নিজস্ব প্রতিবেদক : আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কালো পতাকা মিছিল হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর কল্যাণপুর শ্যামলী মহাসড়কে কালোপতাকা মিছিলে অংশগ্রহণ করে স্থানীয় বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল করা হয়। মিছিলে তারেক রহমানের বিরুদ্ধে ‘ফরমায়েশি’ রায় বাতিলের দাবি করা হয়।
রিজভীর সঙ্গে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মারুফ, আদাবর থানা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক আলামিন ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।