মাতৃভূমির খবর ডেস্কঃ যোগ্য ও ত্যাগীদের নিয়োগ দিতে সব আইন কর্মকর্তাকে পদত্যাগ করতে বলার পাশাপাশি হাইব্রিডদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর মিলনায়তনে গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এ অনুষ্ঠান আয়োজন করে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কিছুদিনের মধ্যে সব অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, পিপিসহ সব সরকারি আইন কর্মকর্তাদের পদত্যাগ করতে বলব। যাতে নতুন নিয়োগ দেওয়া যায়। নতুন নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা ত্যাগী তাঁদের নিয়োগ দেওয়া হবে। কোনো হাইব্রিড রাখব না। নতুনদের জায়গা দিতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিচারহীনতার সংস্কৃতি দূর করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা থাকবো দৃঢ় ও অবিচল। আমরা খামোশ রাজনীতি চাই না। আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সুপ্রতিষ্ঠিত গণতন্ত্র।
অনুষ্ঠানে মন্ত্রিসভায় স্থান পাওয়া পাঁচ আইনজীবীকে সংবর্ধনাও দেওয়া হয়। আইনমন্ত্রী আনিসুল হক, গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী অনুষ্ঠানে সংবর্ধিত হন।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে রেলপথ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি।