ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম ১০ আসনের সাবেক মন্ত্রী ডাঃ আফসারুল আমিনের মৃত্যুতে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড এর শোক কবির চৌধুরী ছিলেন দলের একজন পরীক্ষিত সৈনিক কালিয়াকৈরে মসজিদের ধানকে কেন্দ্র করে আহত আট। চট্টগ্রাম ফিরিঙ্গী বাজার ওয়ার্ডয়ে করোনা যোদ্ধাদের সংবর্ধন অনুষ্ঠানে আ জ ম নাছির শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হলেন রিফাত শিকদার বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত “মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি : তথ্যমন্ত্রী” “মাদক চাষের চেয়ে খাদ্য ফলানো অনেক গুরুত্বপূর্ণ” চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরীর জন্মদিনের কেক কেটে উদযাপন কমলনগরে জনপ্রিয়তার শীর্ষে আ’লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন

শেরপুরে ডেঙ্গু সচেতনতায় জনউদ্যোগের জনযাত্রা-পথসভা

শেরপুর প্রতিনিধি : ডেঙ্গু রোগে আতকিংত না হয়ে সতর্ক থাকতে বৃহস্পতিবার ( ১ আ গস্ট ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ৭ টি জনবহুল স্পটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে জনযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি এবং আইইডি’র ইয়ুথ এজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন প্রকল্প ‘সচেতন হই, নিজে বাঁচি, অপরকে বাচাঁই’-শ্লোগানে এ কর্মসূচির আয়োজন করে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল ১১ টায় শহরের রঘুনাথা বাজার থানা মোড় বঙ্গবন্ধু চত্বরে জনযাত্রা-পথসভা কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা। এসময় ডেঙ্গু সচেতনতার বার্তা পরিবেশন করেন আইইডি শেরপুর অফিসের প্রোগ্রাম অফিসার ইমতিয়াজ চৌধুরী শৈবাল। পরে পৌর কাউন্সিলর, বিডিক্লিন শেরপুর, এসডিডিএফ, চালকল মালিক সমিতি, চেম্বার, কালেরকন্ঠ শুভসংঘ, ডায়াবেটিক সমিতি ও সুধীবৃন্দ সমন্বয়ে জনযাত্রা শহর প্রদক্ষিণ করে। এসময় পৌর টাউন হল মোড়, খরমপুর মোড়, তিনানী বাজার কলেজ মোড়, ডিসি গেইট, বটতলা মোড় ও গোয়ালপট্টি মোড়ে একে একে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, কাউন্সিলর হাববুর রহমান, শহর আ’লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাংবাদিক সাবিহা জামান শাপলা, জনউদ্যোগ আহ বায়ক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। এছাড়া শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু, জেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হোসেন, আইইডি’র প্রকল্প সমন্বয়কারি মানিক পাল, বিতার্কিক এমদাদুল হক রিপন, বিডিক্লিন শেরপুর সমন্বয়কারি আল আমিন রাজু, সিপিপি নেতা সোলায়মান আহমেদ, কাট‚নিস্ট সাইফুল ইসলাম শাহীন, নারী উদ্যোক্তা আইরিন পারভীন, সাবেক পৌর কাউন্সিলর নীরু শামসুন্নাহার নীরা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মজদুল হক মিনু, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জাসদ সাধারণ সম্পাদক বিপ্লব দে লব, উদীচী সংগঠক আবু হানিফ, শ্রমিক সংগঠক হারান সাহা, সাংবাদিক হাকিম বাবুল সহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ ডেঙ্গুবিরোধী জনযাত্রায় অংশগ্রহণ করেন। বক্তারা এসময় ডেঙ্গু সমস্যায় আতংকিত না হয়ে বাড়ীর আঙ্গিনা,কর্মস্থলসহ আশপাশের ময়লা-অর্বজনা ,জমে থাকা পানি পরিস্কার করার আহ বান জানান। সেইসাথে পৌরসভাসহ স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানকে আরো আন্তরিকতার সাথে নিজ নিজ দ্বায়িত্ব পালন করার অনুরোধ জানান। কেবল তাই নয়, এ ধরণের মহামারি রুখতে সরকার, প্রশাসন, স্থানীয় সরকার সহ জনগণের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। কেননা এডিস মশা জাত-পাত, ধনী-গরিব, ধর্ম-বর্ণ, ডাক্তার, শিক্ষক, মন্ত্রী, আমলা, মেয়র, কাউন্সিলর, কেরাণী, ছাত্র-যুব, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ চেনেনা। তাই সে এসব ভেদাভেদ দেখে কামড়ায়না, যাকে পায় তাকেই কামড়ায়। তাই, সকলের স্বার্থেই সকলে মিলিতভাবে একে প্রতিরোধ করতে হবে। এসময় রাস্তার পাশে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা, ডাবের খোল, কৌটা, ইত্যাদি না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে অনুরোধ করে স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম বলেন, প্রয়োজনীয় স্থানে পৌর কর্তৃপক্ষকে ডাস্টবিনের ব্যবস্থা গ্রহণ করা এবং নিয়মিত ড্রেন পরিস্কার করা অনুরোধ জানান। ডেঙ্গু বিস্তারকারী এডিস মশা যেনো বংশ বিস্তার না করতে পারে, সেজন্য পৌরসভার পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন। প্রতিটি মানুষ যেনো তার নিজের ও আশপাশের জায়গা পরিচ্ছন্ন রাখেন এবং কোথাও পানি জমে থাকতে না দেন, বাসার ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, টায়ায় ইত্যাদি যেখানে সেখানে ফেলে না রাখতে সবার প্রতি অনুরোধ করেন। প্রেরক: শাহরিয়ার মিল্টন , শেরপুর ।

Tag :

চট্টগ্রাম ১০ আসনের সাবেক মন্ত্রী ডাঃ আফসারুল আমিনের মৃত্যুতে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড এর শোক

শেরপুরে ডেঙ্গু সচেতনতায় জনউদ্যোগের জনযাত্রা-পথসভা

আপডেট টাইম ০৫:৫৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯

শেরপুর প্রতিনিধি : ডেঙ্গু রোগে আতকিংত না হয়ে সতর্ক থাকতে বৃহস্পতিবার ( ১ আ গস্ট ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ৭ টি জনবহুল স্পটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে জনযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি এবং আইইডি’র ইয়ুথ এজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন প্রকল্প ‘সচেতন হই, নিজে বাঁচি, অপরকে বাচাঁই’-শ্লোগানে এ কর্মসূচির আয়োজন করে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল ১১ টায় শহরের রঘুনাথা বাজার থানা মোড় বঙ্গবন্ধু চত্বরে জনযাত্রা-পথসভা কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা। এসময় ডেঙ্গু সচেতনতার বার্তা পরিবেশন করেন আইইডি শেরপুর অফিসের প্রোগ্রাম অফিসার ইমতিয়াজ চৌধুরী শৈবাল। পরে পৌর কাউন্সিলর, বিডিক্লিন শেরপুর, এসডিডিএফ, চালকল মালিক সমিতি, চেম্বার, কালেরকন্ঠ শুভসংঘ, ডায়াবেটিক সমিতি ও সুধীবৃন্দ সমন্বয়ে জনযাত্রা শহর প্রদক্ষিণ করে। এসময় পৌর টাউন হল মোড়, খরমপুর মোড়, তিনানী বাজার কলেজ মোড়, ডিসি গেইট, বটতলা মোড় ও গোয়ালপট্টি মোড়ে একে একে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, কাউন্সিলর হাববুর রহমান, শহর আ’লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাংবাদিক সাবিহা জামান শাপলা, জনউদ্যোগ আহ বায়ক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। এছাড়া শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু, জেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হোসেন, আইইডি’র প্রকল্প সমন্বয়কারি মানিক পাল, বিতার্কিক এমদাদুল হক রিপন, বিডিক্লিন শেরপুর সমন্বয়কারি আল আমিন রাজু, সিপিপি নেতা সোলায়মান আহমেদ, কাট‚নিস্ট সাইফুল ইসলাম শাহীন, নারী উদ্যোক্তা আইরিন পারভীন, সাবেক পৌর কাউন্সিলর নীরু শামসুন্নাহার নীরা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মজদুল হক মিনু, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জাসদ সাধারণ সম্পাদক বিপ্লব দে লব, উদীচী সংগঠক আবু হানিফ, শ্রমিক সংগঠক হারান সাহা, সাংবাদিক হাকিম বাবুল সহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ ডেঙ্গুবিরোধী জনযাত্রায় অংশগ্রহণ করেন। বক্তারা এসময় ডেঙ্গু সমস্যায় আতংকিত না হয়ে বাড়ীর আঙ্গিনা,কর্মস্থলসহ আশপাশের ময়লা-অর্বজনা ,জমে থাকা পানি পরিস্কার করার আহ বান জানান। সেইসাথে পৌরসভাসহ স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানকে আরো আন্তরিকতার সাথে নিজ নিজ দ্বায়িত্ব পালন করার অনুরোধ জানান। কেবল তাই নয়, এ ধরণের মহামারি রুখতে সরকার, প্রশাসন, স্থানীয় সরকার সহ জনগণের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। কেননা এডিস মশা জাত-পাত, ধনী-গরিব, ধর্ম-বর্ণ, ডাক্তার, শিক্ষক, মন্ত্রী, আমলা, মেয়র, কাউন্সিলর, কেরাণী, ছাত্র-যুব, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ চেনেনা। তাই সে এসব ভেদাভেদ দেখে কামড়ায়না, যাকে পায় তাকেই কামড়ায়। তাই, সকলের স্বার্থেই সকলে মিলিতভাবে একে প্রতিরোধ করতে হবে। এসময় রাস্তার পাশে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা, ডাবের খোল, কৌটা, ইত্যাদি না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে অনুরোধ করে স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম বলেন, প্রয়োজনীয় স্থানে পৌর কর্তৃপক্ষকে ডাস্টবিনের ব্যবস্থা গ্রহণ করা এবং নিয়মিত ড্রেন পরিস্কার করা অনুরোধ জানান। ডেঙ্গু বিস্তারকারী এডিস মশা যেনো বংশ বিস্তার না করতে পারে, সেজন্য পৌরসভার পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন। প্রতিটি মানুষ যেনো তার নিজের ও আশপাশের জায়গা পরিচ্ছন্ন রাখেন এবং কোথাও পানি জমে থাকতে না দেন, বাসার ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, টায়ায় ইত্যাদি যেখানে সেখানে ফেলে না রাখতে সবার প্রতি অনুরোধ করেন। প্রেরক: শাহরিয়ার মিল্টন , শেরপুর ।