বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ শাহ আলম এর নির্দেশে শাহরাস্তি পৌরসভার ৩নং ওয়ার্ডের মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ১৫ই জুলাই (সোমবার) রাত ১২:১০ টায় মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করেন দক্ষ এস আই মোঃ হাবিবুর রহমান ও সঙ্গী অফিসার ফোর্স।তারা শাহরাস্তি পৌরসভার ৩নং ওয়ার্ড কালিয়া পাড়া দক্ষিণ বাজারস্থ মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর অবৈধ ইয়াবা বিক্রির সময় আনোয়ার হোসেন (৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। জানা যায় যে আনোয়ার হোসেন শাহরাস্তি থানার ভিংরা গ্রামের মোঃ মনিরুল হক পাটোয়ারীর সন্তান। মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় পার্শ্ববর্তী জেলা কুমিল্লা থেকে পাইকারি মূল্যে সেই ইয়াবা ট্যাবলেট কিনে এনে শাহরাস্তিতে বিক্রি করে। এই ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এর মূল্য ৩০০০০/- (ত্রিশ হাজার টাকা)। সে দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার সাথে জড়িত। শাহরাস্তি থানার পুলিশ সূত্রে জানা যায় যে মোঃ হাবিবুর রহমান নিজে বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
সংবাদ শিরোনাম ::
শাহরাস্তিতে মাদক সম্রাট আনোয়ার আটক
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৫:২৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
- ৮৬০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ