ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ “২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ” –মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ। “মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ চট্টগ্রামে সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন … লালমনিরহাটে বৃষ্টির জন‍্য বিশেষ নামাজ আদায় মিছিল ও শোডাউন করায় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মানিক দর্জিকে শোকজ

আটপাড়া উপজেলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন।

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার আটপাড়া উপজেলায় দুওজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম দুওজ এলাকায় নরসিন্দু খালের চরের সরকারী খাস জায়গায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছে নুরুল আমিন নামে স্থানীয় এক ব্যাক্তি ।

বালু উত্তোলনকারী বলেন,আমার জায়গা থেকে আমি বালু উঠাচ্ছি। আমার কাছে এর কাগজ ও আছে।
আপনাদের যা করার করেন,আমি বালু উঠাবো।এছাড়া আরও বলেন ,খালের পাড় ঘেঁষে তাদের জমি আছে বলে বালু উত্তোলন করছে ।

এদিকে দূওজ ইউনিয়নের ভূমি অফিসের নায়েব রফিকুল ইসলামকে বিষয়টি জানালে লোক পাঠান ও মেশিন বন্ধ করার জন্য বলেন।

আটপাড়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ৩০ জানুয়ারি সকাল ১২টায় ফোনে জানালে একদিন পার হলে ও কোন ব্যবস্থা নেননি। ২ দিন ধরে দুপুরেই অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে।

এলাকার কয়েকজনের সাথে কথা বললে তারা জানায়,২-৩ দিন যাবত ড্রেজারে বালু উঠাচ্ছে, তাকে কেউ কিছু বলতে গেলে শান্তিতে এলাকায় থাকতে পারবো না, তাই কেউ কিছু বলে না। আওয়ামী লীগের ক্ষমতা বলে এসব করে যাচ্ছে।

এদিকে সহকারী কমিশনার ভূমি বারবার আসার কথা বললে ও সরেজমিনে আসেননি তিনি জানান
, ইউনিয়নের নায়েবকে বলে দিয়েছি, করোনা পজিটিভ বলে জানান, তার পরেও মেশিন বন্ধ করে দেওয়ার কথা বলে দিচ্ছি। পরে এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নায়েবের সহকারী খায়রুল ইসলাম সরেজমিনে এসে সরকারি বা খাস জায়গা বলে চিহ্নিত করে তিনি বলেন,নরসিন্দু খাল প্রস্থে অনেক বড় হলেও বর্তমানে এর অর্ধেক হয়ে গেছে। যা আশেপাশের এলাকার মানুষ ব্যবহার করছে কিন্তু স্থায়ীভাবে কিছু করা যাবে না তা জানা সত্ত্বেও নুরুল আমিন অবৈধভাবে বালু উত্তোলন করে গর্ত খুঁড়ছে। যা একেবারেই অন্যায়। অফিসারকে বিষয় টি জানিয়েছি স্যার আমাকে বলে দিয়েছেন মেশিন বন্ধ করে হ্যান্ডেল নিয়ে যেতে, পরে তারা যা সিদ্ধান্ত নেবে তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।

৩১জানুয়ারি বিকালে নায়েব কে, এ ব্যাপারে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করলে তিনি জানান, মেশিনের হ্যান্ডেল আমাদের কাছে রয়েছে তবে স্যার এখনো কোন সিদ্ধান্ত জানায়নি। তবে ড্রেজার মেশিন আর চালু করতে পারবে না সেটা বলতে পারি। স্যার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মতোই কাজ করব। নুরুল আমিন অনেক দৌড়ঝাঁপ দিয়েও কোন লাভ হবে না।

Tag :

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড

আটপাড়া উপজেলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন।

আপডেট টাইম ০৯:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার আটপাড়া উপজেলায় দুওজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম দুওজ এলাকায় নরসিন্দু খালের চরের সরকারী খাস জায়গায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছে নুরুল আমিন নামে স্থানীয় এক ব্যাক্তি ।

বালু উত্তোলনকারী বলেন,আমার জায়গা থেকে আমি বালু উঠাচ্ছি। আমার কাছে এর কাগজ ও আছে।
আপনাদের যা করার করেন,আমি বালু উঠাবো।এছাড়া আরও বলেন ,খালের পাড় ঘেঁষে তাদের জমি আছে বলে বালু উত্তোলন করছে ।

এদিকে দূওজ ইউনিয়নের ভূমি অফিসের নায়েব রফিকুল ইসলামকে বিষয়টি জানালে লোক পাঠান ও মেশিন বন্ধ করার জন্য বলেন।

আটপাড়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ৩০ জানুয়ারি সকাল ১২টায় ফোনে জানালে একদিন পার হলে ও কোন ব্যবস্থা নেননি। ২ দিন ধরে দুপুরেই অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে।

এলাকার কয়েকজনের সাথে কথা বললে তারা জানায়,২-৩ দিন যাবত ড্রেজারে বালু উঠাচ্ছে, তাকে কেউ কিছু বলতে গেলে শান্তিতে এলাকায় থাকতে পারবো না, তাই কেউ কিছু বলে না। আওয়ামী লীগের ক্ষমতা বলে এসব করে যাচ্ছে।

এদিকে সহকারী কমিশনার ভূমি বারবার আসার কথা বললে ও সরেজমিনে আসেননি তিনি জানান
, ইউনিয়নের নায়েবকে বলে দিয়েছি, করোনা পজিটিভ বলে জানান, তার পরেও মেশিন বন্ধ করে দেওয়ার কথা বলে দিচ্ছি। পরে এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নায়েবের সহকারী খায়রুল ইসলাম সরেজমিনে এসে সরকারি বা খাস জায়গা বলে চিহ্নিত করে তিনি বলেন,নরসিন্দু খাল প্রস্থে অনেক বড় হলেও বর্তমানে এর অর্ধেক হয়ে গেছে। যা আশেপাশের এলাকার মানুষ ব্যবহার করছে কিন্তু স্থায়ীভাবে কিছু করা যাবে না তা জানা সত্ত্বেও নুরুল আমিন অবৈধভাবে বালু উত্তোলন করে গর্ত খুঁড়ছে। যা একেবারেই অন্যায়। অফিসারকে বিষয় টি জানিয়েছি স্যার আমাকে বলে দিয়েছেন মেশিন বন্ধ করে হ্যান্ডেল নিয়ে যেতে, পরে তারা যা সিদ্ধান্ত নেবে তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।

৩১জানুয়ারি বিকালে নায়েব কে, এ ব্যাপারে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করলে তিনি জানান, মেশিনের হ্যান্ডেল আমাদের কাছে রয়েছে তবে স্যার এখনো কোন সিদ্ধান্ত জানায়নি। তবে ড্রেজার মেশিন আর চালু করতে পারবে না সেটা বলতে পারি। স্যার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মতোই কাজ করব। নুরুল আমিন অনেক দৌড়ঝাঁপ দিয়েও কোন লাভ হবে না।