ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে বিশ্বাস মুতিউর রহমান বাদশা। কুমিল্লার চার উপজেলায় চেয়ারম্যান পদে লড়বেন ১৪ জন প্রার্থী গজারিয়ায় ৩ হেভিওয়েটসহ চেয়ারম্যান পদে ৫,ভাইস চেয়ারম্যান পদে ৪,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ নারায়ণগঞ্জে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ফিরিঙ্গিবাজারে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন হাজার টাকা দেয়ার ঘোষণা মেয়রের গজারিয়ায় অজ্ঞাত তরুনীর রক্তাত লাশ উদ্ধার গজারিয়ায় অজ্ঞাত তরুনীর রক্তাত লাশ উদ্ধার বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে আসামির পিটুনিতে আসামি নিহত। কর্ণফুলী নদীকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে অর্থ প্রতিমন্ত্রী: বেগম ওয়াসিকা আয়শা খান টানা ৬ দিনের ছুটি শেষে চট্টগ্রাম নগরে ফিরছে মানুষ

অস্ট্রেলিয়ায় ৮ বছর পর ধরা পড়ল সেই দানব কুমির

খোঁজ-খোঁজ-খোঁজ। পুরো আট বছর ধরে। শেষমেশ পাকড়াও করা গেছে লোনা পানির দানবটাকে। ৬০০ কেজি ওজনের বিশাল কুমিরটি ধরা পড়েছে ফাঁদে। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তারা এ তথ্য জানান।

এএফপির খবরে জানানো হয়, ২০১০ সালে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ক্যাথরিন নদীতে ১৫ ফুটের কুমিরটি আছে বলে জানা যায়। এরপর থেকে কুমিরটিকে ধরতে একের পর এক ফাঁদ পাতা হয়। বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তারা বলছেন, কুমিরটির বয়স ৬০

বছর।ফাঁদ পেতে ধরা হয় কুমিরটিকে। ছবি: এএফপিবন্য প্রাণীবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা জন ব্রুক বলেন, কুমিরটিকে ধরতে অনেক সরঞ্জাম আনা হয়। কারণ, এটিকে ধরা যথেষ্ট কঠিন ছিল। এত বড় ও বয়স্ক প্রাণীকে ধরাটা ছিল খুব রোমাঞ্চকর। বয়স্ক প্রাণীটিকে যত্নসহকারে ধরতে হয়েছে।

নর্দার্ন টেরিটরি বন্য প্রাণী পরিচালনাবিষয়ক প্রধান ট্রেসি ডালডিগ বলেন, নিরাপত্তার কারণে কুমিরটিকে আলাদা রাখা হয়েছে। ডালডিগ এক বিবৃতিতে জানান, বন্য প্রাণী পরিচালনা দল ক্যাথরিন নদী থেকে এর আগে এত বড় প্রাণী ধরেনি।

বন্য প্রাণীবিষয়ক রেঞ্জাররা প্রতিবছর গড়ে ২৫০টির মতো কুমির ধরে, যেগুলো সমস্যা করে থাকে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে লোনা পানিতে থাকা কুমিরগুলোর হামলায় বছরে গড়ে দুজনের মৃত্যু হয়।

১৯৭০ সালে অস্ট্রেলিয়ায় কুমিরকে সংরক্ষিত প্রজাতির প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়। গত বছর কুমিরের হামলায় বয়স্ক এক নারীর মৃত্যু হয়। কুমির নিয়ন্ত্রণে আনতে অস্ট্রেলিয়ার সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে বিশ্বাস মুতিউর রহমান বাদশা।

অস্ট্রেলিয়ায় ৮ বছর পর ধরা পড়ল সেই দানব কুমির

আপডেট টাইম ১১:০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮

খোঁজ-খোঁজ-খোঁজ। পুরো আট বছর ধরে। শেষমেশ পাকড়াও করা গেছে লোনা পানির দানবটাকে। ৬০০ কেজি ওজনের বিশাল কুমিরটি ধরা পড়েছে ফাঁদে। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তারা এ তথ্য জানান।

এএফপির খবরে জানানো হয়, ২০১০ সালে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ক্যাথরিন নদীতে ১৫ ফুটের কুমিরটি আছে বলে জানা যায়। এরপর থেকে কুমিরটিকে ধরতে একের পর এক ফাঁদ পাতা হয়। বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তারা বলছেন, কুমিরটির বয়স ৬০

বছর।ফাঁদ পেতে ধরা হয় কুমিরটিকে। ছবি: এএফপিবন্য প্রাণীবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা জন ব্রুক বলেন, কুমিরটিকে ধরতে অনেক সরঞ্জাম আনা হয়। কারণ, এটিকে ধরা যথেষ্ট কঠিন ছিল। এত বড় ও বয়স্ক প্রাণীকে ধরাটা ছিল খুব রোমাঞ্চকর। বয়স্ক প্রাণীটিকে যত্নসহকারে ধরতে হয়েছে।

নর্দার্ন টেরিটরি বন্য প্রাণী পরিচালনাবিষয়ক প্রধান ট্রেসি ডালডিগ বলেন, নিরাপত্তার কারণে কুমিরটিকে আলাদা রাখা হয়েছে। ডালডিগ এক বিবৃতিতে জানান, বন্য প্রাণী পরিচালনা দল ক্যাথরিন নদী থেকে এর আগে এত বড় প্রাণী ধরেনি।

বন্য প্রাণীবিষয়ক রেঞ্জাররা প্রতিবছর গড়ে ২৫০টির মতো কুমির ধরে, যেগুলো সমস্যা করে থাকে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে লোনা পানিতে থাকা কুমিরগুলোর হামলায় বছরে গড়ে দুজনের মৃত্যু হয়।

১৯৭০ সালে অস্ট্রেলিয়ায় কুমিরকে সংরক্ষিত প্রজাতির প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়। গত বছর কুমিরের হামলায় বয়স্ক এক নারীর মৃত্যু হয়। কুমির নিয়ন্ত্রণে আনতে অস্ট্রেলিয়ার সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়।