ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

আজ শুরু ‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব’

মাতৃভূমির খবর ডেস্ক :   সান ফাউন্ডেশনের আয়োজনে আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দিনের ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮। এ উত্সব চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে এ উত্সব চলবে রাত বারোটা পর্যন্ত। স্বাগতিক বাংলাদেশসহ এবারের উৎসবের চতুর্থ আসরে অংশ নিচ্ছেন সাত দেশের ১৭৪ জন শিল্পী।

বাংলাদেশের শিল্পীদের মধ্যে রয়েছেন:  মমতাজ, বাউল আবদুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, অর্ণব, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো ও ভাবনা নৃত্য দল।এ ছাড়া ভারত থেকে অংশ নিচ্ছেন:  ওয়াদালি ব্রাদার্স, রাঘু দীক্ষিত ও সাত্যকি ব্যানার্জি, পাকিস্তানের শাফকাত আমানাত আলী, বাহরাইনের মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি পুরস্কার বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ডের দিকান্দা এবং স্পেনের লাস মিগাস। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সামিনা হোসেন প্রিমার পরিচালনায় নৃত্যদল ভাবনার পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উত্সবের চতুর্থ আসরের। আজ উত্সবে গান গাইবেন বাংলাদেশের নারায়ণগঞ্জের আবদুল হাই দেওয়ান, পোল্যান্ডের লোকগানের দল, ভারতের পাঞ্জাবের ওয়াদালি ব্রাদার্স, ভারতের সাত্যকি ব্যানার্জী।

উত্সবের দ্বিতীয় দিনে অংশ নেবে ভারতের দ্য রঘু দিক্ষিত প্রজেক্ট, যুক্তরাষ্ট্রের লস টেক্সমেনিয়াক্স এবং বাহরাইনের মাজাজ। বাংলাদেশ থেকে অংশ নেবেন স্বরব্যঞ্জ ও মমতাজ বেগম। তৃতীয় দিনে অংশ নেবেন পাকিস্তানের শাফকাত আমানত আলী, স্পেনের লাস মিগাজ এবং বাংলাদেশের বাউল কবির শাহ, অর্ণব ও নকশীকাঁথা।

Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ শুরু ‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব’

আপডেট টাইম ০৫:২৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮

মাতৃভূমির খবর ডেস্ক :   সান ফাউন্ডেশনের আয়োজনে আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দিনের ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮। এ উত্সব চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে এ উত্সব চলবে রাত বারোটা পর্যন্ত। স্বাগতিক বাংলাদেশসহ এবারের উৎসবের চতুর্থ আসরে অংশ নিচ্ছেন সাত দেশের ১৭৪ জন শিল্পী।

বাংলাদেশের শিল্পীদের মধ্যে রয়েছেন:  মমতাজ, বাউল আবদুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, অর্ণব, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো ও ভাবনা নৃত্য দল।এ ছাড়া ভারত থেকে অংশ নিচ্ছেন:  ওয়াদালি ব্রাদার্স, রাঘু দীক্ষিত ও সাত্যকি ব্যানার্জি, পাকিস্তানের শাফকাত আমানাত আলী, বাহরাইনের মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি পুরস্কার বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ডের দিকান্দা এবং স্পেনের লাস মিগাস। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সামিনা হোসেন প্রিমার পরিচালনায় নৃত্যদল ভাবনার পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উত্সবের চতুর্থ আসরের। আজ উত্সবে গান গাইবেন বাংলাদেশের নারায়ণগঞ্জের আবদুল হাই দেওয়ান, পোল্যান্ডের লোকগানের দল, ভারতের পাঞ্জাবের ওয়াদালি ব্রাদার্স, ভারতের সাত্যকি ব্যানার্জী।

উত্সবের দ্বিতীয় দিনে অংশ নেবে ভারতের দ্য রঘু দিক্ষিত প্রজেক্ট, যুক্তরাষ্ট্রের লস টেক্সমেনিয়াক্স এবং বাহরাইনের মাজাজ। বাংলাদেশ থেকে অংশ নেবেন স্বরব্যঞ্জ ও মমতাজ বেগম। তৃতীয় দিনে অংশ নেবেন পাকিস্তানের শাফকাত আমানত আলী, স্পেনের লাস মিগাজ এবং বাংলাদেশের বাউল কবির শাহ, অর্ণব ও নকশীকাঁথা।