ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামগড়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র জামে মসজিদ নিয়ে নানা বির্তক দ্রুত সমাধান চায় সাধারণ মুসল্লী ও এলাকাবাসী বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র নিহত রানীশংকৈল মডেল স্কুলের আলোচিত ধীরেন্দ্রনাথ সহ ৪ শিক্ষক বদলি । কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তার পুরুষাঙ্গ কর্তন মামলায় স্ত্রীর কারাদন্ড টাঙ্গাইলে বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা, যুক্ত হচ্ছে মাদক সেবনের সাথেও জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যা: সহপাঠি ও প্রক্টরের ২জনের রিমান্ড মঞ্জুর। “পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের মানববন্ধন” যুবলীগ সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে.. দিদারুল ইসলাম চৌধুরী দুমকিতে ১২ ঘন্টার মধ্যে র‍্যাবের ফাঁদে পলায়নরত ধর্ষক আটক। সন্তানের চাকরি স্থায়ীকরন চেয়ে লক্ষ্মীপুরে পঙ্গু বাবার আকুতি

আই.সি.সি.বি.তে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ, প্রোডাক্ট লাইন-বি ইউনিটের ন্যাশনাল সেলস কনফারেন্স’২২ অনুষ্ঠিত

( নিউজ ডেস্ক )

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা তে এক মনোরম পরিবেশ এ গত ৪ জুন সারা দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ, প্রোডাক্ট লাইন-বি ইউনিটের ন্যাশনাল সেলস কনফারেন্স’২২। অনুষ্ঠানে বসুন্ধরা গ্ৰুপের প্রায় ১৪০ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটিতে জনাব.এম.এম জসিম উদ্দীন (সিওও, ব্র্যান্ড এন্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্ৰুপ) বলেন, ক্রেতা ও বিক্রেতার সমন্বয় ও ভালো সম্পর্কই পারে সেলস কে সামনে এগিয়ে নিয়ে যেতে। পণ্যের গুনগত মান নিয়ে বসুন্ধরা কখনো আপোস করে না এবং ভবিষ্যৎতেও করবে না। এছাড়াও তিনি বলেন, আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সাফিয়াত সোবহান স্যার, যেভাবে আমাদের সব গুলো টীম কে অনুপ্রেরণা দিয়ে থাকেন, তার সেই অনুপ্রেরণায় আমাদের কাজের মূল চালিকাশক্তি। তিনি আরও বলেন, বিগত দিনে বসুন্ধরার সফলতার পেছনে কর্মীদের অবদান অপরিসীম। ভবিষ্যৎ এ কর্মীরা কিভাবে আরো ভালো কাজ করতে পারে সে বিষয়ে তিনি কর্মীদের জন্য কিছু সুদূরপ্রসারী দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান (ডি.জি.এম, অপারেশন স্নাক্স লাইন, বি.এফ.বি.আই.এল), মোহাম্মদ মোশারফ হোসেন (ডি.জি.এম.প্রোডাকশন প্ল্যান্ট স্নাক্স লাইন, বি.এম.এফ), মোহাম্মদ কিবরিয়া (এ.জি.এম, এইচ.আর, সেক্টর-এ, বি.জি.), খালেদ আল মাসুদ (সেলস ইন চার্জ, বি.এফ.বি.আই.এল, প্রোডাক্ট লাইন-বি), মোহাম্মদ শাকিল (এ.জি.এম,কিউ.সি,বি.এম.এফ), মোহাম্মদ শাহিনুর রহমান (ডেপুটি সেলস ইনচার্জ, বি.এফ.বি.আই.এল,প্রোডাক্ট লাইন-বি), মোহাম্মদ তাফসিরুল হক (ব্র্যান্ড ম্যানেজার, বি.এফ.বি.আই.এল এন্ড বি.এম.এফ) সহ আরও উর্দ্ধতন কর্মকর্তাগণ।

Tag :

জনপ্রিয় সংবাদ

রামগড়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র জামে মসজিদ নিয়ে নানা বির্তক দ্রুত সমাধান চায় সাধারণ মুসল্লী ও এলাকাবাসী

আই.সি.সি.বি.তে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ, প্রোডাক্ট লাইন-বি ইউনিটের ন্যাশনাল সেলস কনফারেন্স’২২ অনুষ্ঠিত

আপডেট টাইম ১১:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

( নিউজ ডেস্ক )

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা তে এক মনোরম পরিবেশ এ গত ৪ জুন সারা দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ, প্রোডাক্ট লাইন-বি ইউনিটের ন্যাশনাল সেলস কনফারেন্স’২২। অনুষ্ঠানে বসুন্ধরা গ্ৰুপের প্রায় ১৪০ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটিতে জনাব.এম.এম জসিম উদ্দীন (সিওও, ব্র্যান্ড এন্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্ৰুপ) বলেন, ক্রেতা ও বিক্রেতার সমন্বয় ও ভালো সম্পর্কই পারে সেলস কে সামনে এগিয়ে নিয়ে যেতে। পণ্যের গুনগত মান নিয়ে বসুন্ধরা কখনো আপোস করে না এবং ভবিষ্যৎতেও করবে না। এছাড়াও তিনি বলেন, আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সাফিয়াত সোবহান স্যার, যেভাবে আমাদের সব গুলো টীম কে অনুপ্রেরণা দিয়ে থাকেন, তার সেই অনুপ্রেরণায় আমাদের কাজের মূল চালিকাশক্তি। তিনি আরও বলেন, বিগত দিনে বসুন্ধরার সফলতার পেছনে কর্মীদের অবদান অপরিসীম। ভবিষ্যৎ এ কর্মীরা কিভাবে আরো ভালো কাজ করতে পারে সে বিষয়ে তিনি কর্মীদের জন্য কিছু সুদূরপ্রসারী দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান (ডি.জি.এম, অপারেশন স্নাক্স লাইন, বি.এফ.বি.আই.এল), মোহাম্মদ মোশারফ হোসেন (ডি.জি.এম.প্রোডাকশন প্ল্যান্ট স্নাক্স লাইন, বি.এম.এফ), মোহাম্মদ কিবরিয়া (এ.জি.এম, এইচ.আর, সেক্টর-এ, বি.জি.), খালেদ আল মাসুদ (সেলস ইন চার্জ, বি.এফ.বি.আই.এল, প্রোডাক্ট লাইন-বি), মোহাম্মদ শাকিল (এ.জি.এম,কিউ.সি,বি.এম.এফ), মোহাম্মদ শাহিনুর রহমান (ডেপুটি সেলস ইনচার্জ, বি.এফ.বি.আই.এল,প্রোডাক্ট লাইন-বি), মোহাম্মদ তাফসিরুল হক (ব্র্যান্ড ম্যানেজার, বি.এফ.বি.আই.এল এন্ড বি.এম.এফ) সহ আরও উর্দ্ধতন কর্মকর্তাগণ।