেন ৪ উইকেট। এছাড়া দুই উইকেট নেন নারাইন। একটি করে উইকেট নেন সাকিব, রাসেল ও হোম।

গতবারের চ্যাম্পিয়ন রংপুর এর আগে তিন ম্যাচ খেলে দুটিতে জয় ও একটিতে হেরেছে। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায় ঢাকা ডায়নামাইটস।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ডায়নাইমাটস

২০ ওভারে ১৮৩/৯ (জাজাই ১, নারাইন ৮, রনি ১৮, সাকিব ৩৬, মিজানুর ১৫, পোলার্ড ৬২, রাসেল ২৩, শুভাগত ৩, সোহান ৪, রুবেল ১*; মাশরাফি ৪-০-২২-১, সোহাগ ৩-০-২৮-২, শফিউল ৪-০-৩৫-৩, অপু ২-০-৩৪-০, রেজা ৩-০-৩২-১, হাওয়েল ৪-০-২৫-২)।

রংপুর রাইডার্স

২০ ওভারে ১৮১/৯ (মারুফ ১০, গেইল ৮, রুশো ৮৩, মিঠুন ৪৯, বোপারা ৩, হাওয়েল ১৩, মাশরাফি ০, ফরহাদ ০, সোহাগ ০, শফিউল ১০*, নাজমুল ১*; রাসেল ৩-০-২৬-১, রুবেল ৩-০-২৬-০, শুভাগত ২-০-২৭-১, সাকিব ৪-০-৩৫-১, নারাইন ৪-০-৪০-২, আল ইসলাম ৪-০-২৬-৪)।

Tag :

জনপ্রিয় সংবাদ

“২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ”

আলিসের হ্যাটট্রিকে ঢাকা ডায়নামাইটসের জয়

আপডেট টাইম ০১:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯

স্পোর্টস ডেস্ক :  আলিসের হ্যাটট্রিকে দুর্দান্ত জয়ে পেয়েছে জয় ঢাকা ডায়নামাইটস। লক্ষ্যটা বেশ বড়ই, ১৮৪ রান। আসরের অন্যতম ফেভারিট দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এই রান তাড়া করে জেতা খুব একটা সহজ নয়। কিন্তু প্রতিপক্ষ দলটি যে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। গতবারের চ্যাম্পিয়নদের শুরুটা ভালো না হলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রুশোর ব্যাট হাতের অসাধারণ দৃঢ়তায় ম্যাচে জয়ের একেবারেই কাছাকাছি চলে গিয়েছিল রংপুর। রংপুর রাইডার্সের বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করেছে ঢাকা ডায়নামাইটস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানে হেরে যায় রংপুর রাইডার্স। কিন্তু তরুণ স্পিনার অ্যালিস ইসলামের এক হ্যাটট্রিকে ম্যাচের চিত্রটাই পাল্টে যায়। স্নায়ুক্ষয়ী ম্যাচে শেষ পর্যন্ত সাকিবের ঢাকা মাত্র ২ রানে জয় তুলে নেয়।

আজ শুক্রবার মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকার টানা তৃতীয় জয়। ঢাকার হয়ে হ্যাটট্রিক করা আলিস নেন ৪ উইকেট। এছাড়া দুই উইকেট নেন নারাইন। একটি করে উইকেট নেন সাকিব, রাসেল ও হোম।

গতবারের চ্যাম্পিয়ন রংপুর এর আগে তিন ম্যাচ খেলে দুটিতে জয় ও একটিতে হেরেছে। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায় ঢাকা ডায়নামাইটস।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ডায়নাইমাটস

২০ ওভারে ১৮৩/৯ (জাজাই ১, নারাইন ৮, রনি ১৮, সাকিব ৩৬, মিজানুর ১৫, পোলার্ড ৬২, রাসেল ২৩, শুভাগত ৩, সোহান ৪, রুবেল ১*; মাশরাফি ৪-০-২২-১, সোহাগ ৩-০-২৮-২, শফিউল ৪-০-৩৫-৩, অপু ২-০-৩৪-০, রেজা ৩-০-৩২-১, হাওয়েল ৪-০-২৫-২)।

রংপুর রাইডার্স

২০ ওভারে ১৮১/৯ (মারুফ ১০, গেইল ৮, রুশো ৮৩, মিঠুন ৪৯, বোপারা ৩, হাওয়েল ১৩, মাশরাফি ০, ফরহাদ ০, সোহাগ ০, শফিউল ১০*, নাজমুল ১*; রাসেল ৩-০-২৬-১, রুবেল ৩-০-২৬-০, শুভাগত ২-০-২৭-১, সাকিব ৪-০-৩৫-১, নারাইন ৪-০-৪০-২, আল ইসলাম ৪-০-২৬-৪)।