মাতৃভূমির খবর ডেস্ক : টাইগারএয়ার নামের একটি এয়ারলাইন গ্রাহকদের জন্য চমকপ্রদ এক অফার দিয়েছে। অফারটি হলো-ফিরতি টিকিট হিসেবে মাত্র ১ ডলার বা ৮৪ টাকায় বিমান ভ্রমণ করা যাবে।
ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সিঙ্গাপুরভিত্তিক এয়ারলাইনটি এই অফার দিয়েছে। তবে এটি অস্ট্রেলিয়ার মধ্যেই প্রযোজ্য হবে।
আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই অফার দেয়া হচ্ছে। ইতোমধ্যে এডিলেড, হুইটসানডেইজ এবং পার্থ- এর বরাদ্দকৃত ফিরতি টিকিট শেষ হয়ে গেছে।
জানা গেছে, নতুন এই অফারের ফলে অস্ট্রেলিয়ার সিডনি থেকে কফস হারবারে ফিরতে বাঁচবে ৬৯.৯৫ ডলার। আর গোল্ড কোস্ট, ব্রিসবেন, মেলবোর্ন ও কেয়ার্নসে ফিরতে বাঁচবে যথাক্রমে ৭১ দশমিক ৯৫, ৭৯ দশমিক ৯৫, ৮৩ দশমিক ৯৫ এবং ১৪৪ দশমিক ৯৫ ডলার করে।
সর্বস্বত্ব © ২০১৯ মাতৃভূমির খবর কর্তৃক সংরক্ষিত