ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেতু না থাকায় দুই উপজেলার বাসিন্দারা বছরের পর বছর দুর্ভোগ ইন্দুরকানী উপজেলা নির্বাচনে ১০ মনোনায়ন জমা, ০১ জন বিএনপি কুমিল্লায় অষ্টমী স্নানোৎসবে ভক্ত পূণ্যার্থী ঢল মুলাদী আড়িয়াল খাঁ নদীতে ডুবে যাওয়া দুই বোনের মৃতদেহ উদ্ধার। বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে বিশ্বাস মুতিউর রহমান বাদশা। কুমিল্লার চার উপজেলায় চেয়ারম্যান পদে লড়বেন ১৪ জন প্রার্থী গজারিয়ায় ৩ হেভিওয়েটসহ চেয়ারম্যান পদে ৫,ভাইস চেয়ারম্যান পদে ৪,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ নারায়ণগঞ্জে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ফিরিঙ্গিবাজারে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন হাজার টাকা দেয়ার ঘোষণা মেয়রের গজারিয়ায় অজ্ঞাত তরুনীর রক্তাত লাশ উদ্ধার

আর্জেন্টিনার রংয়ে নিজের বসতঘর রাঙ্গালেন রোমান হাসেন ভান্টি!

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আল আমিন হোসেন

“বাবার সাথে আর্জেন্টিনার খেলা দেখতাম,সে থেকেই আর্জেন্টিনার সমর্থক”
ফুটবল খেলা মানেই উত্তেজনা ঘোল ঘোল আনন্দ উৎসব। সে খেলায় নিজের পচন্দের দলের সমর্থনে থাকে ব্যাপক আগ্রম। প্রিয় দল কিংবা প্রিয় খেলোয়ারের প্রতি ভালোবাসা প্রকাশে যখণ সবাই ব্যাস্ত সময় পার করছেন। তখনই নিজের বসতঘর প্রিয়দল আর্জেন্টিনা পতাকার রংয়ে রাঙ্গিয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয় সৈয়দ আলী বেপারী বাড়ীর রোমান হোসেন ভান্টি।
আলোচিত রোমান হোসেন ভান্টি দৈনিক কালবেলার প্রতিনিধি’কে মোবাইল ফোনের মাধ্যমে জানান, আমার বাবা ম্যারাডোনার খেলা ভালোবাসতেন। আমরা দুইভাই একবোন বাবার সাথে আর্জেন্টিনার খেলা দেখতাম।সেই ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।
রোমান হোসেন ভান্টির চাচা শাহাদাৎ হোসেন বলেন, রোমান ছোট বেলা থেকেই পুটবল প্রেমী। আমরা যখন ব্রাজিল বনাব আর্জেন্টিনা নাম দিয়ে টুনামেন্ট আয়োজন করতাম তখন থেকেই রোমান হোসেন ভান্টি আর্জেন্টিনাকে পচন্দ করে। আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসার বর্হিপ্রকাশ থেকেই নিজ বসতঘর প্রিয় দলের পতাকা রংয়ে রাঙ্গিয়েছেন।আক্তার বেপারী বলেন, আামদের গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশী আমরা আর্জেন্টিনার সমর্থক। শাহ পরান বলেন,আমরা গ্রামবাসী আর্জেন্টিনাকে ভালোবাসি মেসিকে ভালোবাসি,একারনেই এঘরটি প্রিয় দলের পতাকার রংয়ে রাঙ্গানো হয়েছে। রিয়াজুল হাই রিয়াজ বলেন, আর্জেন্টিনার পতাকা দিয়ে তার ঘরটিকে রাঙ্গিয়ে আলোড়ন সৃষ্টি করেছে,স্থাণীয় ইউপি সদস্য তুহিন হোসেন বলেন,আর্জেন্টিনার পতাকা দিয়ে নিজঘর সাজানোর কারনে আমি তাকে ধন্যবাদ জানাই, তার দল যেন বিজয়ী হয় সে কামনা করি।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতু না থাকায় দুই উপজেলার বাসিন্দারা বছরের পর বছর দুর্ভোগ

আর্জেন্টিনার রংয়ে নিজের বসতঘর রাঙ্গালেন রোমান হাসেন ভান্টি!

আপডেট টাইম ০৭:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আল আমিন হোসেন

“বাবার সাথে আর্জেন্টিনার খেলা দেখতাম,সে থেকেই আর্জেন্টিনার সমর্থক”
ফুটবল খেলা মানেই উত্তেজনা ঘোল ঘোল আনন্দ উৎসব। সে খেলায় নিজের পচন্দের দলের সমর্থনে থাকে ব্যাপক আগ্রম। প্রিয় দল কিংবা প্রিয় খেলোয়ারের প্রতি ভালোবাসা প্রকাশে যখণ সবাই ব্যাস্ত সময় পার করছেন। তখনই নিজের বসতঘর প্রিয়দল আর্জেন্টিনা পতাকার রংয়ে রাঙ্গিয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয় সৈয়দ আলী বেপারী বাড়ীর রোমান হোসেন ভান্টি।
আলোচিত রোমান হোসেন ভান্টি দৈনিক কালবেলার প্রতিনিধি’কে মোবাইল ফোনের মাধ্যমে জানান, আমার বাবা ম্যারাডোনার খেলা ভালোবাসতেন। আমরা দুইভাই একবোন বাবার সাথে আর্জেন্টিনার খেলা দেখতাম।সেই ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।
রোমান হোসেন ভান্টির চাচা শাহাদাৎ হোসেন বলেন, রোমান ছোট বেলা থেকেই পুটবল প্রেমী। আমরা যখন ব্রাজিল বনাব আর্জেন্টিনা নাম দিয়ে টুনামেন্ট আয়োজন করতাম তখন থেকেই রোমান হোসেন ভান্টি আর্জেন্টিনাকে পচন্দ করে। আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসার বর্হিপ্রকাশ থেকেই নিজ বসতঘর প্রিয় দলের পতাকা রংয়ে রাঙ্গিয়েছেন।আক্তার বেপারী বলেন, আামদের গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশী আমরা আর্জেন্টিনার সমর্থক। শাহ পরান বলেন,আমরা গ্রামবাসী আর্জেন্টিনাকে ভালোবাসি মেসিকে ভালোবাসি,একারনেই এঘরটি প্রিয় দলের পতাকার রংয়ে রাঙ্গানো হয়েছে। রিয়াজুল হাই রিয়াজ বলেন, আর্জেন্টিনার পতাকা দিয়ে তার ঘরটিকে রাঙ্গিয়ে আলোড়ন সৃষ্টি করেছে,স্থাণীয় ইউপি সদস্য তুহিন হোসেন বলেন,আর্জেন্টিনার পতাকা দিয়ে নিজঘর সাজানোর কারনে আমি তাকে ধন্যবাদ জানাই, তার দল যেন বিজয়ী হয় সে কামনা করি।