ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

আনোয়ারায় সডক দুর্ঘটনায় নিহিত ১000p0

আনোয়ারায় সডক দুর্ঘটনায় নিহিত ১

চট্টগ্রাম আনোয়ারা সংবাদদাতাঃ

আনোয়ারা উপজেলা মধ্যরাতে সডক দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে আরমান হায়দার৷( ২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এই ঘটনায় গুরুতর আহত হয় আরো দুই মোটরসাইকেল আরোহী তারা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে আনোয়ারা উপজেলা ৬নং বারখাইন ইউনিয়ন সরকার হাট এলাকায় পিএবি সডকে এদৃর্ঘটনা ঘটে। নিহত আরমান হায়দার কর্ণফুলী উপজেলা চর পাথর ঘাটা গ্রামের লোকমান হায়দারের ছেলে আহতরা হলেন রাউজান আকাশ দে(( ২৩) এবং জিইসি এলাকার ইমতিয়াজ আহমেদ (২২) প্রত্যাদশীরা জানায় রাত আনুমানিক ১১ টার দিকে বাঁশখালী দিক থেকে আসাএকটি মোটরসাইকেল তৈলদীপ সেতুর পুরাতন টোল বক্স এলাকায় সডকের গতিরোধ সাথে ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে আাসাএকটি যাএাবাহি বাসের চট্ট মেট্রো জ ০৫.০২৯১) সামনে ছিটকে পড়ে পিষ্ট হয় এতে আরমান ঘর্টনাস্হলেই মারা যান। গুরতর আহত অপর দু জনকে চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে পাঠানো হয় নিহত আরমানের স্বজনরা জানায় আরমান ও তার দুই বন্ধু সহ বাঁশখালী বৃহস্পতিবার একটি বিয়ে অনুষ্ঠানে যান সেখান থেকে ফেরার পথে আনোয়ারা উপজেলা সরকার হাট এলাকায় মোটরসাইকেল দৃরঘটায় আরমানের মৃত্যু হয় শনিবার সকাল এগারোটায় নামাজে জানাযার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। আনোয়ারা থানার ওসি দিদার ইসলাম শিকদার জানান গতকাল রাতে সরকার হাট এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয় অপর আরোহী গুরুতর আহত হয় খবর পেয়ে ঘটনাস্হলেপুলিশ গিয়ে তাদের উদ্ধার হাসপাতালে প্রোরণ করে
সড়কে বেপরোয়া গতির যানবাহন চলাচল বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী প্রতি কঠোর ব্যবস্হা নেওয়ার দাবি সাধারণ মানুষের।

Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আনোয়ারায় সডক দুর্ঘটনায় নিহিত ১000p0

আপডেট টাইম ০৯:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২

আনোয়ারায় সডক দুর্ঘটনায় নিহিত ১

চট্টগ্রাম আনোয়ারা সংবাদদাতাঃ

আনোয়ারা উপজেলা মধ্যরাতে সডক দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে আরমান হায়দার৷( ২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এই ঘটনায় গুরুতর আহত হয় আরো দুই মোটরসাইকেল আরোহী তারা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে আনোয়ারা উপজেলা ৬নং বারখাইন ইউনিয়ন সরকার হাট এলাকায় পিএবি সডকে এদৃর্ঘটনা ঘটে। নিহত আরমান হায়দার কর্ণফুলী উপজেলা চর পাথর ঘাটা গ্রামের লোকমান হায়দারের ছেলে আহতরা হলেন রাউজান আকাশ দে(( ২৩) এবং জিইসি এলাকার ইমতিয়াজ আহমেদ (২২) প্রত্যাদশীরা জানায় রাত আনুমানিক ১১ টার দিকে বাঁশখালী দিক থেকে আসাএকটি মোটরসাইকেল তৈলদীপ সেতুর পুরাতন টোল বক্স এলাকায় সডকের গতিরোধ সাথে ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে আাসাএকটি যাএাবাহি বাসের চট্ট মেট্রো জ ০৫.০২৯১) সামনে ছিটকে পড়ে পিষ্ট হয় এতে আরমান ঘর্টনাস্হলেই মারা যান। গুরতর আহত অপর দু জনকে চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে পাঠানো হয় নিহত আরমানের স্বজনরা জানায় আরমান ও তার দুই বন্ধু সহ বাঁশখালী বৃহস্পতিবার একটি বিয়ে অনুষ্ঠানে যান সেখান থেকে ফেরার পথে আনোয়ারা উপজেলা সরকার হাট এলাকায় মোটরসাইকেল দৃরঘটায় আরমানের মৃত্যু হয় শনিবার সকাল এগারোটায় নামাজে জানাযার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। আনোয়ারা থানার ওসি দিদার ইসলাম শিকদার জানান গতকাল রাতে সরকার হাট এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয় অপর আরোহী গুরুতর আহত হয় খবর পেয়ে ঘটনাস্হলেপুলিশ গিয়ে তাদের উদ্ধার হাসপাতালে প্রোরণ করে
সড়কে বেপরোয়া গতির যানবাহন চলাচল বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী প্রতি কঠোর ব্যবস্হা নেওয়ার দাবি সাধারণ মানুষের।