মোঃ সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে স্কুল শিক্ষকের উপর হামলা সহ স্কুলের লাইব্রেরী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জিয়া উদ্দিন রেজবীর বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার গালুয়া বাজার সংলগ্ন গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রেজবী উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া গ্রামের মীর ফরিদ উদ্দিনের পুত্র। সরেজমিনে জানাগেছে, গত ৩০ জুন বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা শেষে রেজবীর পুত্র ঐ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র মোঃ তামিম হোসেনের সাথে সাহামিয়ার হাট এলাকায় পারিবারিক জেরে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে পরের দিন রেজবী বিদ্যালয়ে শিক্ষদের কাছে অভিযোগ দেয়। কিন্তু মরামারি স্কুল সংশ্লিষ্ট না হওয়ায় স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে রেজবী রবিবার (১৪ জুলাই) সকালে লাঠি নিয়ে ঐ স্কুলের লাইব্রেরীর মধ্যে প্রবেশ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান ও সহকারি শিক্ষক মোঃ মাইনুল ইসলামকে মারধর করে। এ সময় কক্ষের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর করে । এ ব্যাপারে অভিযুক্ত ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জিয়া উদ্দিন রেজবীর কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ন অভিযোগ অস্বীকার করে জানায়, তার ছেলে তামিমকে নাদিম ও ছিদ্দিক মাষ্টার কুপিয়ে জখম করেছে তাকে নিয়ে সে মেডিকেলে আসে। পরে সে ফোনের মাধ্যমে জানতে পারে স্কুলে ভাংচুরের ঘটনা ঘটেছে।
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে স্কুল শিক্ষকের উপর হামলা সহ ভাংচুর
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৫:৫৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
- ৮২৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ