ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন বগুড়ায় চাঞ্চ্যল্যকর শিশু বন্ধনকে গলাকেটে হত্যার মূল রহস্য উদঘাটন গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন প্রাণীসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান –অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আলফাডাঙ্গায় কিশোর আশিক রানা হত্যার চুড়ান্ত প্রতিবেদন দাখিল।

স্টাফ রিপোর্টারঃআলফাডাঙ্গা প্রতিদিন

ফরিদপুর, ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) ফরিদপুর কর্তৃক আলফাডাঙ্গার কলেজ ছাত্র আসিক রানা হত্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানাযায় গত ১৫/৮/২০ রাত ১টা৩০মিনিটের দিকে উপজেলার বানা ইউনিয়নের কুটুরা কান্দি গ্রামের আলমগীর শেখের ছেলে বানা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মামলার বাদী জাহাঙ্গীর হোসেনের ভাতিজা ফরিদপুর মুসলিম কলেজের ২য় বর্ষের ছাত্র আশিক রানা (১৯) এর লাশ পার্শবর্তি হারুন শরীফের ভবন থেকে তার কন্যা মারিয়া খানম(১৬) এর বেড রুমের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা দিয়ে ঝুলানো অবস্থা থেকে উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন মামলার আইও এস,আই, স্বপন কুমার লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরন করেন। গত ১৭/০৭/২০২০ইং, তাং আলফাডাঙ্গা থানার ওসি মোঃ রেজাউল করিম মামলাটি দায়ের করেন এবং এসআই স্বপন কুমারকে মামলার দায়িত্ব দেন।তিনি ৫৫দিন শেষে চুড়ান্ত রিপোর্ট (মিথ্যা) নং ৯ তারিখ ১২/১০/২০ দাখিল করেন। দাখিল কৃত তদন্তের বিরুদ্বে বাদী নারাজী দিলে মামলাটি গত ৬/১২/২০২০ ইং আদালত পুলিশ সুপার পিবিআই ফরিদপুর বরাবর প্রেরন করেন।পরে পিবিআই,ফরিদপুর স্বারক নং ৩৭৩ তাং ১১/১২/২০২০ ইং মূলে গ্রহণ করে এবং পিবিআই হেডকোয়াটার স্বারক নং –পিবিআই/মামলা/২০২০/১২০১ সিআরও(পূর্ব)তাং-২০/১২/২০২০ ইং মূলে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল মনজুরকে দায়িত্ব দেওয়া হয়।পরে তিনি মামলার তদন্ত শেষে আসামী শরীফ হারনর রশিদ,মারিয়া খানম,সবুজ শরীফ,নজরুল ইসলাম,তাহাজ্জত শরীফ,নিজাম শরীফ ও শাখাওয়াত শরীফ পরষ্পরের সহযোগিতায় অপরাধটি সংগঠিত করেছে। আসামীদের উক্ত অপরাধ পেনাল কোড ৩০৬/১০৯ ধারার অপরাধ।উক্ত তদন্ত ফলাফলের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে ৩০৬/১০৯ পেনাল কোডের ধারায় অভিযোগপত্র দাখিল করেন্ সাক্ষ্য স্বারকলিপির উপর। পিবিআই হেঃকোঃ স্বারক নং পিবিআই/মামলা/২০২১/৩৭৮/সিআরও(পূর্ব) তারিখ ৩০/০৫/২১মূলে অনুমোদন পেয়ে মারিয়া খানম(১৬) বয়স ১৮বছরের নিম্নে হওয়ায় পৃথকভাবে কিশোর আদালতে তাহার বিচার প্রার্থনা জানিয়ে তাহার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানার অত্র অভিযোগ পত্র নং ৫৯(ক) তারিখ ২৫/৬/২১ ধারা ৩০৬ পেনাল কোড দাখিল করেন।আসামী সবুজ(১৯),হারুন শরীফ (৫৪),নজরুল শরীফ (৪২),শাখাওয়াত শরীফ(৩০),তাহাজ্জত শরীফ(৫০) ও নিজাম শরীফ (৩৫) এর বিরুদ্ধে পেনাল কোড ৩০৬/১০৯ ধারায় আলফাডাঙ্গা থানার ৫৯নং অভিযোগ পত্রটি গত ২৫/০৬/২১ তারিখে আদালতে দাখিল করা হয়েছে। তবে উক্ত প্রতিবেদন এর প্রতি আস্থা রেখে মামলার বাদী আশিক রানার চাচা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান আমি আদালতের নিকট পূর্ণ ময়না তদন্তের জন্য আবেদন করেছি আশা করছি আদালত মঞ্জুর করবেন।

Tag :

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে

আলফাডাঙ্গায় কিশোর আশিক রানা হত্যার চুড়ান্ত প্রতিবেদন দাখিল।

আপডেট টাইম ০২:২৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১

স্টাফ রিপোর্টারঃআলফাডাঙ্গা প্রতিদিন

ফরিদপুর, ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) ফরিদপুর কর্তৃক আলফাডাঙ্গার কলেজ ছাত্র আসিক রানা হত্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানাযায় গত ১৫/৮/২০ রাত ১টা৩০মিনিটের দিকে উপজেলার বানা ইউনিয়নের কুটুরা কান্দি গ্রামের আলমগীর শেখের ছেলে বানা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মামলার বাদী জাহাঙ্গীর হোসেনের ভাতিজা ফরিদপুর মুসলিম কলেজের ২য় বর্ষের ছাত্র আশিক রানা (১৯) এর লাশ পার্শবর্তি হারুন শরীফের ভবন থেকে তার কন্যা মারিয়া খানম(১৬) এর বেড রুমের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা দিয়ে ঝুলানো অবস্থা থেকে উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন মামলার আইও এস,আই, স্বপন কুমার লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরন করেন। গত ১৭/০৭/২০২০ইং, তাং আলফাডাঙ্গা থানার ওসি মোঃ রেজাউল করিম মামলাটি দায়ের করেন এবং এসআই স্বপন কুমারকে মামলার দায়িত্ব দেন।তিনি ৫৫দিন শেষে চুড়ান্ত রিপোর্ট (মিথ্যা) নং ৯ তারিখ ১২/১০/২০ দাখিল করেন। দাখিল কৃত তদন্তের বিরুদ্বে বাদী নারাজী দিলে মামলাটি গত ৬/১২/২০২০ ইং আদালত পুলিশ সুপার পিবিআই ফরিদপুর বরাবর প্রেরন করেন।পরে পিবিআই,ফরিদপুর স্বারক নং ৩৭৩ তাং ১১/১২/২০২০ ইং মূলে গ্রহণ করে এবং পিবিআই হেডকোয়াটার স্বারক নং –পিবিআই/মামলা/২০২০/১২০১ সিআরও(পূর্ব)তাং-২০/১২/২০২০ ইং মূলে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল মনজুরকে দায়িত্ব দেওয়া হয়।পরে তিনি মামলার তদন্ত শেষে আসামী শরীফ হারনর রশিদ,মারিয়া খানম,সবুজ শরীফ,নজরুল ইসলাম,তাহাজ্জত শরীফ,নিজাম শরীফ ও শাখাওয়াত শরীফ পরষ্পরের সহযোগিতায় অপরাধটি সংগঠিত করেছে। আসামীদের উক্ত অপরাধ পেনাল কোড ৩০৬/১০৯ ধারার অপরাধ।উক্ত তদন্ত ফলাফলের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে ৩০৬/১০৯ পেনাল কোডের ধারায় অভিযোগপত্র দাখিল করেন্ সাক্ষ্য স্বারকলিপির উপর। পিবিআই হেঃকোঃ স্বারক নং পিবিআই/মামলা/২০২১/৩৭৮/সিআরও(পূর্ব) তারিখ ৩০/০৫/২১মূলে অনুমোদন পেয়ে মারিয়া খানম(১৬) বয়স ১৮বছরের নিম্নে হওয়ায় পৃথকভাবে কিশোর আদালতে তাহার বিচার প্রার্থনা জানিয়ে তাহার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানার অত্র অভিযোগ পত্র নং ৫৯(ক) তারিখ ২৫/৬/২১ ধারা ৩০৬ পেনাল কোড দাখিল করেন।আসামী সবুজ(১৯),হারুন শরীফ (৫৪),নজরুল শরীফ (৪২),শাখাওয়াত শরীফ(৩০),তাহাজ্জত শরীফ(৫০) ও নিজাম শরীফ (৩৫) এর বিরুদ্ধে পেনাল কোড ৩০৬/১০৯ ধারায় আলফাডাঙ্গা থানার ৫৯নং অভিযোগ পত্রটি গত ২৫/০৬/২১ তারিখে আদালতে দাখিল করা হয়েছে। তবে উক্ত প্রতিবেদন এর প্রতি আস্থা রেখে মামলার বাদী আশিক রানার চাচা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান আমি আদালতের নিকট পূর্ণ ময়না তদন্তের জন্য আবেদন করেছি আশা করছি আদালত মঞ্জুর করবেন।