মোহাম্মদ রফিক, কুুষ্টিয়া : ১০ জানুয়ারি ২০২০:ইং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং মুজিব জন্মশতবার্ষিকীর দিন ক্ষণগণনার শুভ উদ্বোধন সারা দেশের মত কুষ্টিয়ায় আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হয়েছে।

র্যালি শেষে সকলের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ২১ফুট ১০.৫০ ফুট সাইজের এলইডি জায়ান্ট স্ক্রিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মূল প্রোগ্রাম যা সরাসরি সম্প্রচার করা হয়। পরে আলোচনা সভায় অংশগ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমার আতা, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
আয়োজনের আকর্শন ছিল জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিব কর্ণারে স্থাপনের জন্য জাতির পিতার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনী (লেখা ও ভিডিও) নিয়ে ডিজিটাল “টাচস্ক্রীন কিয়স্ক” মেশিনের শুভ উদ্বোধন এবং জেলা প্রশাসন, কুষ্টিয়া প্রকাশিত মুজিববর্ষের কর্মসূচী সম্বলিত “মুজিববর্ষ ক্যালেন্ডার ২০২০” এর শুভ উদ্বোধন। সর্বশেষ আয়োজন ছিল জেলা শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি এবং লালন একাডেমির শিল্পীদের পরিবেশনায় সংস্কৃতিক অনুষ্ঠান। এতে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে আগত শিল্পীদের পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ।