ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি : তথ্যমন্ত্রী” “মাদক চাষের চেয়ে খাদ্য ফলানো অনেক গুরুত্বপূর্ণ” চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরীর জন্মদিনের কেক কেটে উদযাপন কমলনগরে জনপ্রিয়তার শীর্ষে আ’লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন টাঙ্গাইল প্রেস ক্লাবে কেক কেটে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মেয়র হলে প্রতিটা ওয়ার্ডে মাতৃসদন প্রতিষ্ঠা করা হবে মুফতি ফয়জুল করীম মাদক ব্যাবসায়ীর হামলায় আহত র‍্যাব সদস্যকে দেখতে কুষ্টিয়ায় র‍্যাব-১২ সিও মারুফ হোসেন বরিশাল সিটি নির্বাচন ঃমেয়র প্রার্থীরা সম্পদের হিসাব দিলেন সিটি নির্বাচন বরিশাল। ” চা বিক্রেতা কাউন্সিলর প্রার্থী আইসিসিবিতে বসুন্ধরা ‘এলপিজি নাইট’

শেখ রাসেলকে হারিয়ে স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা

স্পোর্টস ডেস্ক :  শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা গতকাল বুধবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে নিয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন জায়ান্ট বসুন্ধরা কিংস।

চ্যাম্পিয়ন হওয়ার মতো দল সাজিয়েও ফেডারেশন কাপের শিরোপা জেতা হয়নি। হতাশা আড়াল করে স্বাধীনতা কাপে নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়েছিল বসুন্ধরা কিংস। ২০১৮-১৯ মৌসুমের সবচেয়ে শক্তিশালী রক্ষণের দল শেখ রাসেলকে হারিয়ে জিতে নিল নিজেদের প্রথম শিরোপাও।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ছিল শক্তিশালী রক্ষণের বিপক্ষে তারকায় ঠাসা দলের আক্রমণ শক্তির পরীক্ষা। সেই লড়াইয়ে জয় হল তারকায় ভরা বসুন্ধরারই। ম্যাচে গোল হয়েছে তিনটি, যার প্রতিটি ছিল চোখ জুড়ানো!

খেলা শেষে বসুন্ধরার এক কর্মকর্তা জয়সূচক গোলদাতা মতিনের প্রশংসা করতে গিয়ে তাকে বিশ্বকাপ খেলা কলিন্দ্রেসের চেয়েও উপরে তুলে ধরলেন! কলিন্দ্রেস কোস্টারিকার হয়ে বিশ্বকাপে খেলেছেন। তার চেয়েও ভালো খেলোয়াড় বাংলাদেশের মতিন! বসুন্ধরার ওই কর্তা বলেন, ‘আরে কিসের কলিন্দ্রেস, খেলোয়াড় হলো মতিন!’ কলিন্দ্রেসের সঙ্গে এই তুলনাটা আসলে তিনি করেছেন ফাইনালের মতিনের গুরুত্ব বোঝাতেই।

শুধু জয়সূচক গোল নয়, পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন মতিন। ওই কর্তা তাই মেতে উঠলেন মতিন বন্দনায়। ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা। বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কাস ভিনিসিয়াস। অবশ্য এই লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি বসুন্ধরা। বুলেট গতির আরেক শটে শেখ রাসেলকে সমায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল অনব্রো।

অতিরিক্ত সময়ে খেলার শুরুতেই বদলি খেলোয়াড় মতিন মিয়া ডি-বক্সের ভেতরে জটলা থেকে শেখ রাসেলের ডিফেন্সকে বোকা বানিয়ে ডান পায়ের শটে আড়াআড়ি গোলে বসুন্ধরার জয় নিশ্চিত করেন। এরপর আর কোনো দল গোল করতে ব্যর্থ হলে ২-১ গোলের জয়ে টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস।

Tag :
জনপ্রিয় সংবাদ

“মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি : তথ্যমন্ত্রী”

শেখ রাসেলকে হারিয়ে স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা

আপডেট টাইম ০২:১৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮

স্পোর্টস ডেস্ক :  শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা গতকাল বুধবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে নিয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন জায়ান্ট বসুন্ধরা কিংস।

চ্যাম্পিয়ন হওয়ার মতো দল সাজিয়েও ফেডারেশন কাপের শিরোপা জেতা হয়নি। হতাশা আড়াল করে স্বাধীনতা কাপে নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়েছিল বসুন্ধরা কিংস। ২০১৮-১৯ মৌসুমের সবচেয়ে শক্তিশালী রক্ষণের দল শেখ রাসেলকে হারিয়ে জিতে নিল নিজেদের প্রথম শিরোপাও।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ছিল শক্তিশালী রক্ষণের বিপক্ষে তারকায় ঠাসা দলের আক্রমণ শক্তির পরীক্ষা। সেই লড়াইয়ে জয় হল তারকায় ভরা বসুন্ধরারই। ম্যাচে গোল হয়েছে তিনটি, যার প্রতিটি ছিল চোখ জুড়ানো!

খেলা শেষে বসুন্ধরার এক কর্মকর্তা জয়সূচক গোলদাতা মতিনের প্রশংসা করতে গিয়ে তাকে বিশ্বকাপ খেলা কলিন্দ্রেসের চেয়েও উপরে তুলে ধরলেন! কলিন্দ্রেস কোস্টারিকার হয়ে বিশ্বকাপে খেলেছেন। তার চেয়েও ভালো খেলোয়াড় বাংলাদেশের মতিন! বসুন্ধরার ওই কর্তা বলেন, ‘আরে কিসের কলিন্দ্রেস, খেলোয়াড় হলো মতিন!’ কলিন্দ্রেসের সঙ্গে এই তুলনাটা আসলে তিনি করেছেন ফাইনালের মতিনের গুরুত্ব বোঝাতেই।

শুধু জয়সূচক গোল নয়, পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন মতিন। ওই কর্তা তাই মেতে উঠলেন মতিন বন্দনায়। ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা। বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কাস ভিনিসিয়াস। অবশ্য এই লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি বসুন্ধরা। বুলেট গতির আরেক শটে শেখ রাসেলকে সমায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল অনব্রো।

অতিরিক্ত সময়ে খেলার শুরুতেই বদলি খেলোয়াড় মতিন মিয়া ডি-বক্সের ভেতরে জটলা থেকে শেখ রাসেলের ডিফেন্সকে বোকা বানিয়ে ডান পায়ের শটে আড়াআড়ি গোলে বসুন্ধরার জয় নিশ্চিত করেন। এরপর আর কোনো দল গোল করতে ব্যর্থ হলে ২-১ গোলের জয়ে টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস।